বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

এদিক সেদিক না করে নির্বাচন দেন : আব্দুস সালাম

বগুড়ায় জনসভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। ছবি : কালবেলা
বগুড়ায় জনসভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, ড. ইউনূস সাহেব আপনি সময় নষ্ট করে ফেলেছেন। ছয় মাস সময় অতিবাহিত করে ফেলছেন খালি এদিক আর ওদিক করে। সংস্কার করবেন না করবেন তা ডিসাইট করতে পারেননি। এজন্য বলি আপনার দ্বারা আর তেমন কিছু সম্ভব না। এখন আমরা চাই আপনি যাতে ব্যর্থ না হন। যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আব্দুস সালাম আরও বলেন, আপনার সফলতা হবে একটাই। মানুষের ভোটের যে অধিকার ছিনতাই হয়েছিল আপনি সেই অধিকার ফিরিয়ে দেন। যতটুকু সংস্কার করা দরকার তা করে নির্বাচন কমিশনকে ঠিক করেন। সেই সঙ্গে ওই কালো টাকার মালিকরা যাতে নির্বাচনে আসতে না পারেন তার ব্যবস্থা করুন।

ড. ইউনূসকে উদ্দেশ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, সংস্কার সংস্কার তো করেন, কিন্তু আমাদের নেতা তারেক রহমান আপনি আসার আগেই শেখ হাসিনার আমলে ৩১ দফা দিয়েছিল রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য। আপনি এখনো সেটা খুলেই দেখেননি। ওইটা দেখেন। আপনার ওই সংস্কার চাপ্টার ক্লোজড করে দেন। এখন নির্বাচনের অধ্যায় খোলেন। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন।

সোমবার প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে এ জনসভার আয়োজন করে জেলা বিএনপি।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এবং খায়রুল বাশারের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক পৌর মেয়র অ্যাড. একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু, সহসাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সাবেক আহ্ববায়ক ও সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, এমআর ইসলাম স্বাধীন, একেএম আহসানুল তৈয়ব জাকির, তৌহিদুল ইসলাম মামুন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৬ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু আজ

তিন সহযোগীসহ ‘মাদক সম্রাট’ শাওন গ্রেপ্তার

ফের সৈকতে ভেসে এল মৃত ইরাবতী ডলফিন

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৬ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

পাঁচ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ক্ষমতায় গেলে এক কোটি কর্মসংস্থান করবে বিএনপি : টুকু

ড. ইউনুস কি ভালো ভোট করতে পারবেন : মান্না

ষড়যন্ত্রকারীদের সতর্কবার্তা দিলেন আমিনুল হক

১০

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, চাচাতো চাচা রফিকুল রিমান্ডে 

১১

জবিতে ক্লাস ও পরীক্ষা মনিটরিং সিস্টেম চালু ১ সেপ্টেম্বর

১২

স্থপতি মোশতাক আহমেদের বাবার মৃত্যুতে রাজউক চেয়ারম্যানের শোক

১৩

আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি, উকিল খুঁজছেন স্বপন

১৪

মুন্সিগঞ্জে ‘গত আগস্টে লুট করা অস্ত্র’ দিয়ে পুলিশের ওপর হামলা

১৫

গরিবের স্বপ্নেই থাকে ইলিশ

১৬

কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না : উপদেষ্টা বশিরউদ্দীন

১৭

বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে

১৮

রুট ১৩ হাজার রান ছুঁতেই মুখ খুললেন শচীন

১৯

‘উপদেষ্টা মাহফুজের ওপর হামলা হয়নি, কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে'

২০
X