বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২
মাজেদ হোসেন, রায়পুর (লক্ষ্মীপুর)
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরের ১৫ প্রতিষ্ঠানে নেই প্রধান শিক্ষক

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একমাত্র সরকারি স্কুল রায়পুর মার্চেন্টস একাডেমি। প্রায় চার বছর ধরে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও জীববিজ্ঞান (সহকারী শিক্ষক) শিক্ষক নেই। সহকারী প্রধান শিক্ষক (ইংরেজি) জিল্লুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হলে তিনি ছয় থেকে সাত মাস দায়িত্ব পালন করে ছুটি না নিয়ে গোপনে যুক্তরাষ্ট্র চলে যান পরিবারের কাছে। এখনো তিনি কর্মস্থলে যোগদান করেননি। পরে কুমিল্লা মাধ্যমিক শিক্ষা বোর্ড সিনিয়র সহকারী (ধর্ম শিক্ষক) শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদে নিয়োগ দিয়ে প্রশাসনিক কার্যক্রম চালানো হচ্ছে।

রায়পুর মার্চেন্টস একাডেমি ছাড়াও ১৫টি স্কুল এবং মাদ্রাসায় প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সুপারের পদ শূন্য। পর্যাপ্ত শিক্ষকও না থাকায় প্রতিষ্ঠানগুলোয় লেখাপড়ার ব্যাঘাত ঘটছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, রায়পুর মার্চেন্টস একাডেমিসহ ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৫টি মাদ্রাসা রয়েছে। এর মধ্যে ১৫টি মাধ্যমিক প্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান শিক্ষক ও সুপার নেই।

প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা বিদ্যালয়গুলো হলো রায়পুর মার্চেন্টস একাডেমি, চরবংশী এসএম আজিজিয়া উচ্চবিদ্যালয়, মমতাজেন্নেছা মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, চর আবাবিল এসসি উচ্চ বিদ্যালয়, হায়দরগঞ্জ রোকেয়া হাসমতেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, রায়পুর মার্চ্চেন্টস একাডেমি, মীরগঞ্জ বালিকা ও চরলক্ষ্মী জনতা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদও শূন্য রয়েছে।

এ ছাড়া সুপার পদে শায়েস্তানগর বানাতুল মুসলেমিন দাখিল মাদ্রাসা ও হামছাদী কাজির দিঘীর পাড় আলিম মাদ্রাসা এবং শায়েস্তানগর বানাতুল মুসলেমিন দাখিল মাদ্রাসা, হামছাদী কাজির দিঘীর পাড় আলিম মাদ্রাসা, পীর ফজলুল্লাহ ইসলামী মিশন দাখিল মাদ্রাসা ও গাজিনগর চরপাতা দাখিল মাদ্রাসায় সহকারী সুপারের পদ শূন্য। গত চার বছর ধরে এ পদগুলোয় কাউকে নিয়োগ দেওয়া হচ্ছে না।

রায়পুর মার্চেন্টস একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা ফারুকি বলেন, স্কুলটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি স্কুলটি সরকারীকরণ করা হয়। ১৯৮৯ সালের ৬ সেপ্টেম্বর আমি যোগদান করেছি। এত বছর পার হলেও আজ পর্যন্ত পদোন্নতি পাইনি।

নিয়ম হলো চাকরির বয়স ১২ বছর হলে পদোন্নতি পেয়ে সহকারী প্রধান শিক্ষক হবেন। আর সহকারী প্রধান শিক্ষক পদে তিন বছর চাকরির পর প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পাবেন। পদোন্নতি না হওয়ায় বিদ্যালয়গুলোয় শিক্ষক সংকট চরমে পৌঁছেছে। ফলে এর প্রভাব পড়ছে বিদ্যালয়ের পড়াশোনার ওপর। প্রায় চার বছর আগে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলি অবসরে গেলে সহকারী প্রধান শিক্ষক জিল্লুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি কয়েক মাস দায়িত্বে থাকার পর গোপনে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান। তিনি পদত্যাগ করেননি এবং ছুটিও নেননি। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক ১৪ জন, ননএমপিও দুজন ও তিনজন কর্মচারী রয়েছেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৭৪৬ শিক্ষার্থী রয়েছে। গত বছর ২২৩ শিক্ষার্থী এসএসসিতে জিপিএ ৫ অর্জন করে। তিন বছর ধরে শতভাগ পাস করে আসছে।

অভিভাবক সালমা বেগম ও আজমুন নাহার মুক্তা বলেন, রায়পুর মার্চেন্টস একাডেমিতে গত চার বছর প্রধান, সহকারী প্রধান ও জীববিজ্ঞানের শিক্ষক নেই। এতে বিদ্যালয়টির প্রশাসনিক ব্যবস্থাসহ নানা সমস্যা হচ্ছে।

উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এখন রায়পুর মার্চেন্টস একাডেমিতে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ হবে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। শিক্ষানীতির ঘোষণা অনুযায়ী অধিদপ্তরের বিষয় কার্যকর করা হলে মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় আরও গতি আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির বৈঠক

বিএনপি ক্ষমতায় এলে সকলে মিলে দেশ গড়বো : ড. ফরিদুজ্জামান ফরহাদ

বকেয়া বিল আদায়ের ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অপপ্রচার

ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে : সেলিমুজ্জামান 

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘প্রবাহ’

চবির ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম অভিযোগ গেল দুদকে

একজন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল

চারদিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

চলতি অর্থবছর কেমন হবে, জানাল এডিবি

বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে দেশ গড়ব : ড. ফরিদুজ্জামান

১০

সিপিআর বাঁচাতে পারে হার্ট অ্যাটাকের লাখো প্রাণ

১১

‘আল্লাহ, তুই দেহিস’ / সেই বৃদ্ধের চুল কেটে দেওয়ার ঘটনায় আসামি গ্রেপ্তার

১২

গানপাউডারসহ আ.লীগ কর্মী গ্রেপ্তার

১৩

চট্টগ্রামে পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ১৪ হাজারের বেশি আনসার-ভিডিপি

১৪

গর্ভাবস্থায় নারীদের বমি-বমি ভাবের ‘আসল রহস্য’ জানালেন গবেষকরা

১৫

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রধান উপদেষ্টার ৭ সুপারিশ

১৬

তারেক মনোয়ারের বিষয়ে জামায়াতের বার্তা

১৭

ডা. শফিকুর রহমান হবেন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী : ইয়াসিন খাঁন

১৮

আসুন আমরা অন্যায়-অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকি : মঈন খান

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না বুলবুল-ফাহিমের, করতে হবে নির্বাচন

২০
X