বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

এক বছরের কাজ শেষ হয়নি পাঁচ বছরেও

আড়পাঙ্গাশিয়া নদীতে গার্ডার ব্জরি নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি। ছবি : কালবেলা
আড়পাঙ্গাশিয়া নদীতে গার্ডার ব্জরি নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি। ছবি : কালবেলা

ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতিতে পাঁচ বছরেও শেষ হয়নি আমতলী-তালতলী দুই উপজেলার সংযোগ রক্ষাকারী সেতুর নির্মাণ কাজ। ফলে আমতলী ও তালতলী উপজেলার লাখো মানুষ চরম ভোগান্তির শিকার। এছাড়া দীর্ঘদিন ধরে খালের গতিপথ বন্ধ করে পাইলিংয়ের গাছ পুঁতে রাখার দুর্ভোগে পড়েছে ছোট-বড় নৌচলাচল। দ্রুত এ সেতু নির্মাণ কাজ সমাপ্তের দাবি ভুক্তভোগীদের।

খোঁজ নিয়ে জানা যায়, আমতলী ও তালতলী দুই উপজেলার জনদুর্ভোগ কমাতে আড়পাঙ্গাশিয়া নদীতে ২০২০ সালের জানুয়ারি মাসে গার্ডার ব্রিজ নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৬০ মিটার দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের প্রস্তাব পাস করে। ওই বছরের ২০ ফেব্রুয়ারি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দরপত্র আহ্বান করে। পাঁচ কোটি ৭৩ লাখ ৩৭ হাজার ২৪৮ টাকা বরাদ্দ হয়। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিএনএএসআই জেডি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ওই কাজ পায়।

দরপত্রে উল্লেখ আছে, ২০২০ সালের ১২ এপ্রিল কাজ শুরু করে ২০২১ সালের ৩০ মার্চ কাজ শেষ করতে হবে। কিন্তু ঠিকাদারি কোম্পানি ওই ব্রিজের কাজ বরগুনা জেলা আওয়ামী লীগ সাবেক সদস্য বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. সগির হোসেনের কাছে বিক্রি করে।

অভিযোগ রয়েছে, বরগুনা-১ আসনের তৎকালীন সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর প্রভাব খাটিয়ে সাব-ঠিকাদার মো. সগির হোসেন কাজ না করে বছরের পর বছর ফেলে রেখেছেন। প্রথম দফায় কাজের মেয়াদ শেষ হয়। এরপর তিনি ২০২১ সালের এপ্রিল মাসে কাজ শুরু করেন। নদীর দুই কিনারে দুটি গার্ডারের কাজ অসমাপ্ত রেখেই কাজ বন্ধ করে দেন। কাজ না করেই তিনি প্রভাব খাটিয়ে প্রায় তিন কোটি টাকা উত্তোলন করে নিয়েছেন। এরপর তিন বছর পেরিয়ে গেলেও তিনি ব্রিজের নির্মাণ কাজ করেননি। গত পাঁচ বছর ধরে ব্রিজ নির্মাণ কাজ না করায় আমতলী-তালতলী দুই উপজেলার লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। পাশের নড়বড়ে বেইলি ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ও যানবাহন চলাচল করছে।

আড়পাঙ্গাশিয়া গ্রামের মো. হুমায়ূন কবির হাওলাদার বলেন, ঠিকাদার ব্রিজের কাজ না করে বছরের পর বছর ফেলে রেখেছে। এতে দুর্ভোগে পড়েছে দুই উপজেলার অন্তত লক্ষাধিক মানুষ। দ্রুত ব্রিজ নির্মাণ কাজ সমাপ্তির দাবি জানান তিনি।

গাড়িচালক মো. মজিবুর রহমান বলেন, ব্রিজ নির্মাণ না করায় খুবই ভোগান্তির মধ্যে চলাচল করতে হচ্ছে। দ্রুত ব্রিজ নির্মাণ কাজ সমাপ্তির দাবি জানান তিনি।

সাব-ঠিকাদার মো. সগির হোসেন বলেন, ব্রিজ নির্মাণ কাজ শুরু করেছি। আশা করি দ্রুত সময়ের মধ্যেই কাজ শেষ হবে।

আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, ঠিকাদার সগির হোসেনকে দ্রুত ব্রিজ নির্মাণের কাজ শেষ করতে বলা হয়েছে। দ্রুত কাজ না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ঠিকাদার ব্রিজ নির্মাণ কাজের বেশ টাকা উত্তোলন করে নিয়েছেন। তবে কত টাকা নিয়েছেন তা আমি জানি না। বরগুনা নির্বাহী প্রকৌশল অফিস ভালো জানেন।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বিষয়টি আমি অবগত আছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্রিজ নির্মাণ কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, দীর্ঘদিন আড়পাঙ্গাশিয়া নদীর গার্ডার ব্রিজের কাজ বন্ধ আছে তা ঠিক, কিন্তু বর্তমানে ঠিকাদার কাজ শুরু করেছেন। আশা করি এবার ব্রিজের কাজ শেষ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির বৈঠক

বিএনপি ক্ষমতায় এলে সকলে মিলে দেশ গড়বো : ড. ফরিদুজ্জামান ফরহাদ

বকেয়া বিল আদায়ের ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অপপ্রচার

ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে : সেলিমুজ্জামান 

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘প্রবাহ’

চবির ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম অভিযোগ গেল দুদকে

একজন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল

চারদিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

চলতি অর্থবছর কেমন হবে, জানাল এডিবি

বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে দেশ গড়ব : ড. ফরিদুজ্জামান

১০

সিপিআর বাঁচাতে পারে হার্ট অ্যাটাকের লাখো প্রাণ

১১

‘আল্লাহ, তুই দেহিস’ / সেই বৃদ্ধের চুল কেটে দেওয়ার ঘটনায় আসামি গ্রেপ্তার

১২

গানপাউডারসহ আ.লীগ কর্মী গ্রেপ্তার

১৩

চট্টগ্রামে পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ১৪ হাজারের বেশি আনসার-ভিডিপি

১৪

গর্ভাবস্থায় নারীদের বমি-বমি ভাবের ‘আসল রহস্য’ জানালেন গবেষকরা

১৫

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রধান উপদেষ্টার ৭ সুপারিশ

১৬

তারেক মনোয়ারের বিষয়ে জামায়াতের বার্তা

১৭

ডা. শফিকুর রহমান হবেন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী : ইয়াসিন খাঁন

১৮

আসুন আমরা অন্যায়-অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকি : মঈন খান

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না বুলবুল-ফাহিমের, করতে হবে নির্বাচন

২০
X