বশির হোসেন, খুলনা
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২০ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস ছেড়েছেন ভিসি, অস্ত্রধারীরা ঘুরছে প্রকাশ্যে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সংঘর্ষে সাধারণ শিক্ষার্থীদের কুপিয়ে আহত করা সেই অস্ত্রধারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এদিকে কুয়েট প্রশাসনের মামলায় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হলেও এজহারে নাম দেওয়া হয়নি কারও। ফলে ৪৮ ঘণ্টার মাথায় হামলার শিকার হওয়া দুই শিশুসহ চারজনকে ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এদিকে শিক্ষার্থীদের কুয়েট প্রশাসনসহ সব রাজনীতিকে লালকার্ড দেখানো কর্মসূচির মধ্যেই ক্যাম্পাস ছেড়েছেন ভিসি ড. মুহাম্মদ মাছুদ। এ অবস্থায় ঘটনার দুদিন পর শিক্ষার্থীদের আন্দোলনে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে কুয়েটে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চিকিৎসার জন্য ক্যাম্পাস ছাড়েন ভিসি।

অস্ত্রধারীদের পরিচয় মিলেছে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রহাতে মহড়া দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে সাদা হাফ হাতা শার্ট মুখে গামছা জড়িয়ে হাতে রামদা হাতে ব্যক্তি খুলনা নগরীর দৌলতপুরের যুবদলের সাবেক সহসভাপতি। নগর যুবদলের শফিকুল আলম তুহিন ও শের আলম সান্টুর নেতৃত্বাধীন কমিটির সময় তিনি দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি ছিলেন। মঙ্গলবার রাতেই তাকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল। সংঘর্ষের সময় কালো হাফ হাতা টি-শার্ট এবং রামদা হাতে আরও একজনকে দেখা গেছে। তার নাম কামাল হোসেন। তিনি স্বেচ্ছাসেবক দল কর্মী। স্থানীয় বিএনপি নেতারা তার পরিচয় নিশ্চিত করেছে। তার পেছনে লাঠি হাতে অবস্থান করছিলেন হেলাল, তিনি শ্রমিক দলের সক্রিয় কর্মী।

খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল হোসেন বলেন, কামাল কখনও বিএনপি, কখনও যুবদল আবার কখনও স্বেচ্ছাসেবক দলের মিছিলে যায়। তিনি দলের কোনো পদে নেই। হেলালেরও একই অবস্থা। শ্রমিক দলের মিছিলে গেলেও কোনো পদে নেই। তারা কেন সেখানে গিয়েছে তারাই বলতে পারবে।

মামলা দেওয়ায় কোনো ব্যক্তিকে খুঁজে পায়নি কুয়েট প্রশাসন ছাত্রদলের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষের শত শত ফুটেজ ভাইরাল হলেও মামলা দেওয়ার সময় কাউকে চিনতে পারেনি কুয়েট প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ মনিরুজ্জামান লিটন বাদী হয়ে বুধবার রাতে খানজাহান আলী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় ৪শ থেকে ৫শ জনকে আসামি হিসেবে দেখানো হয়েছে।

মঙ্গলবার শিক্ষার্থীদের মারধরের শিকার হয়ে রক্তাক্ত অবস্থায় এক ১২ বছরের কিশোরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যোগীপোল ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল বাশারের ছেলে ইব্রাহিম। মঙ্গলবার রাতেই সংঘর্ষের স্থানও আশপাশে অভিযান চালিয়ে ইব্রাহিম ও ১৭ বছরের আরাফাতসহ ৪ জনকে আটক করে যাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হয়। তবে প্রথম দুদিন অস্বীকার করলেও বৃহস্পতিবার বিকেলে খানজাহান আলী থানা পুলিশ জানায় আটক চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

খানজাহান আলী থানার ওসি কালবেলাকে বলেন, মঙ্গলবার রাতে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। তারা অসুস্থ থাকায় তাদের পুলিশি হেফাজতে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের চারজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রকাশ্যে হামলা চালানো অস্ত্রধারীদের গ্রেপ্তার না করে উলটো ছাত্রদের মারধরের শিকার ১ কিশোরসহ আশপাশ থেকে চারজনকে আটক করায় বিস্ময় প্রকাশ করছে নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম বলেন, ওই কিশোরকে নির্যাতন এবং পরে তাকে প্রিজন সেলে আটকে রাখা আরও অমানবিক। যাচাই-বাছাই না করে একটি কিশোরকে এভাবে গ্রেপ্তার দেখানো মানবাধিকার লঙ্ঘনের শামিল। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

চলমান আন্দোলনের মাঝে উপাচার্যের খুলনা ত্যাগ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল, ছাত্রলীগ, বৈষমবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়নসহ সব রাজনৈতিক দল এবং কুয়েট প্রশাসনকে লালকার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুয়েটের দুর্বার বাংলা চত্বরে তারা লাল কার্ড দেখান ও বিভিন্ন স্লোগান দেন। একইসঙ্গে তারা উপাচার্যের পদত্যাগ দাবি করেন। এসময় শিক্ষার্থীরা ‘ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না’, ‘রক্ত যখন ঝরছিল প্রশাসন তখন কই ছিল?’, ‘নিরাপদ ক্যাম্পাস চাই’ স্লোগান দেন।

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই কুয়েট ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ চিকিৎসার জন্য ঢাকায় চলে গেছেন, বলে জানা গেছে। এ বিষয়ে তার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও কল রিসিভ হয়নি।

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম কালবেলাকে বলেন, ভিসি স্যার একদিনের ছুটি নিয়ে চিকিৎসা করাতে ঢাকা গিয়েছেন। আগামীকাল শুক্রবার অপরাহ্ণে তার খুলনায় আসার কথা। এই সময়টুকুতে আমি দায়িত্বে আছি। আজ আমাদের আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনা করে মসজিদে নামাজের পর দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সব শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতে সব খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করছে। আন্দোলন ও শিক্ষার্থীদের দাবির বিষয় তাদের সঙ্গে আলোচনা চলছে। আশা করি একটি ভালো সিদ্ধান্তে পৌঁছাতে পারব।

সিই-২০ শিক্ষার্থী মশিউর রহমানসহ অন্তত চারজন শিক্ষার্থী কালবেলাকে বলেন, আমরা ছাত্রদলকে রেড কার্ড দেখাতে চাই, ছাত্রলীগকে রেডকার্ড দেখাতে চাই, আমরা ছাত্রশিবিরকে রেডকার্ড দেখাতে চাই, ছাত্র ইউনিয়নকে রেডকার্ড দেখাতে চাই। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি আমাদের মাঝে রাজনৈতিক রূপে আসতে চায় তাহলে তাদেরও আমরা রেডকার্ড দেখাতে চাই। আমরা কুয়েট ক্যাম্পাসের ভেতরে কোনো ধরনের রাজনীতি দেখাতে চাই না। আমাদের ৫ দফা দাবির আংশিক মেনে নেওয়ার কথা বলা হলেও দৃশ্যমান কোনো উন্নতি আমাদের চোখে পড়েনি। এরই মধ্যে ভিসি কুয়েট ক্যাম্পাস ছেড়েছে শুনেছি এ বিষয় আমরা এখনো কিছু জানি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইকেল ক্লার্ক থেকে যুবরাজ সিং: ক্যানসারের বিরুদ্ধে লড়েছেন যে ৮ ক্রিকেটার

ফিট থাকতে সাপ্লিমেন্ট খাচ্ছেন? সঠিক নিয়ম না মানলে বড় বিপদ

গাজাঘেঁষা ইসরায়েলি শহরে ড্রোন হামলা

হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা

বিধ্বস্ত সেই যুদ্ধবিমানের পাইলট ফোনে কথা বলেন ১ ঘণ্টা, তদন্তে চাঞ্চল্যকর সব তথ্য

মানুষের কাছে আমি মীর জাফর হয়ে গেছি : রাহী

যে কারণে যুক্তরাষ্ট্রে আজীবন ভিসা নিষেধাজ্ঞায় পড়তে পারেন

কর্ণফুলী টানেলে দুর্নীতি, ওবায়দুল কাদেরসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পাকিস্তানের বন্যায় কেন এত প্রাণহানি ঘটছে?

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব মো. আব্দুর রহমান

১০

প্রকৌশল শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় খুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

১১

তামিল অভিনেত্রীর বিরুদ্ধে অপহরণ মামলা

১২

তরুণদের মাঝে মহানবীর (সা.) সুন্নাহ জাগাতে বাহরাইন সরকারের বিশেষ উদ্যোগ

১৩

পুকুরে আছড়ে পড়ল হেলিকপ্টার

১৪

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে : অধ্যাপক মজিবুর রহমান

১৫

ট্রাম্প প্রশাসনের ‘উগ্র দক্ষিণপন্থি’ নতুন যুক্তরাষ্ট্র

১৬

এক ছাতার নিচে ৩ পরাশক্তি, কোন দিকে যাচ্ছে বিশ্ব?

১৭

হামলা-মামলা নির্যাতনেও হাসিনার কাছে মাথানত করিনি : এ্যানি

১৮

তিন মাস পর বেঙ্গালুরু ট্র্যাজেডি নিয়ে মুখ খুলল আরসিবি

১৯

আগারগাঁওয়ে ‘ব্লকেড’, সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাতিল

২০
X