ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২০ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আগে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াত আমিরের

নীলফামারীর ডোমারে পথসভায় বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
নীলফামারীর ডোমারে পথসভায় বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চাই দেশের সব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার শেষে আইনশৃঙ্খলা ফিরিয়ে এনে, জনগণকে স্বস্তির সঙ্গে তার ভোট প্রয়োগের সুযোগ তৈরি করে দিতে হবে। শেখ হাসিনার পৌনে ২ কোটি ভুয়া ভোটার বাতিল, মৃতদের ভোটার তালিকা হতে বাদ দেওয়া এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানিয়ে স্থানীয় নির্বাচন আগে দেওয়ার দাবি জানান তিনি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখার আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, স্থানীয় সরকার প্রশাসকদের জনগণ তাদের প্রতিনিধি মনে করে না, তারা তাদের ঘুষের রেট বাড়িয়ে দিয়ে বেশি হয়রানি করছেন। বিগত আওয়ামী লীগের সময় তারা শালা-সমন্ধী, আত্মীয়স্বজন মিলে স্থানীয় নির্বাচনের নামে সবকিছু দখল করেছেন। জামায়াতের রাজনীতি জনদুর্ভোগ বাড়াতে নয়, কমানোর জন্য। তিনি নির্বাচনে পিআর সিস্টেমের দাবি জানান।

তিনি বলেন, পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে। এ অবস্থায় বাংলাদেশে জাতীয় নির্বাচন সম্ভব নয়। এসময়ে জাতীয় নির্বাচন হলে তা ইলেকশন জেনোসাইড- বলে দাবি করেন তিনি। এতে চরম বিশৃঙ্খলা হবে, রক্তের বন্যায় ভাসবে বাংলাদেশ। আমরা এটা চাই না।

বেকারদের উদ্দেশে তিনি বলেন, দেশে সুশিক্ষার পরিবর্তে কু-শিক্ষা দেওয়া হয়। এ শিক্ষা মানুষ বানায় না, দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলে না। তাই সার্টিফিকেটের বস্তা নিয়েও চাকরি মেলে না। আমরা ক্ষমতায় গেলে নৈতিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষ এমন শিক্ষা দেওয়া হবে, যেদিন শিক্ষার পাট শেষ হবে সেদিন যোগ্যতানুযায়ী চাকরির অফার লেটার তাদের দেওয়া হবে। আমরা কোনো বেকার থাকতে দেব না।

ওই পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় ডেমার উপজেলা শাখার আমির মো. আহমাদুল হক মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক (রংপুর-দিনাজপুর) মাওলানা আব্দুল হালিম, (রংপুর-দিনাজপুর) অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ, নীলফামারী জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তারসহ জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় শীত অনুভব, সকালে তাপমাত্রা নেমে ১৯ ডিগ্রিতে

চলতি বছর ভূমধ্যসাগরে রেকর্ড অভিবাসীর মৃত্যু

রাজধানীতে আজ কোথায় কী

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে চলন্ত বাসে আগুন

বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে চাই : মান্না

মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা

জামালপুরে একাধিক পয়েন্টে চেকপোস্ট

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

১০

ইভ্যালির রাসেলের কারাদণ্ডসহ অর্থদণ্ড

১১

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ আটক ৪

১২

ঝুঁকি নিয়ে খেয়া পারাপার

১৩

আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে পড়ে ছিল ৯ রাউন্ড গুলির খোসা

১৪

উত্তরায় যুব-স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অবস্থান

১৫

জবি ছাত্রী হলে ছাত্রদলের উপহার সামগ্রী বিতরণ

১৬

চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার কফিল উদ্দিনের

১৭

বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ

১৮

কক্সবাজারে মার্কেটে আগুন

১৯

৮ দলের কর্মসূচি নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট

২০
X