আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ম্যাজিস্ট্রেট দেখলে তরমুজের দাম কমে, চলে গেলে বেড়ে যায়’ 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। ছবি : কালবেলা

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ যানজট নিরসনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। অভিযানের আগে তরমুজ চড়া দামে বিক্রি করলেও ম্যাজিস্ট্রেট দেখা মাত্রই অর্ধেক দামে বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা।

রোববার (২ মার্চ) দুপুরে পৌর শহরের সড়ক বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত সড়ক বাজারের কাঁচামাল, মুদি দোকান পরিদর্শন করেন। বিক্রেতাদের সাথে কথা বলে বিভিন্ন পণ্যের মূল্য যাচাই করেন। ক্রয়মূল্যের চেয়ে অধিক দাম চাওয়ায় কয়েকজন বিক্রেতাকে সতর্ক করেন। এ সময় কয়েকটি দোকানে ক্রয়মূল্যের চেয়ে অতিরিক্ত দাম চাওয়ার বিষয়টি আদালতের নজরে আসে। তখন ছয়জন ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সবজি, ফল, মুদি দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখারও নির্দেশ দেন আদালত।

ক্রেতাদের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় বাজার দর এক রকম থাকে। তারা চলে গেলে দাম আবার বেড়ে যায়। অন্যদিকে কাঁচামাল ব্যবসায়ীদের দাবি, আড়তদাররা বেশি দামে পাইকারি বিক্রি করে সেজন্যই দাম বেড়ে যায়।

মনির হোসেন নামে এক ক্রেতা বলেন, সকালে যে তরমুজ আমি সাড়ে ৭০০ টাকায় কিনেছি, সেই তরমুজ এখন ম্যাজিস্ট্রেটের সামনে দাম চাচ্ছে মাত্র ৩৫০/৪০০ টাকা।

পৌরসভার তারাগণ এলাকার বাসিন্দা টিপু খান বলেন, সকালে যে তরমুজ আমার কাছে ৬০০ টাকা চেয়েছিল সেই তরমুজ ভ্রাম্যমাণ আদালত চলাকালে ৩৫০ টাকা দিয়ে কিনেছি। রমজানের শুরুতে আকাশ ছোঁয়া তরমুজের দাম।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কাঁচামাল বিক্রেতা বলেন, ৪-৫ দিন আগে শসা, বেগুন ২০ থেকে ২৫ টাকা বিক্রি করেছি। কিন্তু বর্তমানে ৮০ থেকে ১০০ টাকা বিক্রি করতে হচ্ছে। কারণ আড়তদার দাম বাড়িয়েছে। দুইদিন আগেও লেবু বিক্রি করেছি ৩৫ থেকে ৪০ টাকা হালি। বর্তমানে আড়ত থেকে ৬০ থেকে ৮০ টাকা হালি কিনতে হয়, আড়তদার থেকে বেশি দামে ক্রয় করে খুচরা বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসসহ সব পণ্যের দাম যেন অসাধু ব্যবসায়ীরা বাড়াতে না পারে সেজন্য মনিটরিংয়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হচ্ছে। আজ প্রথম দিন আমরা ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি ৬টি মামলায় ছয়জন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি বাজারে অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা, রাজধানীজুড়ে বিজিবি-পুলিশের কঠোর অবস্থান

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন

যে আসনের জন্য মনোনয়ন ফরম কিনলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

হিমেল হাওয়ার দাপট, ১৩ ডিগ্রিতে নেমেছে তেঁতুলিয়ার তাপমাত্রা

প্রভিডেন্ট ফান্ডসহ চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ

ইসলাম কায়েমের জন্য তোমাদের প্রয়োজন নেই, জামায়াতের উদ্দেশে টুকু

শাটডাউন এড়াতে মার্কিন কংগ্রেসে বিল পাস

১৩ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

জালনোটসহ তিন কিশোর আটক

ঢাকায় শীত অনুভব, সকালে তাপমাত্রা নেমে ১৯ ডিগ্রিতে

১০

চলতি বছর ভূমধ্যসাগরে রেকর্ড অভিবাসীর মৃত্যু

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩

১৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৪

গভীর রাতে চলন্ত বাসে আগুন

১৫

বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে চাই : মান্না

১৬

মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা

১৭

জামালপুরে একাধিক পয়েন্টে চেকপোস্ট

১৮

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

১৯

ইভ্যালির রাসেলের কারাদণ্ডসহ অর্থদণ্ড

২০
X