আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ম্যাজিস্ট্রেট দেখলে তরমুজের দাম কমে, চলে গেলে বেড়ে যায়’ 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। ছবি : কালবেলা

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ যানজট নিরসনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। অভিযানের আগে তরমুজ চড়া দামে বিক্রি করলেও ম্যাজিস্ট্রেট দেখা মাত্রই অর্ধেক দামে বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা।

রোববার (২ মার্চ) দুপুরে পৌর শহরের সড়ক বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত সড়ক বাজারের কাঁচামাল, মুদি দোকান পরিদর্শন করেন। বিক্রেতাদের সাথে কথা বলে বিভিন্ন পণ্যের মূল্য যাচাই করেন। ক্রয়মূল্যের চেয়ে অধিক দাম চাওয়ায় কয়েকজন বিক্রেতাকে সতর্ক করেন। এ সময় কয়েকটি দোকানে ক্রয়মূল্যের চেয়ে অতিরিক্ত দাম চাওয়ার বিষয়টি আদালতের নজরে আসে। তখন ছয়জন ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সবজি, ফল, মুদি দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখারও নির্দেশ দেন আদালত।

ক্রেতাদের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় বাজার দর এক রকম থাকে। তারা চলে গেলে দাম আবার বেড়ে যায়। অন্যদিকে কাঁচামাল ব্যবসায়ীদের দাবি, আড়তদাররা বেশি দামে পাইকারি বিক্রি করে সেজন্যই দাম বেড়ে যায়।

মনির হোসেন নামে এক ক্রেতা বলেন, সকালে যে তরমুজ আমি সাড়ে ৭০০ টাকায় কিনেছি, সেই তরমুজ এখন ম্যাজিস্ট্রেটের সামনে দাম চাচ্ছে মাত্র ৩৫০/৪০০ টাকা।

পৌরসভার তারাগণ এলাকার বাসিন্দা টিপু খান বলেন, সকালে যে তরমুজ আমার কাছে ৬০০ টাকা চেয়েছিল সেই তরমুজ ভ্রাম্যমাণ আদালত চলাকালে ৩৫০ টাকা দিয়ে কিনেছি। রমজানের শুরুতে আকাশ ছোঁয়া তরমুজের দাম।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কাঁচামাল বিক্রেতা বলেন, ৪-৫ দিন আগে শসা, বেগুন ২০ থেকে ২৫ টাকা বিক্রি করেছি। কিন্তু বর্তমানে ৮০ থেকে ১০০ টাকা বিক্রি করতে হচ্ছে। কারণ আড়তদার দাম বাড়িয়েছে। দুইদিন আগেও লেবু বিক্রি করেছি ৩৫ থেকে ৪০ টাকা হালি। বর্তমানে আড়ত থেকে ৬০ থেকে ৮০ টাকা হালি কিনতে হয়, আড়তদার থেকে বেশি দামে ক্রয় করে খুচরা বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসসহ সব পণ্যের দাম যেন অসাধু ব্যবসায়ীরা বাড়াতে না পারে সেজন্য মনিটরিংয়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হচ্ছে। আজ প্রথম দিন আমরা ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি ৬টি মামলায় ছয়জন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি বাজারে অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী মান্নানের মনোনয়নপত্র দাখিল

ডেলি ও এসিআইর যৌথ উদ্যোগে স্টেশনারি জগতে নতুন দিগন্তের সূচনা

চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা

চকরিয়ায় মনোনয়নপত্র জমা দিলেন সালাউদ্দিন আহমদ

অপ্রতিরোধ্য সালমান খান, চমকে দিলেন ভক্তদের

আ.লীগের ১০ নেতার পদত্যাগ

ঢাকা-১০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন রবিউল

কেঁপে উঠছে গোমতী সেতু, আতঙ্কে যাত্রীরা

শীতে আপনার লোভনীয় পানীয় হাড়ের জন্য বিপজ্জনক নাতো

নতুন ৩ বিদেশিকে দলে ভেড়াল চট্টগ্রাম রয়্যালস

১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে ছাত্র-জনতা

১১

তুরস্কে মৃদু ভূমিকম্প, ভূপৃষ্ঠের খুব কাছে ছিল উৎপত্তিস্থল

১২

হাদির হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ

১৩

প্রত্যেকটা পয়সা ফেরত দেব : তাজনূভা

১৪

খাবারে বিষক্রিয়া; গুরুতর অসুস্থ ভারতীয় অভিনেত্রী

১৫

মেঘনায় ফের যাত্রীবাহী লঞ্চ ও পণ্যবাহী জাহাজের সংঘর্ষ

১৬

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাজনূভা জাবীন

১৭

নারীসহ ৩ নাগরিককে বাংলাদেশে পুশইন করল বিএসএফ

১৮

দল ছাড়লেন এনসিপির আরেক নেতা

১৯

গরম পানি কি সত্যিই হজম ভালো রাখতে সাহায্য করে

২০
X