কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আবরার ফাহাদ হচ্ছেন আগ্রাসনবিরোধী সংগ্রামের চেইন : ক্রীড়া উপদেষ্টা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি : কালবেলা
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি : কালবেলা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আবরার ফাহাদ শুধু একটি নাম নয়, তিনি ছিলেন আগ্রাসনবিরোধী সংগ্রামের চেইন। তাকে আজীবন স্মরণ করতেই কুষ্টিয়া স্টেডিয়াম তার নামে নামকরণ করা হয়েছে। পর্যায়ক্রমে এই স্টেডিয়ামকে আরও আধুনিকায়ন করা হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ায় বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নামে নবনির্মিত শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধনকালে তিনি এসব কথা বলে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি আবরার ফাহাদ প্রসঙ্গে বলেন, আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত কার্যকরে কাজ চলছে। আবরার ফাহাদ হত্যার বিচার প্রক্রিয়া দ্রুত কার্যকর করার বিষয়টি ইতোমধ্যে কেবিনেটে উঠেছে। আইন উপদেষ্টা প্রধান বিচারপতিসহ বিচারালয়ে কথা বলবেন। বিচারিক প্রক্রিয়া যাতে করে দ্রুত সম্পন্ন করা যায় এবং দ্রুত সময়ের মধ্যে যারা আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার নিশ্চিতে কাজ করা হবে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। ছাত্রবিপ্লবের আগে হাসিনা সরকার যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। সে কারণে আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জনবান্ধব করে গড়ে তোলার জন্য নতুন করে সদস্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি বলেন, পুলিশ সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছেন সেগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা মনে করি এতে আইনশৃঙ্খলা বাহিনী আরও জনবান্ধব হবে। এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। পরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শহীদ আবরারের পিতা বরকত উল্লাহ ও মা রোকেয়া খাতুনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, যুগ্ম সচিব আমিনুল ইসলাম, কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, উদ্বোধক আবরারের পিতা বরকত উল্লাহ। মঞ্চে উপস্থিত ছিলেন আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন। বক্তারা বুয়েটে আবরার ফাহাদের নৃশংস হত্যার বর্ণনা দেন।

স্টেডিয়াম উদ্বোধনের আনুষ্ঠানিকতা সেরে পরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

এর আগে সকাল ১১টায় কুমারখালী উপজেলার কয়া গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে সেখানে আবরার ফাহাদের নামে নির্মিত মসজিদের সংস্কার কাজের উদ্বোধনও করেন তিনি।

২০২২ সালের ১৩ জানুয়ারি প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে এই স্টেডিয়ামের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ কামালের নাম পরিবর্তন করে স্টেডিয়ামটি শহীদ আবরার ফাহাদের নামে নামকরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় অ্যাপোলো ক্লিনিকের যাত্রা শুরু

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে দেখতে হাসপাতালে ডা. রফিক

একাত্তরের ইস্যুর সমাধান চাইল এনসিপি

রাজধানীতে তামাকের বিরুদ্ধে ‘ইয়ুথ মার্চ’

বুড়িগঙ্গা নদী থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

ত্রিবার্ষিক সম্মেলন / আবারো জামালপুর জেলা বিএনপির নেতৃত্বে শামীম-মামুন

দাবি আদায় ছাড়া ঘরে না ফেরার ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

লিডসের বিরুদ্ধে আর্সেনালের গোল উৎসব

আউটসোর্সিং কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষিত: জোনায়েদ সাকি

এনসিপির কর্মকাণ্ডে ফিরছেন সারোয়ার তুষার

১০

যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক গ্রেপ্তার 

১১

সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার ক্ষতি

১২

৪৫ বছর ভাত না খেয়েও সুস্থ ও সবল বিপ্লব

১৩

চেতনানাশক খাইয়ে দুধর্ষ ডাকাতি

১৪

রংপুর বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

১৫

প্রার্থিতা প্রত্যাহার নিয়ে ছাত্রদলের নির্দেশনা, না মানলে ব্যবস্থা

১৬

নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিয়ে চাকরি খোয়ালেন বেরোবি সমন্বয়ক

১৭

হাওর ও চরাঞ্চলের শিক্ষক বদলির তদবির আসে ওপর থেকে : গণশিক্ষা উপদেষ্টা

১৮

জয় স্যুটকেস ভরে টাকা নিয়ে গেছে : সোহেল

১৯

২৫ বছর ধরে বাঁশির মায়ায় আটকে আছে শফিকুলের জীবন

২০
X