টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১২:১২ এএম
আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৭:৫৮ এএম
অনলাইন সংস্করণ

দেশি-বিদেশি চক্রান্তে শিশুদের ওপর ধর্ষণ হচ্ছে : আযম খান

টাঙ্গাইলে ইফতার মাহফিলে বক্তব্য দেন অ্যাডভোকেট আহমেদ আযম খান। ছবি : কালবেলা
টাঙ্গাইলে ইফতার মাহফিলে বক্তব্য দেন অ্যাডভোকেট আহমেদ আযম খান। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশি-বিদেশি চক্রান্তে শিশুদের ওপর ধর্ষণ করা হচ্ছে। নারীদের হয়রানি করা হচ্ছে। এগুলো সবকিছু ওই ফ্যাসিবাদের চক্রান্ত।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া মাদ্রাসা মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

আযম খান বলেন, আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল ফ্যাসিবাদের দোসদের প্রশ্রয় দিচ্ছে। আওয়ামী ফ্যাসিবাদ এবং তার দোসদের আপনারা আমরা সারা বাংলাদেশ প্রত্যাখ্যান করছি। সেখানে দেখলাম একটি রাজনৈতিক দল তারা সকালে বলে আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, আবার পরের দিন সকালে বলে গণহত্যাকারীদের বিচার করব। একেকদিন ওই রাজনৈতিক দলের নেতারা একেক রকম কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে।

তিনি বলেন, ফ্যাসিবাদ বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে গেছে। ব্যাংকিং ব্যবস্থা ও সব শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। সব সাংবিধানিক প্রতিষ্ঠান ও আদালত ধ্বংস করে দিয়ে গেছে। সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে গড়ে তোলার জন্য বিএনপিসহ সব গণতান্ত্রিক দল মিলে ড. ইউনূসকে ক্ষমতায় বসিয়েছি। আমরা স্পষ্ট বলেছি, গণতন্ত্রের অগ্রযাত্রায় আপনি নির্বাচন দিন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন।

আহমেদ আযম খান বলেন, আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যায়নি। আপনারা যাকে ভোট দেবেন তিনি নির্বাচিত হবেন। আর ফ্যাসিবাদের মতো দিনের ভোট রাতে হবে না। আপনাদের ভোটেই সংসদ গঠন হবে।

তিনি বলেন, আজকে বাংলাদেশ একটা কঠিন সময় অতিক্রম করছে। আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। রাজপথে রক্ত দিয়েছি। বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম ও খুন হয়েছে। ৭ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বাড়ি বাড়ি হামলা হয়েছে। তারপরও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা মাঠ ছাড়িনি। আমরা ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটিয়ে সমস্ত ছাত্র-জনতাকে নিয়ে এই দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করেছি।

কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদুল আলম বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, জেলা মহিলা দলের সহসভাপতি রাশেদা সুলতানা রুবি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথর উদ্ধারে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

নাটকীয় কামব্যাকের পর টাইব্রেকারে পিএসজির সুপার কাপ জয়

জন্মাষ্টমী : সাংবাদিকদের সাথে পূজা পরিষদের মতবিনিময় বৃহস্পতিবার

রাহুল গান্ধীকে হত্যার হুমকি

সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু

বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে

স্বর্ণ পাচারে জড়িত সেই কেবিন ক্রু রুদাবা সাসপেন্ড

ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

অফিসে হঠাৎ অসুস্থ বোধ করলে কী করবেন 

ব্যাটারিচালিত অটোরিকশা চালককে গুলির পর কুপিয়ে হত্যা

১০

হাজার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস 

১১

চৌকি কোর্টে অভিযোগের হেল্পলাইন চালু

১২

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

১৩

আ.লীগ পালিয়েছে ভারতে, আপনাদের পালাতে হবে পাকিস্তানে : টিপু

১৪

গণপিটুনিতে নিহতের ঘটনায় দুই কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য বরখাস্ত

১৫

জামিন পেলেন বিএনপির ১৩ নেতাকর্মী

১৬

বাংলাদেশে নিজের বিচার নিয়ে টিউলিপের প্রতিক্রিয়া

১৭

সেনাপ্রধানের নামে সামাজিক মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, আইএসপিআরের সতর্কবার্তা

১৮

সাদা পাথর বাঁচাতে ৫ দফা সিদ্ধান্ত প্রশাসনের

১৯

যুক্তরাষ্ট্রে বার্সা-ভিয়ারিয়ালের ম্যাচ নিয়ে রিয়াল মাদ্রিদের আপত্তি

২০
X