শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

অন্যরা অপকর্ম করে বিএনপির ওপর দোষ চাপিয়ে দিচ্ছে : টুকু

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় বক্তব্য রাখেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : কালবেলা
সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় বক্তব্য রাখেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, অন্যরা অপকর্ম করে বিএনপির ওপর সুকৌশলে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। বিএনপি জনগণের শক্তিতে বলীয়ান, বিএনপিকে কোনো ষড়যন্ত্রই নিঃশেষ করতে পারেনি, আগামীতেও পারবে না।

শনিবার (১৫ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একটি দল ইতোমধ্যে বলতে শুরু করেছে আওয়ামী লীগ খেয়েছে, আরেকদল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। অথচ সেই দলটিও চাঁদাবাজি করছে। তারা সিরাজগঞ্জের স্পিনিং মিল দখল করেছে। এসিআই মিলে মোটরসাইকেল নিয়ে যাতায়াত করছে। অথচ তাদের কোনো নাম হচ্ছে না। কারণ তারা বেহেস্তের টিকিট বিক্রি করছে। আর আমরা তো বেহেস্তের টিকিট বিক্রি করি না।

তিনি আরও বলেন, ’৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের পর প্রকৃত মুক্তিযোদ্ধাদের আড়াল করতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েও অনেকে ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছিল। তেমনি ২৪ এর জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পরও অনেক ভুয়া বিপ্লবীদের দেখা যাচ্ছে। তাদের মুখোশ উন্মোচন করতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ভাঙা স্যুটকেস ও ছেড়া গেঞ্জি পরা জিয়াউর রহমানের দল বিএনপির কর্মীরা চাঁদাবাজি লিপ্ত হতে পারে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করলে কেউ ছাড় পাবে না। সাধু সাবধান, প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৭ বছর আন্দোলন সংগ্রাম, মিছিলে সবচেয়ে পেছনে থাকা কর্মীকে আগে মূল্যায়ন করতে হবে। যারা ত্যাগ স্বীকার করেনি তাদের বিষয় পরে ভাবা হবে। আগামীতে বিএনপির সকল কমিটিতে ত্যাগীরা স্থান পাবে। যারা বিগত সময়ে মামলা, জেল-জুলুম, অত্যাচার নির্যাতন সহ্য করেছে তারাই শুধু সম্মেলনে প্রার্থী হতে পারবেন। তারাই ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপির রাজশাহী বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে সঞ্চালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ভিপি শামীম খান এবং আবু সাইদ সুইট।

সভায় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এ সময় বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কণ্ঠশিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা, সদস্য মজিবুর রহমান লেবু, আজিজুর রহমান দুলাল, মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা উপস্থিত ছিলেন। সভায় জেলার ১৮টি সাংগঠনিক ইউনিটের বিএনপির প্রতিনিধিরা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১০

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১১

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১২

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৩

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৪

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৫

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১৬

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১৭

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১৮

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৯

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

২০
X