মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে পদবঞ্চিত বিএনপি নেতাদের ঝাড়ু মিছিল, মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের মিরসরাইয়ে পদবঞ্চিত বিএনপি নেতাদের ঝাড়ু মিছিল। ছবি : কালবেলা
চট্টগ্রামের মিরসরাইয়ে পদবঞ্চিত বিএনপি নেতাদের ঝাড়ু মিছিল। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে তিন ইউনিটে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পদবঞ্চিত বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশ অবরোধ করে এ বিক্ষোভ করে। এ সময় তারা অবৈধ পকেট কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভে অংশ নেয়।

বিএনপির বিক্ষোভ মিছিলের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে প্রায় ৩০ মিনিট দীর্ঘ যানজট ছিল। ঈদের ছুটিতে ব্যস্ততম সড়কে এমন যানজট দেখে ক্ষোভ প্রকাশ করেন পথচারীরা। পদবঞ্চিত বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা দ্রুত মিরসরাই বিএনপির কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি দেওয়ার দাবি জানান।

এর আগে সোমবার (২৪ মার্চ) বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার স্বাক্ষরিত ৮৩ সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। এ ছাড়া ৩১ সদস্য বিশিষ্ট বারইয়ারহাট পৌরসভা ও ৫৩ সদস্য বিশিষ্ট মিরসরাই পৌরসভা বিএনপির কমিটির পর থেকে মিরসরাইয়ের বিভিন্ন স্থানে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও হামলা-ভাঙচুর করে। এসব ঘটনায় বিএনপি, যুবদল ছাত্রদলের ৯ নেতাকর্মী আহত হয়েছেন।

জানা যায়, উপজেলার বারইয়ারহাট পৌরসভা, বামনসুন্দর বাজার, ঝুলনপোল বাজার, ওচমানপুর বাজার, বড়তাকিয়া বাজার, আবুতোরাব বাজার, মিরসরাই পৌরসভায় বিক্ষোভ মিছিল ও হামলার ঘটনা ঘটেছে। পৌর বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব কামরুল হাসান লিটনের কার্যালয় ভাঙচুর করা হয়। এ সময় রাশেদ, সোহাগ, শাকিলের ওপর হামলার ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে এসেছেন। কাটাছরায় হামলায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদ, যুবদল নেতা কামরুলসহ ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহীনুল ইসলাম স্বপন, ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিক, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান, যুগ্ম আহবায়ক গোলাম জাকারিয়া, করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এয়াছিন মিজান, যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলু, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছালেহ আহম্মদ, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, ওচমানপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফরিদুল ইসলাম, ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুল হক মেম্বার, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দি, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহীনুল ইসলাম স্বপন বলেন, ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর পকেট কমিটি ঘোষণা করেছেন। এদের বেশির ভাগ লোক এলাকায় থাকে না। ঢাকা ও চট্টগ্রাম শহরে থাকেন। শিগগিরিই এ অবৈধ কমিটি বাতিল করে নতুন করে কমিটির জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কথা বলার জন্য চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের ব্যক্তিগত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা ১০ মিনিট সড়কে অবস্থানে ছিল। তেমন যানজট সৃষ্টি হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকসু ভবনকে ‘ভাতের হোটেল’ ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের

৭ দিন ধরে খোঁজ মিলছে না এসএসসি ফলপ্রার্থী রিয়ামনির

আট মামলার আসামিকে গুলির পর কুপিয়ে হত্যা

রাসিকের ৮০৬ কোটি টাকার বাজেট অনুমোদন

চাল না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগীরা

চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : আব্দুল হালিম

গণসংহতি আন্দোলনের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ, তাৎক্ষণিক বিক্ষোভ

আগামী বছরের শুরুতেই নির্বাচন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ড. ইউনূস

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

১০

শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তায় ৬ নির্দেশনা

১১

খালসহ ১০টি জলমহাল উন্মুক্ত করলেন খুলনার জেলা প্রশাসক

১২

৩০ আগস্ট ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন

১৩

জুলাই শহীদদের স্মৃতি স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

১৪

বছর ঘুরে ফিরল সেই জুলাই 

১৫

৩৬ জুলাই বিপ্লব ও নির্মম নির্যাতনের মধ্যেও বেঁচে ফেরার গল্প

১৬

৫০ কোটি টাকা আত্মসাৎ / এস আলম পরিবারের তিন সদস্যসহ ২৬ জনের বিরুদ্ধে দুই মামলা

১৭

খুবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে জুলাই আন্দোলনকে কটাক্ষের অভিযোগ

১৮

রাজশাহীতে ঐতিহাসিক ‘সান্তাল হুল’ দিবস উদযাপন

১৯

২৯৫ জন অস্থায়ী কর্মীকে স্থায়ী করল চসিক

২০
X