বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

হাতিয়ায় ঘরমুখো মানুষের ভিড় বাড়লেও নেই দুর্ভোগ 

হাতিয়ার নলচিরা ঘাটে ঘরমুখো মানুষের ভিড়। ছবি : কালবেলা
হাতিয়ার নলচিরা ঘাটে ঘরমুখো মানুষের ভিড়। ছবি : কালবেলা

পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিজ গ্রামে আসতে শুরু করেছেন স্বজনরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট ছোট নৌযান, স্পিডবোট ও আধুনিক সুবিধাসংবলিত জাহাজে নদী পার হয়ে নিজ গ্রামে আসছেন তারা। ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়ে ঘাটে হাঁটার ব্যবস্থা পর্যন্ত নেই। এমন চিত্র নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ঘাটের।

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন নোয়াখালী হাতিয়া উপজেলা। এখানে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। যাতায়াতের জন্য দ্বীপে কয়েকটি ঘাট রয়েছে। তার মধ্যে অন্যতম তমরদ্দি ও নলচিরা ঘাট। এ ঘাট দিয়ে স্বাভাবিক সময়েও হাজার হাজার যাত্রী যাতায়াত করে। এখন তা বেড়েছে কয়েক গুণ। আগে এই ঘাটে নদী পারাপারে ভাড়াসহ বিভিন্ন দুর্ভোগ পোহাতে হতো সাধারণ যাত্রীদের। ৫ আগস্টের পর সে দুর্ভোগ অনেকটা লাগব হয়েছে।

শনিবার (২৯ মার্চ) সকালে গিয়ে দেখা যায়, নলচিরা ঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। চট্টগ্রাম থেকে আসা জাহাজে যাত্রীরা এসে নামছেন এই ঘাটে। আবার ঢাকা থেকে আসা যাত্রীরা চেয়ারম্যান ঘাট হয়ে ছোট ছোট ট্রলারে, স্পিডবোটে ও ক্রজারে নলচিরা এসে পৌঁছাছেন। দেশের কয়েকটি অঞ্চল থেকে এই ঘাটে যাত্রীবাহী নৌযান এসে ভিড় করায় মানুষের সমাগম বেড়েছে। যাত্রীদের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় মালামাল নিয়ে ট্রলারও এই ঘাটে আসছে। যাত্রী ও মালবাহী গাড়ির ভিড়ে ঘাটে হাঁটার ব্যবস্থা পর্যন্ত নেই।

যাত্রীরা জানান, আবহাওয়া ভালো থাকায় নিরাপদে তারা বাড়ি এসে পৌঁছেছেন। এ ছাড়া চেয়ারম্যানঘাট-নলচিরা রুটে নতুন সংযোজন হওয়া আধুনিক সুবিধাসংবলিত একটি ক্রুজার নদী পারাপার আরও নিরাপদ হয়ে উঠেছে। নিরাপদ ও দ্রুত তারা গন্তব্যে পৌঁছাতে পারছেন।

ঢাকা থেকে আসা আব্দুল আউয়াল বলেন, ঈদে পরিবারের সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে নিজ জন্মভূমিতে এসেছি। আগের তুলনায় নলচিরা ঘাটে যাত্রী সেবা এবং নিরাপত্তা নিয়ে আমরা খুবই সন্তুষ্ট। বিশেষ করে ক্রুজারে আসতে অনেক ভালো লেগেছে। এমন আধুনিক জাহাজে সেন্টমার্টিনে একবার গিয়েছিলাম। আগে মোহাম্মদ আলীর লোকজন ভাড়া অনেক বেশি নিত এবং মানুষের জিম্মি করে রেখেছিল। সরকার পতনের পর এখন হাতিয়ার মানুষ মুক্তি পেয়েছে। তবে আর কেউ যেন হাতিয়ার সাধারণ মানুষদের জিম্মি করতে না পারে।

অন্যদিকে অলস সময় কাটানো নৌ-শ্রমিকসহ ঘাট সংশ্লিষ্ট সকলে এখন পার করছেন ব্যস্ত সময়। কেউ যাত্রী সেবাসহ তড়িঘড়ি করে মালামাল ওঠানামা করছেন কেউ হিসাব-নিকাশ করছেন।

গত কয়েক দিনের তুলনায় আজ বাড়িফেরা যাত্রীদের উপস্থিতি অনেক বেশি। যাত্রীদের নিরাপত্তায় সার্বক্ষণিক ঘাটে টহল দিচ্ছে নৌ-পুলিশের একটি টিম।

নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম আজিজুর রহমান কালবেলাকে বলেন, হাতিয়ার নলচিরা ঘাটে যাত্রীদের উপস্থিতি সবসময় বেশি থাকে। ঈদ উপলক্ষে এই ঘাট হয়ে যাত্রীদের আসা-যাওয়া বেড়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের একটি টিম কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১০

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১১

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

১২

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

১৩

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

১৪

ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সম্পাদক প্রকৌশলী চুন্নু

১৫

নানা আয়োজনে গাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

১৬

বিপিএলের ফিক্সিং ইস্যুতে যা বললেন তামিম

১৭

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু বুধবার

১৮

এবার সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ

১৯

জমি রেকর্ড সংশোধনের মামলা দায়েরের শেষ সময় সেপ্টেম্বরে

২০
X