ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্র সংস্কারের পর নির্বাচন চাই : মঞ্জু

ফেনীতে ইফতার মাহফিলে বক্তব্য দেন মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা
ফেনীতে ইফতার মাহফিলে বক্তব্য দেন মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা

আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, রাষ্ট্রের সর্বস্তরে সংস্কার করে নির্বাচন দিতে হবে। মানুষ অনেক দিন নির্ভয়ে ভোট দিতে পারেনি। আমরা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারি তার ব্যবস্থা করতে হবে। কারো কালো টাকার দাপটে জনগণের ভোটাধিকার যেন কেউ কেড়ে না নিতে পারে তার সুষ্ঠু পরিবেশ চাই।

শনিবার (২৯ মার্চ) বিকেলে ফেনীর শর্শদী ইউনিয়নের সরিষাদী উচ্চ বিদ্যালয় মাঠে আমরা শশর্দী ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত গণইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মঞ্জু বলেন, বিগত নির্বাচনে বিএনপি জামায়াত এবিপার্টিসহ ছাত্র জনতা কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন করেছি। কেউ পরিচয় দিয়ে আন্দোলন করেছে কেউ পরিচয় গোপন করে আন্দোলন করেছে। তবে বেশি নির্যাতন ও গ্রেপ্তার হয়েছে বিএনপির লোকজন। আমি যখন গ্রেপ্তার হয়েছি তখন বিএনপির লোকদের জেলখানায় বেশি দেখেছি। বর্তমানে বিগত বৈষম্যবিরোধী আন্দোলনে কার অবদান কম কার অবদান বেশি এটি নিয়ে বিতর্ক চলছে। তবে আমি বলব, এই অর্জন আমাদের সবার এটি নিয়ে বির্তক করা উচিত নয়। এসব দলাদলিতে আমরা ক্লান্ত। দয়া করে এসব বন্ধ করুন।

তিনি বলেন, ফেনীকে ‘সন্ত্রাসের জনপদ’-এর পরিবর্তে বাংলাদেশের মানুষের জন‍্য ‘অনুপ্রেরণা ও উপলব্ধির জনপদ’ হিসেবে গড়ে তুলতে হবে। অতীতের সকল ঘটনার সুষ্ঠু ও ন‍্যায়বিচার নিশ্চিত করতে পারলে ফেনীতে প্রতিহিংসার রাজনীতি চিরতরে বন্ধ হবে। গডফাদারদের ইতিহাস ও তাদের পরিণতি ভবিষ্যৎ প্রজন্ম যখন জানবে তখন তারা উপলব্ধি করতে শিখবে। দলমত নির্বিশেষে ফেনীর সকল তরুণরা ঐক্যবদ্ধ থাকলে ফেনীর রাজনীতিবিদরাও আর বিভেদের চর্চা করতে পারবেন না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শশর্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অ্যাডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে এবং এবি পার্টির ফেনী জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, এনসিপির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, এবি পার্টির ফেনী জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্লাহ, শশর্দী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব তারেক ইকবাল মনি, ফেনী জেলা এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সাজু, অর্থ সম্পাদক শাহ আলম শাহীন, প্রচার সম্পাদক হাবিব মিয়াজী, ফেনী সদর আহ্বায়ক শাহাদাত হোসেন, পৌর আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম, জেলা যুব পার্টির আহ্বায়ক শফি উল্লাহ পারভেজ, সেক্রেটারি ইব্রাহিম সোহাগসহ দলটির বিভিন্ন স্তরের নেতারা।

পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন শর্শদি দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা ইসমাইল হায়দার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১০

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১১

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১২

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৩

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৪

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৫

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৬

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৭

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৮

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৯

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

২০
X