মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জমে উঠেছে শত বছরের বালিজুড়ী ইসলামীয়া ঈদমেলা

জমে উঠেছে শত বছরের বালিজুড়ী ইসলামীয়া ঈদমেলা। ছবি : কালবেলা
জমে উঠেছে শত বছরের বালিজুড়ী ইসলামীয়া ঈদমেলা। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জে জমে উঠেছে ৭ দিনব্যাপী শত বছরের ঐতিহ্যবাহী বালিজুড়ী ইসলামীয়া ঈদমেলা। প্রতি বছর ঈদুল ফিতরের দিন এ মেলা শুরু হয়।

সোমবার (৩১ মার্চ) থেকে মেলা কেন্দ্র করে মাদারগঞ্জে উৎসবের আমেজ বইছে।

ঐতিহ্যবাহী এ মেলায় কৃষিপণ্য, মাটির জিনিস, টেপা পুতুল, বাঁশ ও বেতের সাংসারিক জিনিস, বীজ, খেলনা, কসমেটিক, কাঠ ও লোহার আসবাবপত্র পাওয়া যায়। এ ছাড়া মেলায় জিলাপি, গজা, বাতাসা, সাজ, মুড়কি, মোয়া, রং-বেরঙের মিষ্টির দোকান বসেছে। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য হরেক রকমের আয়োজন করা হয়েছে। শুধু মাদারগঞ্জ পাশের উপজেলা ও জেলা সদর এবং অন্য জেলা থেকেও এই মেলায় ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। পাশের উপজেলা মেলান্দহের মাহমুদপুর থেকে আসা সদ্য বিবাহিত তরুণী কানিজা ফাতেমা বলেন, আমি প্রথমবারের মতো এ মেলাতে এসেছি। অনেক ভালো লেগেছে।

আরেক গৃহবধূ পারভীন আক্তার বলেন, ছোটবেলায় বাবার হাত ধরে এই ঈদমেলায় আসতাম। এখন স্বামীর সঙ্গে এসেছি। বহুদিন পর এই মেলাতে এলাম। অনেক ভালো লেগেছে। মনে হলো সেই ছোটবেলায় ফিরে গেলাম।

পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থী কাউসার বলেন, স্ত্রী-সন্তানদের আবদারে তারা মেলায় ঘুরতে আসবে। তাই তাদের নিয়ে মেলায় ঘুরতে এলাম। এদিকে মেলার প্রথম দিনেই বেচাবিক্রিতে খুশি ব্যবসায়ীরা।

মিষ্টান্ন ব্যবসায়ী হালিম মিয়া বলেন, এরই মধ্যে বেচাকেনা জমে গেছে। গত বছরের চেয়ে এবার আরও ভালো ব্যবসা হবে।

মেলায় এবার ২০০টি স্টল বসেছে জানিয়ে ঐতিহ্যবাহী বালিজুড়ী ইসলামীয়া ঈদ মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব তালুকদার আল আমিন বলেন, মেলার প্রথম দিনে প্রায় পঞ্চাশ হাজার মানুষের সমাগম হয়েছে। তারা বিভিন্ন খেলনা সামগ্রী ও খাবার ক্রয় করছেন। শিশু বিনোদনের জন্য আমাদের আছে অনেক ধরনের ইভেন্ট। সবমিলিয়ে খুব উপভোগ করছে এ অঞ্চলসহ আশপাশের এলাকার মানুষ।

মেলাটির ইতিহাস থেকে জানা যায়, ১৭শ খ্রিস্টাব্দে উত্তরাঞ্চলে সন্ন্যাসী ফকির বিদ্রোহের সময় সন্ন্যাসীরা যমুনার চরাঞ্চলের ঘাঁটি করে ইংরেজদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতেন। ওই সময় তারা বগুড়ার গাবতলী মহিষাবানের গোলাবাড়ি এলাকায় গাড়িদহ নদীর পাড়ে বটতলায় একটি মন্দির এবং মাদারগঞ্জের বালিজুড়ি দহপাড়ায় বিলের ধারে একটি মন্দির স্থাপনের পর সন্ন্যাসী পূজা করতেন। এ উপলক্ষে মেলা অনুষ্ঠিত হতো। ১৯২৫ সালে ঈদ ও পূজার মেলা একই দিনে হওয়ায় হিন্দু-মুসলিম দাঙ্গা শুরুর উপক্রম হয়। তখন মুসলিম নেতারা বালিজুড়ি এফএম উচ্চ বিদ্যালয় মাঠে ঈদুল ফিতরের দিনে ইসলামি ঈদমেলা শুরু করেন। সেই থেকে প্রতি বছর এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

১০

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

১১

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

১২

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১৩

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১৪

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১৫

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৬

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৭

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৮

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৯

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

২০
X