জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

শখের মোটরসাইকেলে প্রাণ গেল নাহিদের

নাহিদ হাসান। ছবি : কালবেলা
নাহিদ হাসান। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় নাহিদ হাসান (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন।

শুক্রবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে জীবননগর-দত্তননগর আঞ্চলিক মহাসড়কের দারুস সুন্নাহ বহুমুখী মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নাহিদ হাসান জীবননগর উপজেলা রায়পুর গ্রামের কামার পাড়ার প্রবাসী লিটন শেখের ছেলে। আহত রাকিব হোসেন একই গ্রামের বাসিন্দা। এ ছাড়া আহত মোছা. সুমি খাতুন মহেশপুর উপজেলার পিরগাছা গ্রামের গোলাম হোসেনের স্ত্রী, অপরজন ভ্যানচালক খোকন একই গ্রামের আজিল খা’র ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে জীবননগর-দত্তনগর আঞ্চলিক মহাসড়কের দারুস সুন্নাহ বহুমুখী মাদ্রাসার সামনে দত্তনগর দিকে থেকে আসা একটি পাখি ভ্যানের চাকা খুলে গেলে জীবননগর থেকে একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নাহিদ হাসান ও তার সঙ্গী রাকিব হোসেন, ভ্যানের যাত্রী মোছা. সুমি খাতুন ও ভ্যানচালক মো. খোকন সড়কের ওপর পড়ে তারা আহত হয়।

আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ হাসানকে প্রাথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, মাস দু’তিন আগে মোটরসাইকেল (পালসার গাড়ি) না কিনে দেওয়ার জন্য বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন নাহিদ। বাবা মালয়েশিয়া প্রবাসী লিটন শেখ ছেলের কারণে বাড়ি আসেন এবং ১০ দিন আগে তিনি আবার প্রবাসে পাড়ি জমান। প্রবাসে যাওয়ার পর গত তিন দিন আগে তার ছেলের শখের গাড়িটি কিনে দেন। আজ বিকালে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হন সে। দত্তননগর সড়কে পাখি ভ্যানের সঙ্গে ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন ও নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

ভ্যানের ওপর গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন

সড়ক দুর্ঘটনার শিকার বিজয় দেবরাকোন্ডা

‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে আমাদের কিছু করার নাই'

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও থেমে নেই ইসরায়েলি হামলা

বোর্ডসভায় শৃঙ্খলা ফেরাতে নতুন নিয়ম চালু করলেন নবনির্বাচিত সভাপতি

নতুন দুই দিবস চালু সরকারের, একটি আজ

মুক্তির অপেক্ষায় দেবের ‘প্রজাপতি ২’

কিউআর কোড স্ক্যান করার আগে সতর্ক থাকুন

১০

মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জেনে নিন কবে কখন ম্যাচ

১১

প্রবারণা পূর্ণিমার শোভাযাত্রায় ফানুস থেকে আগুন

১২

প্রথম সপ্তাহে যা আয় করল ‘কান্তারা চ্যাপ্টার ১’

১৩

প্রজ্ঞাপন জারি / আইসিটিতে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে অংশ নেওয়া যাবে না নির্বাচনে

১৪

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৫

আজ দেশের সব শিল্পকলায় আবরার ফাহাদের প্রমাণ্যচিত্র প্রদর্শনী

১৬

স্বর্ণের দাম আকাশছোঁয়া, আসল কারণ কী

১৭

নির্বাচন বিশেষজ্ঞ-নারী নেত্রীদের সঙ্গে ইসির সংলাপ আজ

১৮

এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, জানা যাবে আজ

১৯

রাতে এই ৫ লক্ষণ দেখলে সতর্ক হোন, হতে পারে কিডনি সমস্যার সংকেত

২০
X