লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১২:৫৭ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

চোখ খুললেও কথা বলছে না গুলিবিদ্ধ শিশু আবিদা

হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শিশু। ইনসেটে আবিদা সুলতানা। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শিশু। ইনসেটে আবিদা সুলতানা। ছবি : কালবেলা

৭২ ঘণ্টা পর চোখ খুললেও কথা বলতে পারছে না লক্ষ্মীপুরের গুলিবিদ্ধ শিশু আবিদা সুলতানা। সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসকের বরাত দিয়ে ভুক্তভোগী শিশুটির মা আমেনা বেগম জানান, আবিদার অস্ত্রোপচার হয়েছে। তার ফুসফুস, কিডনি, কলিজাতে সমস্যা দেখা দিয়েছে। শুধু রক্ত কনিকা ভালো আছে। চোখ খুললেও কথা বলতে পারছে না আবিদা। শনিবার (৫ এপ্রিল) সকালে মোবাইলে প্রতিবেদককে এসব কথা বলেন তিনি।

এদিকে আবিদাকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় অহিদসহ ৩ জনের নামে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেছে তার বাবা ইব্রাহিম খলিল। মামলায় অভিযুক্ত ফাতেমা বেগম আঙ্কুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় মামলার দায়েরের পর তাকে চন্দ্রগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আঙ্কুরী মামলার প্রধান অভিযুক্ত অহিদের স্ত্রী। অপর আসামি অহিদের ছেলে মো. ফাহিম। ঘটনার পর থেকে অহিদ ও ফাহিম পলাতক রয়েছে।

মামলায় এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের কাচারি বাড়ি এলাকায় বাড়িতে শিশু আবিদা গুলিবিদ্ধ হয়। ঘটনার সময় আবিদা প্রধান অভিযুক্ত অহিদের মেয়ে জেরিনের সঙ্গে খেলছিল। আবিদার মা আমেনা তাকে ঘরে আসার জন্য ডাকছিল। তখন অভিযুক্ত ফাতেমা ও ফাহিমের প্ররোচনায় আবিদাকে হত্যার উদ্দেশ্যে পিস্তল নিয়ে অহিদ গুলি করে। গুলিটি আবিদার পিঠের ডান পাশে বিদ্ধ হয়ে পেটের ডান পাশ দিয়ে বের হয়ে যায়। তাৎক্ষণিক আবিদা অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এতে আরও বলা হয়, অহিদ একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। মামলার বাদী ইব্রাহিম প্রবাসে থাকাকালীন অহিদ বিভিন্নভাবে তার কাছ থেকে টাকা নিত। এক বছর আগে বাদী প্রবাস থেকে চলে আসে। এতে অহিদকে টাকা-পয়সা দিচ্ছে না। এ জন্য তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়।

ঘটনার পর হাসপাতালে আনার পথে ধারণকৃত একটি ভিডিওতে শিশু আবিদাকে বলতে শোনা যায়, অহিদ তাকে গুলি করেছে। তবে কী কারণে, কীভাবে গুলি করছে সে কথা বলতে পারেনি। তার দু’চোখের পাতা বন্ধ হয়ে যায়।

ভুক্তভোগী শিশুটির মা আমেনা বেগম বলেন, ঘটনার দিন আসরের নামাজের পর অহিদের ছেলে ফাহিমের সঙ্গে একটি মোটরসাইকেলে করে ৩ জন লোক আসে। মাগরিবের সময় ৩টি মোটরসাইকেল নিয়ে আরও কয়েকজন লোক আসে। তখন অজু করতে গেলে দেখি তারা অহিদের বাড়িতে ঢুকছে। লোকগুলোকে দেখে আমার কলিজায় কামড় দিয়েছে, ভয়ও পেয়েছি। তাদের দেখলেই ভয় লাগে।

তিনি আরও বলেন, আবিদা তখন অহিদের মেয়ে জেরিনের সঙ্গে খেলছিল। লোকজনের কারণে আমি তাকে আনতে যেতে পারিনি। পাশে একটি ঘরে ঢুকে জানালা দিয়ে ডাকছিলাম। তখন ঘরের দরজার পেছনে অহিদ যেন কি করছিল। হঠাৎ সেখান থেকে বের হয়ে ঘরের সামনের একটি আমগাছের নিচে যায়। সেখানে আবিদা ও জেরিন ঘুরে ঘুরে খেলছিল। এরমধ্যেই অহিদ আমার মেয়ের পিঠে গুলি করে। আমি দৌড়ে গিয়ে মেয়েকে কোলে নিয়ে তাকে বলেছি তুই আমার মেয়েকে শেষ করে দিয়েছিস। এসবের পর সে মানিব্যাগ বের করে টাকা দিচ্ছিল চিকিৎসার জন্য। আমি সব ফেলে দিয়ে মেয়েকে বাঁচানোর জন্য হাসপাতাল চলে যায়।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বলেন, শিশুকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় ৩ জনের নামে মামলা হয়েছে। এর মধ্যে একজন গ্রেপ্তার রয়েছে। তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয় টিভি চ্যানেল দখল করে সরকার উৎখাতের ঘোষণা

পাবনা মেরিন একাডেমিতে ক্যাডেটদের পাসিং আউট প্যারেড সম্পন্ন

চিরকুটসহ রেখে যাওয়া সেই নবজাতক পেল বাবা-মা

নির্বাচন-গণভোটের প্রস্তুতি নিয়ে যমুনায় বৈঠক

বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা

শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ, তদন্তের নির্দেশ

নকল ওষুধ তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের হানা, অতঃপর...

ক্লিনারকে দিয়ে অস্ত্রোপচার, হাসপাতাল সিলগালা

রাতে খাবার বাদ দিলে কি সত্যিই ওজন কমে? জানুন বিশেষজ্ঞের পরামর্শ

বক্স অফিসে সাড়া ফেলল ‘ধুরন্ধর’

১০

ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ

১১

দুর্নীতির লাগাম টেনে ধরার সক্ষমতা বিএনপিরই আছে : তারেক রহমান

১২

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন

১৩

দিনেদুপুরে ভূমি অফিসে চুরি

১৪

খাজরা ইউনিয়নকে ‘মডেল ইউনিয়ন’ করার প্রতিশ্রুতি কাজী আলাউদ্দীনের

১৫

এক টেকে ‘জানি না’ গেয়েছিলেন নচিকেতা

১৬

বার্সাকে ‘চূড়ান্ত হ্যাঁ’ ইয়ামালের, ত্যাগে মুগ্ধ ফ্লিক

১৭

চট্টগ্রামে গোল্ডেন গেইট ইংলিশ স্কুলের এডমিশন ফেস্ট

১৮

আমদানির খবরে পেঁয়াজের বাজারে দরপতন

১৯

নতুন জোটে এনসিপির সঙ্গী হলো যারা

২০
X