নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

লাঙ্গলবন্দ স্নানোৎসবে লাখো পুণ্যার্থীর ঢল

লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদে স্নানোৎসবে পুণ্যার্থীদের ঢল। ছবি : কালবেলা
লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদে স্নানোৎসবে পুণ্যার্থীদের ঢল। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী স্নানোৎসব চলছে। এতে লাখ লাখ পুণ্যার্থীর ঢল নেমেছে। শনিবার (৫ এপ্রিল) দিনব্যাপী বন্দরে লাঙ্গলবন্দ এলাকায় ২০টি ঘাট দিয়ে এক যোগে স্নান উৎসব পালিত হয়েছে।

জানা গেছে, শুক্রবার (৪ এপ্রিল) রাত ২টা ৮ মিনিট থেকে হয় সনাতন ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী স্নানোৎসব। পাপমোচনের এ স্নানোৎসব শেষ হবে শনিবার (৫ এপ্রিল) রাত ১২টা ৫১ মিনিটে। মন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরীতকী, ডাব, আম্রপল্লব নিয়ে পুণ্যার্থীরা স্নানে অংশ নেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, এদিন ভোর থেকেই পুণ্যার্থীর ঢল নামে লাঙ্গলবন্দের তিন কিলোমিটার এলাকাজুড়ে। পাপমোচনের বাসনায় বিভিন্ন অঞ্চল থেকে আসা পুণ্যার্থীদের পদচারণনায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আশপাশের এলাকাজুড়ে মেলার নানা দোকান বসেছে। দুপুরে লাঙ্গলবন্দের স্নানোৎসব পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ছাড়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা পুরো এলাকা দফায় দফায় পরিদর্শন করেন ও নানা বিষয়ে খোঁজখবর নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিরাপত্তা ব্যবস্থার জন্য দুটি ড্রোন, মেটাল ডিটেক্টর রয়েছে। পুলিশ ও নৌ-পুলিশ মিলিয়ে প্রায় ১৫০০ জন, কোস্টগার্ড টিম, ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল, বিআইডব্লিউটিএর একটি ডুবুরি টিম, র‌্যাব, সেনাবাহিনীর টিম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করছে। সাদা পোশাকের পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন। ৬০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ৭টি ওয়াচ টাওয়ার রয়েছে। ৪৭১ আনসার সদস্যসহ স্বেচ্ছাসেবক টিম রয়েছে।

বন্দরের বাবুপাড়া এলাকা থেকে স্নান উৎসবে অংশগ্রহণ করতে বাবার সঙ্গে এসেছেন রাণী দাস। তিনি বলেন, বাবার সঙ্গে স্নানোৎসবে এসেছি। সবার প্রথমে স্নান করেছি। এরপর মেলা ঘুরে ঘুরে নানা জিনিসপত্র কিনেছি। সারা দিন অনেক মজা করেছি।

ফতুল্লা থেকে স্নান উৎসবে বন্ধুদের সঙ্গে এসেছেন বিশ্বজিৎ দাস। তিনি বলেন, আমার স্ত্রী ও মেয়েকে নিয়ে পাপ মোচনের উদ্দেশ্যে স্নান করতে এসেছি। স্নান শেষে ধর্মীয় নানা রীতি পালন করে মেয়ে ও স্ত্রীকে নিয়ে মেলায় ঘুরতে যাব।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন বলেন, পাপ মোচনের উদ্দেশ্যে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পুণ্যার্থী স্নানোৎসবে অংশগ্রহণ করেছে।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, স্নানোৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি খাবারের জন্য সেবা ক্যাম্প, সুপেয় পানি, চিকিৎসা ক্যাম্প, বাথরুমসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নানা বিষয়ে নজরদারি করছেন। আশা করি, সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসব সম্পন্ন হবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা কালবেলাকে বলেন, লাখ লাখ পুণ্যার্থী স্নানোৎসবে অংশগ্রহণ করেছেন। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুষ্ঠুভাবে পালিত হচ্ছে স্নানোৎসব। রাতে এ স্নানোৎসবের লগ্ন শেষ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়

বিশ্বকাপে ভারতের শুভসূচনা

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর বিতর্কিত ছবি নিয়ে যা বলছে কারা কর্তৃপক্ষ

বিএনপির পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির বৈঠক

বিএনপি ক্ষমতায় এলে সকলে মিলে দেশ গড়বো : ড. ফরিদুজ্জামান ফরহাদ

বকেয়া বিল আদায়ের ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অপপ্রচার

১০

ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে : সেলিমুজ্জামান 

১১

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘প্রবাহ’

১২

চবির ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম অভিযোগ গেল দুদকে

১৩

একজন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল

১৪

চারদিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

১৫

চলতি অর্থবছর কেমন হবে, জানাল এডিবি

১৬

বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে দেশ গড়ব : ড. ফরিদুজ্জামান

১৭

সিপিআর বাঁচাতে পারে হার্ট অ্যাটাকের লাখো প্রাণ

১৮

‘আল্লাহ, তুই দেহিস’ / সেই বৃদ্ধের চুল কেটে দেওয়ার ঘটনায় আসামি গ্রেপ্তার

১৯

গানপাউডারসহ আ.লীগ কর্মী গ্রেপ্তার

২০
X