গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

সেই ইয়াসিনের পরিবারকে ঘর দেবেন তারেক রহমান

ময়মনসিংহের গৌরীপুরে ইয়াসিনের বাড়িতে গিয়ে ঘর নির্মাণের খবর দেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ময়মনসিংহের গৌরীপুরে ইয়াসিনের বাড়িতে গিয়ে ঘর নির্মাণের খবর দেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নিহত ময়মনসিংহের গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়নের মরিচালী গ্রামের ইয়াসিন মিয়া শেখের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে নতুন ঘর করে দেওয়া হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার দলীয় নেতাকর্মীদের নিয়ে গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়নের মরিচালী গ্রামে ইয়াসিনের বাড়িতে গিয়ে তার পরিবারের সার্বিক খোঁজখবর নিয়ে পরিবারকে ঘর নির্মাণের খবর দেন।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন ইয়াসিনের মা ফিরোজা বেগমের হাতে।

মোতাহার হোসেন তালুকদার বলেন, ইয়াসিন মিয়া শেখ আমাদের ছাত্রদলের কর্মী ছিল। তাই আমাদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে এই পরিবারের পাশে থাকা। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইয়াসিনের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছি এবং তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারকে একটি ঘর উপহার দেব।

এ সময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, হাফেজ মো. আজিজুল হক, অ্যাডভোকেট নুরুল হক, হাবিবুল ইসলাম খান শহীদ, সুজিত কুমার দাস, আব্দুল আজিজ মণ্ডল, এসএম দুলাল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজীন চৌধুরী লিলি, যুবদল কেন্দ্রীয় কমিটি সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহ নাসির উদ্দিন, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আকবর আনিছ, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার মণ্ডল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি হুমায়ূন কবির, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ, অ্যাডভোকেট আবু জাফর রাশেদ মিলন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল প্রমুখ।

প্রসঙ্গত, ইয়াসিন মিয়া শেখ গৌরীপুরে ডৌহাখলা ইউনিয়নের মরিচালী গ্রামের মৃত আব্দুস সাত্তার শেখের ছেলে। গত বছরের ৪ সেপ্টেম্বর ইয়াসিন রাশিয়ার একটি কোম্পানিতে চাকরির জন্য দেশত্যাগ করেন। সেখানে কয়েক মাস চাকরির পর গত বছরের ২২ ডিসেম্বর চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে রাশিয়ান সেনাবাহিনীতে যোগদান করেন ইয়াসিন। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার ছবি ও ভিডিও ইয়াসিন নিজের ফেসবুকে প্রকাশ করতেন। কিন্তু ঈদের পরদিন এপ্রিলের ১ তারিখ তার মৃত্যুর খবর পায় পরিবার। যুদ্ধ চলাকালে মিসাইল হামলায় তিনি প্রাণ হারান বলে জানিয়েছেন রাশিয়ায় থাকা পরিচিতজনরা।

ইয়াসিন মিয়া শেখের বড় ভাই রুহুল আমিন শেখ বলেন, ধারদেনা ও জমি বিক্রি করে ১৫-১৬ লাখ টাকা খরচ করে ইয়াসিনকে রাশিয়া পাঠাই। যাওয়ার পর দেড় লাখ টাকা পাঠিয়েছিল ভাই। এর মধ্যেই তার মৃত্যুর সংবাদ পেলাম। একদিকে ভাই হারানোর শোক, অন্যদিকে ঋণের চাপ। কোথায় যাব, কী করব ভেবে উঠতে পারছি না। ভাইয়ের মরদেহ পেতে সরকারের সহযোগিতা কামনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

গ্যাস ভেবে এড়িয়ে যাচ্ছেন? হতে পারে ক্যানসারের মতো বড় সমস্যা

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

এসিআই মোটরসে চাকরির সুযোগ

সাতক্ষীরায় ৬ যুবদল নেতা বহিষ্কার

সুন্দরবন ও মোংলা বন্দর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন লায়ন ফরিদ

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

১০

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

১১

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

১২

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

১৩

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

১৪

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

১৫

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

১৬

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১৭

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১৮

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১৯

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

২০
X