রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ছুরিকাঘাতে পোশাক শ্রমিককে হত্যা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গাজীপুরের টঙ্গীতে আলিমুল (২৫) নামে এক পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শামসু উদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ এপ্রিল) গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার মুদাফা এলাকার উত্তরা প্রবর্তন সিটি প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলিমুল কিশোরগঞ্জ জেলার নীলফামারী থানার বাসিন্দা। তিনি টঙ্গীর মুদাফা এলাকার মজুমদার গার্মেন্টসে কাজ করতেন।

আটক শামসু উদ্দিন টঙ্গীর মুদাফা সৈয়দ আলী স্কুল অ্যান্ড কলেজ এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত পৌনে ৮টার দিকে হঠাৎ ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে স্থানীয়রা ও প্রবর্তন সিটির নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে একটি ফাঁকা জায়গায় আলীমুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারের উদ্দেশ্যে আলীমুল ও শামসু উদ্দিনসহ আরও কয়েকজন উত্তরা প্রবর্তন সিটির প্রকল্প এলাকায় যান। এ সময় কোনো একপর্যায়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারানা বিনতে আনোয়ার বলেন, রাত ৮টার কিছু পর তাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হই, তিনি আগে থেকেই মৃত। তার বুকে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার এনএম নাসির উদ্দিন বলেন, ঘটনার তদন্ত চলছে। কে বা কারা জড়িত, তা শনাক্তে পুলিশ কাজ করছে। ঘটনার পরপরই টঙ্গী পশ্চিম থানা–পুলিশ অভিযান চালিয়ে শামসু উদ্দিনকে আটক করেছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উত্তরা প্রবর্তন সিটি এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চলে আসছে। প্রকল্পটির চারপাশে কোনো সুরক্ষা বেষ্টনী না থাকায় এটি অপরাধীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। তারা দ্রুত নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবি ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার 

জয় দিয়ে লা লিগা অভিযান শুরু বার্সেলোনার

সিলেটে হচ্ছে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট

নতুন মৌসুমে ম্যানসিটির দাপুটে শুরু

১১ বছরের শিশু চালাচ্ছিল ভ্যান, উল্টে প্রাণ গেল দাদা-নাতির

শিক্ষাকে ব্যবসা নয়, সেবায় রূপান্তর করতে হবে : আমিনুল হক

দেশে আরেকটা বিপ্লব হতে পারে : রেজা কিবরিয়া

অক্টোবরে দুবাইতে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

হঠাৎ অসুস্থ উপদেষ্টা ফারুকী, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ 

শেখ হাসিনার থেকে শিশুরাও রক্ষা পায়নি : এ্যানি

১০

হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি পেল ৩৩ বাণিজ্যিক ব্যাংক

১১

আমরণ অনশনে অসুস্থ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী

১২

পিআরে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্ক মুক্ত হবে : ডা. তাহের

১৩

৯ দফা দাবি রাবি শিক্ষক-কর্মকর্তাদের

১৪

‘এক বাড়ির এতগুলো কবর খোঁড়ার কাম আগে কোনোদিন করিনি’

১৫

কে কাকে দিয়ে ক্ষমতায় আসবেন সেই প্রতিযোগিতা ভুলে যান : রেজাউল করিম

১৬

‘জয় বাংলা’ গানে বিভ্রান্তি, আ.লীগ ভেবে ছাত্র-জনতার অনুষ্ঠানে হামলা

১৭

রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন, তারিখ ঘোষণা

১৮

চিকিৎসা পেশা নিয়ে মন্তব্যের জন্য ড. আসিফ নজরুলকে ক্ষমা চাইতে হবে : ড্যাব

১৯

রাকসু নির্বাচন / ভোটারের ৩৯ শতাংশই নারী, প্রার্থিতার আলোচনায় দুজন

২০
X