সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে আবারও চলন্ত বাসে ছিনতাই, স্বর্ণালংকার লুট

সাভারের পুলিশ টাউন এলাকায় চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
সাভারের পুলিশ টাউন এলাকায় চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

ঢাকার সাভারে আবারও দিনের বেলায় চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা কয়েকজন নারী যাত্রীকে টার্গেট করে ছিনতাই শেষে বাস থেকে নেমে পালিয়ে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছিনতাইকারীরা তিন নারীর পরনে থাকা স্বর্ণালংকার ছিনতাই করে।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের পুলিশ টাউন এলাকায় সাভার পরিবহনের বাসটি পৌঁছালে ছিনতাইয়ের কবলে পড়ে।

বাসে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে গাজীপুরের চন্দ্রার দিক থেকে সাভার পরিবহন ব্যানারের যাত্রীবাহী বাস ঢাকার সরদঘাটের উদ্দেশ্য রওনা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বাসটি সাভারের পুলিশ টাউন এলাকায় ব্রিজের উপর পৌঁছালে চলন্ত বাসে যাত্রীবেশে লুকিয়ে থাকা ছিনতাইকারীরা ব্রিজের উপর বাসটি থামাতে চালককে বাধ্য করে ছিনতাই কার্যক্রম শুরু করে। ছিনতাইকারীদের টার্গেট ছিল তিন নারী যাত্রী। ছিনতাইকারী চক্রের সদস্যরা শুধু নারীদের স্বর্ণালংকার ছিনতাই শেষে বাস থেকে নেমে পালিয়ে যায়।

তায়েফুর রহমান নামে ব্যাংক টাউন এলাকার এক বাসিন্দা বলেন, যাত্রীবেশে তিন থেকে চার ছিনতাইকারী ব্যাংকটাউন বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠে। বাসটি পুলিশ টাউন এলাকায় পৌঁছলে তারা ছিনতাই শুরু করে। ছিনতাইকারীদের টার্গেট ছিল তিন নারী। ছিনতাইকারীদের সঙ্গে ছুরি এবং চাকু ছিল। তারা ছুরি দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই করে। ছিনতাইকারীরা তিন নারীর কাছ থেকে শুধু সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারীরা কোনো রকম মোবাইল কিংবা অন্যান্য মালামাল ছিনতাই করেনি। ছিনতাইকারীদের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর হবে।

তিনি বলেন, পরে চালক বাসটি চালিয়ে গাবতলি পৌঁছালে বাসের যাত্রীরা চালককে মারধর করে একটি বাস কাউন্টারে আটকে রাখে। ছিনতাইকারীরা আমার স্ত্রীর গলায় থাকা লকেটসহ একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নিয়েছে।

সাভার মডেল থানার ওসি মো. জুয়েল মিঞা কালবেলাকে বলেন, বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এমন অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ছিনতাই নির্মূলে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তারপরও মাঝে মাঝে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে।

সম্প্রতি সাভারের মহাসড়ক ও চলন্ত বাসে ছিনতাই প্রতিরোধে ঢাকা-আরিচা মহাসড়কের ছিনতাইপ্রবণ এলাকায় চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে ঢাকা জেলা পুলিশ। কোনোভাবেই যেন মহাসড়ককে ছিনতাই মুক্ত নিরাপদ সড়ক করা যাচ্ছে না।

উল্লেখ্য, চলতি বছরের ২ মার্চ ব্যাংক টাউন এলাকায় রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটে। চলতি মাসের ৪ এপ্রিল একই এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা সদর আসনে ধানের শীষের দাবিদার যারা

দিনদুপুরে প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

প্ল্যান গণমাধ্যম পুরস্কার পেলেন কালবেলার জাফর ইকবাল

পটুয়াখালীতে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের তারিখ জানাল শিক্ষা বোর্ড

রামাল্লায় পৌঁছেছে ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাস

রাকসু নির্বাচন  / ‘আকাশকুসুম’ ইশতেহারে ভোটার টানার চেষ্টায় প্রার্থীরা

বিইউবিটিতে শিক্ষক দিবস উদযাপন

সুন্দর সমাজ গঠনে সৃজনশীলতাকে প্রাধান্য দিতে হবে : সাদিক কায়েম

১০

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

১১

ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনি যোদ্ধারা

১২

নবীনদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয়

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি শাখার ২ নেতা গ্রেপ্তার

১৪

স্পিড স্কেটিংয়ে জোড়া স্বর্ণপদক জিতলেন পৃথিবী

১৫

এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে : সারজিস

১৬

একটি দল চাঁদাবাজকে ফুল দিয়ে বরণ করেছে : স্বেচ্ছাসেবক দলের সভাপতি

১৭

প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিলেন তারেক রহমান

১৮

নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী

১৯

ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন, নতুন ঘর দিচ্ছেন তারেক রহমান

২০
X