বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে আবারও চলন্ত বাসে ছিনতাই, স্বর্ণালংকার লুট

সাভারের পুলিশ টাউন এলাকায় চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
সাভারের পুলিশ টাউন এলাকায় চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

ঢাকার সাভারে আবারও দিনের বেলায় চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা কয়েকজন নারী যাত্রীকে টার্গেট করে ছিনতাই শেষে বাস থেকে নেমে পালিয়ে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছিনতাইকারীরা তিন নারীর পরনে থাকা স্বর্ণালংকার ছিনতাই করে।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের পুলিশ টাউন এলাকায় সাভার পরিবহনের বাসটি পৌঁছালে ছিনতাইয়ের কবলে পড়ে।

বাসে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে গাজীপুরের চন্দ্রার দিক থেকে সাভার পরিবহন ব্যানারের যাত্রীবাহী বাস ঢাকার সরদঘাটের উদ্দেশ্য রওনা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বাসটি সাভারের পুলিশ টাউন এলাকায় ব্রিজের উপর পৌঁছালে চলন্ত বাসে যাত্রীবেশে লুকিয়ে থাকা ছিনতাইকারীরা ব্রিজের উপর বাসটি থামাতে চালককে বাধ্য করে ছিনতাই কার্যক্রম শুরু করে। ছিনতাইকারীদের টার্গেট ছিল তিন নারী যাত্রী। ছিনতাইকারী চক্রের সদস্যরা শুধু নারীদের স্বর্ণালংকার ছিনতাই শেষে বাস থেকে নেমে পালিয়ে যায়।

তায়েফুর রহমান নামে ব্যাংক টাউন এলাকার এক বাসিন্দা বলেন, যাত্রীবেশে তিন থেকে চার ছিনতাইকারী ব্যাংকটাউন বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠে। বাসটি পুলিশ টাউন এলাকায় পৌঁছলে তারা ছিনতাই শুরু করে। ছিনতাইকারীদের টার্গেট ছিল তিন নারী। ছিনতাইকারীদের সঙ্গে ছুরি এবং চাকু ছিল। তারা ছুরি দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই করে। ছিনতাইকারীরা তিন নারীর কাছ থেকে শুধু সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারীরা কোনো রকম মোবাইল কিংবা অন্যান্য মালামাল ছিনতাই করেনি। ছিনতাইকারীদের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর হবে।

তিনি বলেন, পরে চালক বাসটি চালিয়ে গাবতলি পৌঁছালে বাসের যাত্রীরা চালককে মারধর করে একটি বাস কাউন্টারে আটকে রাখে। ছিনতাইকারীরা আমার স্ত্রীর গলায় থাকা লকেটসহ একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নিয়েছে।

সাভার মডেল থানার ওসি মো. জুয়েল মিঞা কালবেলাকে বলেন, বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এমন অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ছিনতাই নির্মূলে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তারপরও মাঝে মাঝে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে।

সম্প্রতি সাভারের মহাসড়ক ও চলন্ত বাসে ছিনতাই প্রতিরোধে ঢাকা-আরিচা মহাসড়কের ছিনতাইপ্রবণ এলাকায় চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে ঢাকা জেলা পুলিশ। কোনোভাবেই যেন মহাসড়ককে ছিনতাই মুক্ত নিরাপদ সড়ক করা যাচ্ছে না।

উল্লেখ্য, চলতি বছরের ২ মার্চ ব্যাংক টাউন এলাকায় রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটে। চলতি মাসের ৪ এপ্রিল একই এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে বরখাস্ত চট্রগ্রাম কাস্টম হাউসের কমিশনার

‘একসঙ্গে সমুদ্রে নেমে তো গোসল করতে পারব না’

জুলাই যোদ্ধার তালিকায় এক ব্যক্তির নাম ২ জায়গায়

বিএনপির অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনায় মির্জা ফখরুলের প্রতিবাদ

রাজধানীতে শ্রমজীবী মানুষের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

জামায়াত-গণঅধিকার পরিষদের মতবিনিময় / নির্বাচনী জোট গঠনে একমত

উপবৃত্তির টাকা আত্মসাৎ, মাদ্রাসার সুপার কারাগারে

তারেক রহমান নেতৃত্ব না দিলে জুলাই আন্দোলন সফল হতো না : মুরাদ

চট্টগ্রাম নগরীতে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

‘প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করি’

১০

মেয়ের জন্য চিপস আনতে গিয়ে প্রাণ হারান মোবারক

১১

১৯৭৩ সালের পর সবচেয়ে বড় সংকটে মার্কিন ডলার

১২

তারেক রহমান জুলাই বিপ্লবের মূল নেতৃত্বে ছিলেন : অধ্যাপক মোর্শেদ

১৩

তারা ভেবেছে, নারীঘটিত বিষয় নিয়ে প্রচারে আমার ভোট কমে যাবে : আমির হামজা

১৪

পিআর পদ্ধতি নিয়ে বিএনপিকে চরমোনাই পীরের কড়া বার্তা

১৫

নির্বাচন নিয়ে মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে : মান্না

১৬

ইরানের পরমাণু বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার

১৭

৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পূর্বাচল আর্মি ক্যাম্পের সেনারা

১৮

চুক্তি নবায়নের পর মোনাকোয় ধারে গেলেন বার্সা তারকা ফাতি

১৯

উড্ডয়নের ৭ মিনিটেই মাটিতে আছড়ে পড়ল বিমান, সব আরোহী নিহত

২০
X