সিলেট ব্যুরো
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে কারাগারে শিমুল-লিমার বিয়ে 

সিলেট কেন্দ্রীয় কারাগারে বাদী-বিবাদীর বিয়ে। ছবি : সংগৃহীত
সিলেট কেন্দ্রীয় কারাগারে বাদী-বিবাদীর বিয়ে। ছবি : সংগৃহীত

উচ্চ আদালতের নির্দেশে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেমিক-প্রেমিকার বিয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রণয় থেকে ঘনিষ্ঠতা, একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন প্রেমিকা। তখন বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক রাজি না হয়ে আত্মগোপনে চলে যান। পরে প্রেমিকার মামলায় গ্রেপ্তার করা হয় তাকে।

গত বুধবার (৯ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর কেন্দ্রীয় কারাগারে পাঁচ লাখ টাকা মোহরানা দিয়ে বিয়ের অনুষ্ঠান করা হয়। তারা ছিলেন মামলার বাদী ও বিবাদী। বর গোলাপগঞ্জের বাসিন্দা শিমুল ও কনে সুনামগঞ্জের বাসিন্দা।

সিলেটের ডিআইজি প্রিজনস মো. ছগির মিয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শিমুল ও লিমার প্রথমে প্রেম, তারপর ঘনিষ্ঠতা। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন প্রেমিকা। তখন বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক রাজি না হয়ে পালিয়ে যান। এরপর ভুক্তভোগী পরিবারের শাহপরাণ থানায় করা মামলায় কারাগারে যান শিমুল।

সম্প্রতি শিমুল জামিনের আবেদন করলে উচ্চ আদালত তাদের দুজনের বিয়ের নির্দেশ দেন। পরে উভয়পক্ষের সম্মতিতে এবং তাদের অভিভাবকদের উপস্থিতিতে গত বুধবার (৯ এপ্রিল) দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগারে এই বিয়ে সম্পন্ন হয়।

বিয়ে পড়ানো কাজী সজিব আহমেদ তালুকদার বলেন, শিমুলের সঙ্গে ওই তরুণীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। একপর্যায়ে তরুণী ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি শিমুলকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু শিমুল বিয়ে না করে পালিয়ে যান। এ ঘটনায় শাহপরাণ থানায় মামলা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই মামলায় শিমুল কারাবন্দি আছেন।

তিনি আরও বলেন, সম্প্রতি শিমুল জামিনের আবেদন করলে উচ্চ আদালত তাদের দুজনের বিয়ের নির্দেশ দেন। পরে উভয়পক্ষের সম্মতিতে ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে গত বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগারে এই বিয়ে সম্পন্ন হয়।

সিলেট মেট্রোপলিটন কারাগারের জেলার আরিফুর রহমান বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের বিয়ে হয়েছে। এ সময় কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বর-কনের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। তাদের বিয়ের কাবিন, এফিডেভিটসহ অন্যান্য কাগজপত্র হাতে পাওয়ার পর তা আদালতে উপস্থাপন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

১০

৩৮ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষককে বিদায়

১১

পাঠ্যবইয়ে শেখ হাসিনার নাম হবে গণহত্যাকারী : আসিফ মাহমুদ

১২

নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে : তারেক রহমান

১৩

নারী চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ বাংলাদেশি ফুটবলার

১৪

অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

১৫

রিজার্ভ বেড়ে ৩০.৮৫ বিলিয়ন ডলারে

১৬

জাকসু নির্বাচন, ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নিয়ে আসছে ছাত্রশিবির

১৭

ঢাকঢোল পিটিয়ে বেদখলে থাকা জমি উদ্ধার 

১৮

‘আর একটা পাথর সরানো হলে জীবন ঝালাপালা করে দেব’

১৯

আমাদের দাবি না মানলে নির্বাচন হবে না : জামায়াতের সহকারী সেক্রেটারি

২০
X