রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে যৌতুকবিহীন বিয়েতে হাত মিলল ১২ যুগলের

রংপুরে যৌতুকবিহীন বিয়েতে হাত মিলল ১২ যুগলের

ফুলে ফুলে সাজানো হয়েছে বিয়ের আসর। বিলাসবহুল গাড়িতে চড়ে এলেন ১২ যুবক। প্রত্যেকের গায়ে জড়ানো আরবের ঐতিহ্যবাহী পোশাক। লালগালিচা মাড়িয়ে উঠলেন বিয়ের মঞ্চে। একই মঞ্চ থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ১২ যুগল।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর রূপকথা থিমপার্ক কনভেনশন হলে যৌতুকবিহীন এমন বিয়ের আয়োজন করেছেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন।

বর-কনের পোশাক থেকে তাদের সাজসজ্জা, বিয়ের খরচ ও আনুষঙ্গিক আয়োজনের দায়িত্ব নিয়েছে বেসরকারি এ সংস্থাটি। সমাজে যৌতুকের কুপ্রথা বিলীন, মোহরানার সহজলভ্যতা ও সম্মানজনক সম্পর্কের ধারণা প্রচার করতে ফাউন্ডেশন এ উদ্যোগ নিয়েছে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রংপুর বিভাগে যৌতুকবিহীন এ বিয়ের আয়োজনে আবেদন করেছিলেন ৯০ জন। তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ১২ যুগলের বিয়ের আয়োজন করা হয়েছে। তবে তাদের দুটি শর্ত দেওয়া হয়। যার একটি হচ্ছে- বিয়েতে কোনো যৌতুক নেওয়া যাবে না, অপরটি হচ্ছে- যে দেনমোহর ধার্য করা হবে সেটি সম্পূর্ণ আদায় করতে হবে।

‘বিয়ে আপনার, খরচ আমাদের’ ক্যাম্পেইনে এ বিয়ে আয়োজনে ছিলেন বর-কনে পক্ষের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা। সংস্থার পক্ষ থেকে তাদের যাতায়াতের ব্যবস্থাও করা হয়েছে। নবদম্পতিদের তোশক, বালিশ এবং নতুন সংসার শুরু করতে যে হাঁড়ি-পাতিল ও প্লেট-বাটিসহ গৃহস্থালির জিনিসপত্র উপহার দেওয়া হয়। এছাড়া প্রত্যেক দম্পতির জন্য কক্সবাজারে হানিমুন প্যাকেজ ও বিবাহোত্তর যে কোনো বিষয়ে এসব দম্পতি পাবেন কাউন্সেলিং সেবা।

নবদম্পতি শাহরিয়ার ইসলাম লিখন ও শারমিন সুলতানা বলেন, স্বপ্নেও ভাবিনি এত সুন্দর বিয়ের আয়োজন হবে। এ আয়োজনের মাধ্যমে একটি মহৎ সামাজিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। আমাদের বিয়েকে একটি সামাজিক আন্দোলনের অঙ্গ হিসেবে তুলে ধরা হলো।

কনে মনিরা ইসলামের মা ফরিদা আক্তার বলেন, মেয়ের বিয়ে দেওয়া নিয়ে যে দুশ্চিন্তা ছিল, আজ তার অবসান হয়েছে। বিয়েতে তাদের কোনো যৌতুক দিতে হয়নি। কোনো খরচ ছাড়াই এমন জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজনে খুশি তাদের পরিবারসহ আত্মীয়-স্বজন।

আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাসির উদ্দিন কালবেলাকে বলেন, আর্থিক সংকট কিংবা সামর্থ্য না থাকায় যারা বিয়ে করতে পারছেন না তাদের জন্য আমাদের এ উদ্যোগ। যাতে যুবক-যুবতীরা বিয়ে করে পবিত্র সম্পর্কে জড়িয়ে তাদের জীবন শুরু করে। কন্যাদায়গ্রস্ত বাবা কিংবা আর্থিক সংকটে থাকা যুবকদের জন্য বিনা খরচে বিয়ের আয়োজন করে যাচ্ছি। এর পরে আমাদের এ আয়োজন ঢাকায় হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১০

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১১

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১২

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৩

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৪

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৫

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৬

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৭

বিজয় থালাপতি এখন বিপাকে

১৮

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৯

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

২০
X