শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে বাড়ি ফেরার পথে যুবককে গুলি

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ অবস্থায় রুবেল হোসেন নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাঁ হাতের কব্জিতে গুলি লেগেছে।

শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে খবর পেয়ে জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন হাসপাতাল পরিদর্শনে গেছেন। এ সময় তিনি রুবেল ও তার সঙ্গে থাকা লোকজনের সঙ্গে কথা বলেন।

আহত রুবেল পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারি বাড়ির আব্দুল কুদ্দুসের ছেলে। তবে কে বা কারা গুলি করেছে তা দেখেননি বলে জানিয়েছেন রুবেল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ে রুবেল ও কদু আলমগীরের মধ্যে বিরোধ চলে আসছে। দুইজন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। ঘটনার সময় বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রুবেলকে দুর্বৃত্তরা গুলি করে। আগে থেকেই দুর্বৃত্তরা ঘটনাস্থলে ওত পেতে ছিল।

হাসপাতালে আহত রুবেল জানান, চৌপল্লী বাজার থেকে ঘটনার সময় তিনি বাড়ি যাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছালে পেছন থেকে তাকে গুলি করা হয়। এতে গুলিটি তার বাঁ হাতের কব্জিতে বিদ্ধ হয়। তবে কে বা কারা গুলি করেছে তিনি তা দেখেননি। একপর্যায়ে তিনি অচেতন হয়ে রাস্তায় পড়ে যান।

তিনি বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী কদু আলমগীর আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়েছে। এলাকায় থাকতে হলে টাকা দিতে হবে। তা না হলে আমাকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে। তিনবার আমার বাড়িতে লোকজন পাঠিয়ে হুমকি দিয়েছে।

বাম হাতের কব্জিতে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি এসেছেন জানিয়ে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিল। এর জের ধরেই রুবেলকে গুলি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১০

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

১১

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

১২

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

১৩

প্যানেলে তন্বির জন্য পদ শূন্য রাখলেও একই পদে লড়ছেন বাগছাসের এক নেতা

১৪

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

১৫

আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট

১৬

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ : এনামুল হক চৌধুরী

১৭

জিপিএ ৫ পেয়েও দ্বিতীয় ধাপে কলেজ পায়নি ১৪১৮ জন

১৮

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল

১৯

রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ মারা গেছেন

২০
X