টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় চারজনের মরদেহ উদ্ধার

মরদেহের প্রতীকী ছবি।
মরদেহের প্রতীকী ছবি।

টাঙ্গাইলে পৃথক স্থানে ২৪ ঘণ্টায় তিন গৃহবধূর ও এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১১ এপ্রিল) টাঙ্গাইল সদর ও সখীপুর উপজেলায় এসব ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার একঢালা গ্রামের আব্দুল মজিদ তালুকদারের মেয়ে মাহিমা আক্তার মিম (৩০), সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার আজহারুল ইসলামের মেয়ে আর্জিনা আক্তার(২৫), উপজেলার কালমেঘা পূর্বপাড়া এলাকায় রিপন মিয়ার স্ত্রী আল্পনা আক্তার(২৫) এবং দেলদুয়ার উপজেলার মৃত জয়নাল আবেদীনের ছেলে ইমাম হোসেন (৩৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার প্রবাসীর স্ত্রী মাহিমা আক্তার মিম ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তার মেয়ে বিষয়টি দেখতে পেয়ে পরিবারের লোকজনকে জানায়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

টাঙ্গাইল সদর থানার এসআই আরিফ রব্বানী বলেন, মাহিমা আক্তার মিম পূর্ব আদালত পাড়ায় মেয়েকে নিয়ে বাসা ভাড়া করে থাকতেন। কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার আর্জিনা আক্তার নামে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বাগানে গাছের একটি ডালের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পারিবারিকভাবে কুতুবপুর এলাকায় আমিনুলের ছেলে প্রবাসী ইসমাঈলের সঙ্গে বিয়ে হয় তার। কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। নিহত আর্জিনার তিন বছরের একটি ছেলে রয়েছে।

বহুরিয়া ইউনিয়নের কালমেঘা পূর্বপাড়া এলাকায় আল্পনা আক্তার এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই এলাকার রিপন মিয়ার স্ত্রী। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে শুক্রবার সকালে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন তিনি।

সখীপুর থানার ওসি জাকির হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবার কাছে হস্তান্তর করা হবে।

এদিকে বৃহস্পতিবার রাতে দেলদুয়ার উপজেলার দেলদুয়ার মডেল মসজিদের অফিস রুমের ভেতরে ইমাম হোসেন নামে এক যুবকের ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইমাম হোসেন দেলদুয়ার মডেল মসজিদের সিকিউরিটি দায়িত্ব পালন করছিলেন। পুলিশের ধারণা ইমাম হোসেন আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

দেলদুয়ার থানার পুলিশ পরিদর্শক তদন্ত আজিজুল হক হাওলাদার বলেন, দেলদুয়ারের মডেল মসজিদে এক যুবকের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে বিস্তারিত জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসদাচরণের অভিযোগে বদলি চিকিৎসক দম্পতি

সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া

নোয়খালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

বেথ মুনির রেকর্ডে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

‘বিষাক্ত মদ’ পানে সংরক্ষিত ইউপি সদস্যের স্বামীর মৃত্যু

বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, বৃষ্টি নিয়ে নতুন তথ্য

ঢাকা উত্তর সিটিতে জন্মনিবন্ধন ছাড়াই টাইফয়েড টিকা মিলবে

শহীদ জিয়ার মাজার জিয়ারতে খালেদা জিয়া

জাতীয় পর্যায়ে রানার্স আপ নারী ফুটবল দলকে গণসংবর্ধনা

১০

দুই বছর আগের মামলায় নতুন করে ‘আসামি’ সাংবাদিক

১১

বদলির আদেশের ৩ সপ্তাহ পরও অফিস করছেন রাসিক সচিব

১২

অধ্যাপক ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

১৩

চার দিন ধরে নিখোঁজ বিকাশ কর্মী ওমর ফারুক

১৪

ওসির বিরুদ্ধে দুর্বল ধারার অভিযোগ, আ.লীগ নেতার ৩ সন্তানের জামিন

১৫

বরিশালে মা ইলিশ রক্ষায় নৌবাহিনী, চার দিনে ১০৪ জেলের কারাদণ্ড

১৬

উচ্ছেদের পর অবৈধ স্থাপনার বৈধতা দিতে তোড়জোড়

১৭

ধর্ষণের আলামত গায়েব, ওসিসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৮

সীমান্তে দেড় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

১৯

রাজধানীতে যুবলীগ নেত্রী লাবণ্য ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আমির হামজা গ্রেপ্তার

২০
X