টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

বই দেখে পরীক্ষা দিল এসএসসি পরীক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

বই দেখে পরীক্ষা দেওয়ার চিত্র। ছবি : কালবেলা
বই দেখে পরীক্ষা দেওয়ার চিত্র। ছবি : কালবেলা

টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষায় বই দেখে পরীক্ষা দেওয়ার ঘটনা ঘটছে। এ সংক্রান্ত একটি ভিডিও মঙ্গলবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে নানা সমালোচনা।

অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার নারান্দিয়ায় তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুলে (ভোকেশনাল) বাংলা প্রথম পত্র পরীক্ষায় শিক্ষকদের সহায়তায় বই দেখে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা।

এ ঘটনায় ওইদিনের পরীক্ষার ডিউটিরত শিক্ষকরা বাকি পরীক্ষায় আর কোনো ডিউটি করতে পারবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তোফাজ্জল হোসেন তুফিন কারিগরি বিএম কলেজের শিক্ষক আবু জায়েদ তালুকদার বলেন, এ প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা নিয়ে যে অভিযোগ উঠেছে সে বিষয় উপজেলা নির্বাহী অফিসার এখানে এসেছিল। তিনি কেন্দ্র পরিদর্শন করে গিয়েছেন। সে সময় যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি যাতে পরীক্ষায় কেন্দ্রে আর ডিউটি করতে না পারে সে বিষয়টি জানানো হয়েছে। এছাড়া তিনি বলেন, যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে সেটি মঙ্গলবার (১৫ এপ্রিল) গণিত পরীক্ষার নয়। এটি অন্য একদিনের ভিডিও।

তিনি আরও বলেন, এ ভিডিওটি কোনো এক প্রি-টেস্ট পরীক্ষার। পরে তা ১০ এপ্রিলের বাংলা পরীক্ষার সাথে সংযুক্ত করে প্রকাশ করা হয়েছে।

শিক্ষক সাইফুল ইসলাম সাইফুল্লাহ বলেন, যে ভিডিওটি ধারণ করা হয়েছে সে ভিডিওটি কোনো টেস্ট অথবা প্রি-টেস্ট পরীক্ষার ভিডিও।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কবির বলেন, পরীক্ষার বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি দ্রুত আইনগত ব্যবস্থা নিচ্ছে।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম বলেন, পরীক্ষার বিষয়টি জানার পরপরই আমি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে গিয়েছিলাম। এসএসসি পরীক্ষা কেন্দ্রের যিনি কেন্দ্র সচিব ছিলেন তাকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। ইতিমধ্যে যারা কেন্দ্রে ছিল তাদের ডিউটি বন্ধ রাখা হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত জানান, মঙ্গলবার সকালেই বিষয়টি জানতে পারি। বাংলা প্রথম পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে কালিহাতীর ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছিলাম। গত পরীক্ষায় যে ঘরগুলোতে শিক্ষকরা ডিউটিতে ছিল তারা আর এসএসসি পরীক্ষা চলাকালীন ডিউটি করতে পারবে না। পরে শিক্ষকের বিষয়ে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, আজকের পরীক্ষার ডিউটিতে ওই শিক্ষকরা নেই। এখন আমার একটি কমিটি করে দেব। কমিটির প্রেক্ষিতে তারা তদন্ত করে রিপোর্ট দিলে আমরা শিক্ষকদের বিরুদ্ধে আইনুগ ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে ক্ষমা চাইলেন বাফুফে সভাপতি

গাজায় সেনা পাঠানো নিয়ে নতুন সংকটে পাকিস্তান

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ৬১ ক্রিকেট ব্যাট-বল বিতরণ

ভূমিকম্পে আহত হামীমের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক

ফাইনালে সুপার ওভারে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দেওয়া অদূরদর্শী সিদ্ধান্ত : লায়ন ফারুক

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় / পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় মেজর সিনহাকে

কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব

১০

সোনালী ব্যাংকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে প্রতারণা

১১

জাল টাকার নোটসহ আটক ২

১২

রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

১৩

এসএ সিদ্দিক সাজুকে বিএনপির শোকজ

১৪

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

১৫

মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

১৬

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

১৭

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

১৮

রাবির দুই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

১৯

এ দেশ সবার, কারো একার না : সালাউদ্দিন বাবু

২০
X