বরিশাল ব্যুরো
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ী থানার এসআই’র বিরুদ্ধে বরিশালে ধর্ষণ মামলা

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বরিশাল। ছবি : কালবেলা
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বরিশাল। ছবি : কালবেলা

দুই সন্তানের জননী গৃহবধূকে ধর্ষণ ও বিবস্ত্র করে ভিডিও তৈরির অভিযোগে ঢাকার যাত্রাবাড়ী থানার উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে বরিশালের আদালতে নালিশি মামলা করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই গৃহবধূ বাদী হয়ে মামলা করেন।

ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম নালিশি অভিযোগ তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযুক্ত রাজিব হোসেন ঝালকাঠি সদর উপজেলার কান্ডারগাতি এলাকার মো. রুস্তুম আলী হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি ঢাকার যাত্রাবাড়ী থানায় এসআই পদে কর্মরত রয়েছেন।

মামলার বরাতে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান বলেন, এসআই রাজিব হোসেন ভোলার বোরহানউদ্দিন থানায় কর্মরত থাকার সময় গৃহবধূর সাবেক শ্বশুরের করা একটি মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন। সেই সূত্রে পরিচয়ে তাদের সাথে বিভিন্ন সময় মোবাইল ফোনে কথা হতো।

২০২৪ সালের ২২ এপ্রিল ওই গৃহবধূ এয়ারকুলার কিনতে বের হয়। তখন এসআই রাজীবের সাথে দেখা হলে বরিশাল নগরী থেকে ভালো এয়ারকুলার কিনে দেওয়ার প্রস্তাব দেয়। এতে রাজি হলে এসআই রাজীব তাকে নিয়ে বরিশালে আসে।

রাতে ভোলা ফিরতে না পারায় স্বামী-স্ত্রী পরিচয়ে বরিশাল নগরীর সদর রোডের আবাসিক হোটেল আলী ইন্টারন্যাশনালের ৫০২ নম্বর কক্ষে ওঠেন তারা। সেখানে গৃহবধূকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এছাড়াও তাকে বিবস্ত্র করে ভিডিও করেন।

ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বোরহানউদ্দিন উপজেলায় এসআই রাজিবের ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় এসআই রাজীবের বিরুদ্ধে ভোলা পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করেন ভুক্তভোগী। এ ছাড়া এসআই রাজীবের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী।

এ বিষয়ে এসআই রাজীব বলেন, অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তার মাধ্যমে গৃহবধূর সিঙ্গাপুর প্রবাসী সাবেক স্বামী তার অনৈতিক কর্মকাণ্ডে জানতে পারে। এ কারণে তাকে হয়রানি করতে মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

গাড়ি-বাড়ি নেই আখতারের, নগদ আগে যত টাকা

মরদেহের সঙ্গে মিলল অতিরিক্ত একটি পা, যা জানা গেল

শীতের মধ্যেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

খালেদা জিয়ায় জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান

আজ টানা ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

১৪ জানুয়ারি বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম

মর্টার শেল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

২ শতাধিক অভিবাসী নিয়ে নৌকাডুবি, ৭ জনের মৃত্যু

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী

১০

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১১

ফিল্মি কায়দায় ডাকাত দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, গ্রেপ্তার ২

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ৬

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫

২ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৬

গাজা চুক্তিতে তুরস্ক কী করবে, সে বিষয়ে প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

১৭

 নিখোঁজের পর বাড়ি ফিরে দেখেন বাবা-ভাইসহ অনেকে বেঁচে নেই 

১৮

বছরের শুরুতেই পাল্টাপাল্টি হামলার অভিযোগে রাশিয়া-ইউক্রেন

১৯

জমিয়ত থেকে বহিষ্কার নাসির উদ্দিন মুনির

২০
X