জামালপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে সন্তান প্রসব করেছেন সীমা বেগম (২৮) নামে এক ট্রেন যাত্রী।
শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে রেলওয়ে স্টেশন প্লাটফর্মে ওই নবজাতকের জন্ম হয়।
এ সময় জামালপুর জেলার নামের সঙ্গে মিল রেখে নবজাতক সন্তানের নাম রাখা হয় শাহ্ জামাল। রেলওয়ে থানার ওসি মো. গোলজার হোসেন ওই শিশুটির নামকরণ করেন। এমনকি প্ল্যাটফর্মে অবস্থানরত যাত্রীদের মাঝে মিষ্টিও বিতরণ করেন তিনি।
জামালপুর রেলওয়ে থানার ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ বাজার স্টেশনগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে স্বামী ও দুই সন্তানসহ বাড়ি ফিরছিলেন ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অন্তঃসত্ত্বা সীমা বেগম। ট্রেনটি জামালপুর রেল স্টেশনের কাছাকাছি এলে তার প্রসব বেদনা শুরু হয়।
তিনি আরও জানান, ট্রেনটি স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছালে বিষয়টি রেলওয়ে থানার নারী ও শিশু হেল্প ডেস্কের সহযোগিতায় তাকে নামিয়ে আনা হয়। কাপড় দিয়ে প্ল্যাটফর্মে একটি আবদ্ধ কক্ষ তৈরি করেন পুলিশ ও তৃতীয় লিঙ্গের এক সদস্য। পরে জামালপুর জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসককে নিয়ে আসেন পুলিশ। সেখানেই একটি ছেলে সন্তান প্রসব করেন ওই নারী। এ ঘটনায় পুরো থানা ও প্ল্যাটফর্ম এলাকায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
সীমা জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিকাপুর মাটিয়াখোলা এলাকার সাহাজুলের স্ত্রী। নবজাতক ও মা সুস্থ আছেন। সুস্থ হওয়ার পর তাদের একটি অ্যাম্বুলেন্সযোগে নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে জানান রেলওয়ের থানার ওসি।
মন্তব্য করুন