দুই বছরের কারাদণ্ড থেকে বাঁচতে ২৫ বছর পলাতক ছিলেন এক ব্যক্তি। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। শুক্রবার (২৫ আগস্ট) রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার আলমদিনা হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই আসামির নাম মো. আব্বাস উদ্দিন। তিনি কাছিয়াড়া গ্রামের বাসিন্দা। শনিবার (২৬ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, ১৯৯৮ সালে আব্বাসের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় জিআর মামলা হয়। ওই মামলায় চাঁদপুরের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানার রায় দেন।
গ্রেপ্তারের অভিযানে ফরিদগঞ্জ থানার এএসআই আমজাদ হোসেন নেতৃত্ব দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ওসি মো. আবদুল মান্নান।
মন্তব্য করুন