

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচন না করার ষড়যন্ত্র ও অজুহাত শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন করবেন।
বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টার দিকে নাটোরে এক শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এ নির্বাচনের সাড়ে ১৫ বছর আমরা রক্ত দিয়েছি। অনেক মায়ের বুক খালি হয়েছে। গণতন্ত্রের জন্য আমরা বহু ভাইদের হারিয়েছি। আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, দেশের স্থিতিশীলতা দেশের গণতন্ত্র স্বাভাবিক করতে জনপ্রতিনিধিমূলক সরকারের বিকল্প নাই। তাই শ্রমিক ভাইদের ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানাই।
নাটোর আলাইপুর জেলা বিএনপির কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল।
মন্তব্য করুন