রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৫, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

‘কলিজা টানি ছিঁড়ি ফেলব’ হুমকি দেওয়া বিএনপি নেতার নামে জিডি

শোকজপ্রাপ্ত বিএনপি নেতা আনিছুর রহমান। ছবি : সংগৃহীত
শোকজপ্রাপ্ত বিএনপি নেতা আনিছুর রহমান। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাটে ‘কলিজা টেনে ছিঁড়ে ফেলার’ হুমকি দেওয়া বিএনপি নেতা আনিছুর রহমানের নামে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ১০টায় মো. রুবেল মিয়া (২৬) নামের এক ব্যক্তি এই জিডির আবেদন করেন। পরে আবেদনটি সাধারণ ডায়েরি আকারে নথিভুক্ত করা হয়। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তসলিম উদ্দিন কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত আনিছুর রহমান রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক। অন্যদিকে ভুক্তভোগী রুবেল মিয়া উপজেলার সদর ইউনিয়নের চান্দামারী গ্রামের আবদুল মজিদ ওরফে বাচ্চুর ছেলে। তিনি বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন রাজারহাট শাখার বায়তুলমাল সম্পাদক।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ২১ এপ্রিল রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চতলার কুঁড়া ও নাখেন্দা বিল মাছ চাষের জন্য উন্মুক্ত ডাকের অনুষ্ঠানে বিএনপির ওই আহ্বায়ক (আনিছুর রহমান) ডাকে অংশ নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ইজারা হাতিয়ে নেন। এই নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এরপর গত মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার চান্দামারী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের কমিটি নিয়ে অভিভাবক সমাবেশে বিদ্যালয় কমিটির সভাপতি গঠনে অনিয়ম নিয়ে গ্রামবাসীর পক্ষে তিনি প্রতিবাদ জানান। পরে ওইদিন বিকেলে বিএনপির উপজেলা কমিটির আহ্বায়ক আনিছুর রহমান, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, চাকিরপশার ইউনিয়ন ছাত্রদল আহ্বায়ক জুয়েল রানাসহ দলীয় লোকজন তাকে থানা মোড়ে মুকুল ফার্মাসিতে তুলে নিয়ে এসে প্রাণনাশের হুমকি দেয়। এসময় তারা, ‘তোর কলিজা ছিঁড়ে নেব, চেন আমাকে, জামায়াতকে একেবারে নিশ্চিহ্ন করে দিব, চেনো বিএনপিকে?’ বলে হুমকি দেয়।

ওই ঘটনার একটি ৫২ সেকেন্ডের ভিডিও গত বুধবার ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (১ মে) কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদের স্বাক্ষর করা এক চিঠিতে আনিছুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

এদিকে ওই বিএনপি নেতাকে শোকজ নোটিশের পর নিরাপত্তার আশঙ্কায় জামায়াতের নেতা রুবেল মিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ভুক্তভোগী বলেন, মঙ্গলবার বিকেলে থানা মোড়ে আমায় ডেকে নিয়ে আনিছুর রহমানের নেতৃত্বে কয়েকজন আমাকে চড়-থাপ্পড় মারেন, লাঞ্ছিত ও গালিগালাজ করেন। তারা আমাকে প্রাণনাশের হুমকি দেন। নিরাপত্তা আশঙ্কায় আমি থানায় সাধারণ ডায়েরি করেছি।

এ বিষয়ে জানতে রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তসলিম উদ্দিন জানান, থানায় সাধারণ ডায়েরি হয়েছে। এখন ভুক্তভোগী ব্যক্তি (রুবেল মিয়া) চাইলে বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে সেই অনুযায়ী তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের মৃত্যুর খবরে প্রাণ গেল মায়ের, হাসপাতালে বাবা

হাত-পায়ের পর খণ্ডিত মাথা উদ্ধার

জঙ্গল সলিমপুরের ঘটনায় কালা বাচ্চু গ্রেপ্তার

এমন কাজ করিনি যে সেফ এক্সিট নিতে হবে : প্রেস সচিব

কেন্দ্র দখলের চিন্তা করলে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন : হাসনাত

সীমান্ত থেকে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

সন্ত্রাসী-চাঁদাবাজি চলবে না : ব্যারিস্টার খোকন

জবি সাংবাদিকতা বিভাগের সরস্বতী পূজার ব্যতিক্রমী থিম

গাজীপুরের সেই ঘটনায় গ্রেপ্তার ৫

আইসিজেতে রোহিঙ্গাদের ‌‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখ্যান বাংলাদেশের

১০

মাছের ঘের থেকে বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার

১১

টিকটক করতে বাধা দেওয়ায় গৃহবধূর কাণ্ড

১২

জামায়াত প্রার্থীকে শোকজ

১৩

‘জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, মৃত্যুকে ভয় করি না’

১৪

আন্দোলনে শহীদ জাকিরের মেয়ের বিয়েতে তারেক রহমানের উপহার

১৫

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে কবীর ভূঁইয়ার গণসংযোগ

১৬

ঢাকা কলেজে উত্তেজনা

১৭

প্রস্রাবের কথা বলে পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন আসামি

১৮

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন রবিউল

১৯

ব্র্যাক ইপিএল কর্পোরেট ক্রিকেটে সেনাবাহিনী ও ঢাকা ব্যাংকের জয়

২০
X