তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দেড় লাখ মানুষের জন্য ২ চিকিৎসক

৫০ শয্যা বিশিষ্ট তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটক। ছবি : কালবেলা
৫০ শয্যা বিশিষ্ট তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটক। ছবি : কালবেলা

ভোলার তজুমদ্দিন উপজেলার দেড় লাখ মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসাস্থল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। ২০১৯ সালে উপজেলাবাসীর উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু সে অনুযায়ী দেওয়া হয়নি প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও জনবল।

বর্তমানে চিকিৎসক ও জনবল সংকটের কারণে হাসপাতালটিতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা কার্যক্রম। এতে উপজেলার দূরদূরান্ত থেকে আসা রোগীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। ফলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ উপজেলার হতদরিদ্র মানুষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে কনসালটেন্ট ও মেডিকেল অফিসারের ১৫টি পদে কর্মরত রয়েছেন মাত্র দুজন, এ ছাড়া নার্স ও মিডওয়াইফ ৩১টি পদ থাকলেও কর্মরত আছেন ১২ জন, প্যাথলজিস্ট পদে দুটি পদই শূন্য রয়েছে এবং তৃতীয় শ্রেণির ৬৬টি পদের বিপরীতে শূন্য রয়েছে ২৯টি। স্বাস্থ্য কমপ্লেক্সটির একদিকে যেমন জনবল সংকট অন্যদিকে রয়েছে সরঞ্জামাদি ও টেকনিশিয়ানের সংকট। লোকবলের অভাবে অপারেশন থিয়েটার, এক্সরে, ইসিজি আল্ট্রাসনোগ্রাম মেশিনগুলো পড়ে আছে অচলাবস্থায়।

চিকিৎসা নিতে আসা মো. জসিমসহ কয়েকজন জানান, জেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দূরে হওয়ার কারণে এখানে বাধ্য হয়ে চিকিৎসাসেবা নিতে হচ্ছে। আর সে কারণে অনেক রোগীদেরকে থাকতে হচ্ছে ঝুঁকির মধ্যে। এ ছাড়া হাসপাতালটিতে এক্সরে, আল্ট্রাসনোগ্রাম মেশিন অকেজো থাকায় ও টেকনিশিয়ানের অভাবে অনেক পরীক্ষা-নিরীক্ষা বাইরে থেকে করাতে হয় এখানে ভর্তিকৃত রোগীদের। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এখানে সেবা নিতে আসা রোগীরা।

হাসপাতালে কর্তব্যরত সিনিয়র নার্স মিশু দত্ত জানান, নার্স, ডাক্তার ও জনবল সংকটের কারণে ওয়ার্ডে রোগীদের কাঙ্ক্ষিত সেবা প্রদান করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তার পরও ভর্তিকৃত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে চেষ্টা করছেন তারা।

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত হোসেন জানান, চিকিৎসক ও জনবল সংকটের কারণে হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃবিভাগের প্রতিদিন দুই থেকে আড়াইশ রোগীদের মানসম্মত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে আমাদের। সংকট নিরসনে কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পথ হারিয়ে ফেলেছেন’ নেতানিয়াহু

ভয়ংকর ক্ষেপণাস্ত্র ওরেশনিক নিয়ে নামছে বেলারুশ-রাশিয়া

ফুটবল খেলা কেন্দ্র করে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সর্বপ্রথম কী সৃষ্টি করেছিলেন আল্লাহ তায়ালা

চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস 

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ আজ

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে চাকরি, আবেদন করবেন যেভাবে

ছেলে মাদকাসক্ত, অতিষ্ঠ হয়ে পুলিশে দিলেন মা

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরায়েল’ ভাবনায় ক্ষুব্ধ জর্ডান

১০

১৪ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শুরু আজ

১২

আমাদের ৩ জন শেখ মুজিব রয়েছে : মির্জা গালিব

১৩

আরও গভীর হচ্ছে রাশিয়া-ইরান-চীন-উত্তর কোরিয়ার সম্পর্ক

১৪

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় 

১৫

দুই শিক্ষার্থীসহ ৪ জনের প্রাণহানি, দুই গাড়িতে ছিল না ফিটনেস

১৬

১৪ আগস্ট : টিভিতে আজকের খেলা

১৭

১৪ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৮

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৯

ক্ষমতায় থাকাকালীন আ.লীগ দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে বানিয়েছিল : নীরব

২০
X