জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী ফরহাদ হোসেন আফনান ও ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী আসাদুজ্জামান রিমন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
শনিবার (২ আগস্ট) সংগঠনটির উপাদেষ্টা পরিষদ এ কমিটি অনুমোদন করে।
কমিটিতে সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুন, সহসভাপতি হিসেবে রয়েছেন আলী আজগর, মোসলেউদ্দিন, আবরার ফাইয়াজ, মারজানা আক্তার ইলমা এবং রুপা সাহা ।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জিহাদ হোসেন, আতাউল্লাহ আহাদ, মেহেরাব অপি, একেএম আব্দুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মো. হাসিব, রোকান আমির, লামিয়া আক্তার, শরীফ শাহরিয়ার, ছন্দা দাস, খাদিজা আক্তার, মঙ্গল আলমগীর, তানভীর মাহমুদ, শাকিল হাওলাদার, ছোটন রায়, সাইফুর রহমান সোহাগ, শাহাবুদ্দিন আহমেদ, মাহাদী হোসেন এবং তাহসান আহমেদ জুষান।
সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মেহেদী হাসান নাঈম। সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন রায়হান, তানভীর আহমেদ, আতিকুর রহমান এবং আলী আকরাম মনোনীত হয়েছেন। দপ্তর সম্পাদক হয়েছেন রেজাউল করিম সাগর।
কমিটির অন্যরা হলেন- প্রচার সম্পাদক : আব্দুল্লাহ তাহমিম; অর্থ সম্পাদক : মো. মুরাদ; ছাত্রীবিষয়ক সম্পাদক : আফরিন সাদিয়া; শিক্ষাবিষয়ক সম্পাদক : রাকিব হোসাইন; ধর্মবিষয়ক সম্পাদক : মো. শাওন; আইনবিষয়ক সম্পাদক : আলামিন ইসলাম; ক্রীড়াবিষয়ক সম্পাদক : আরমান শাহরিয়ার; আপ্যায়নবিষয়ক সম্পাদক : আসাদুল্লাহ; সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক : মাইনুদ্দিন মাহি; প্রকাশনাবিষয়ক সম্পাদক : মো. তালহা; বিজ্ঞানবিষয়ক সম্পাদক : মোহাম্মদ তানভীর ও পরিবেশবিষয়ক সম্পাদক : মাইনুল ইসলাম।
সদস্য হিসেবে রয়েছেন- মো. শামীম, আব্দুল হালিম, মো. রাব্বি, রাশিদা আনান, ইসরাত জাহান ইভা, সুরভী আক্তার প্রিয়াঙ্কা, মালিয়া আক্তার, মুদিত তয়ন, তামিম, শুয়াইব আহমেদ, হাসিবুর রহমান হৃদয়, অধিরা হাওলাদার, তানভীর আহমেদ, তামিম হাসান, নেয়ামতউল্লাহ শুয়াইব, আরেষা তালুকদার, সুমাইয়া আফরিন সুমু, সাজিদ এবং আজিজুল ইসলাম নাফিস।
এর আগের আহ্বায়ক কমিটি প্রধান উপদেষ্টা ও অন্য সব উপদেষ্টার সিদ্ধান্ত অনুযায়ী বিলুপ্ত করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি ফরহাদ হোসেন (আফনান) বলেন, ‘ভোলা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের সুযোগ সুবিধায় পাশে থাকাসহ তাদের সর্বাত্মক সহযোগিতা এবং দেশ ও জাতি গঠনে এই সংগঠন ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।’
সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিমন বলেন, ‘আমাদের এই সংগঠন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবে এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখবে।’
মন্তব্য করুন