তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

৬ মাস ধরে বন্ধ হাসপাতালে অক্সিজেন সরবরাহ, বিপাকে তাড়াশবাসী 

তাড়াশ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। ইনসেটে হাইফ্লো নাসাল ক্যানুলাসমৃদ্ধ সেন্ট্রাল অক্সিজেন। ছবি : কালবেলা
তাড়াশ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। ইনসেটে হাইফ্লো নাসাল ক্যানুলাসমৃদ্ধ সেন্ট্রাল অক্সিজেন। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের হাইফ্লো নাসাল ক্যানুলাসমৃদ্ধ সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম (সিওএসএম) প্রায় ছয় মাসের অধিক সময় ধেরে বিকল হয়ে পড়ে আছে। প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে আসা উল্লেখযোগ্যসংখ্যক মুমূর্ষু রোগীকে দায়িত্বরত চিকিৎসকরা সংকটাপন্ন রোগীর জীবন বাঁচাতে প্রয়োজনের সময় অক্সিজেন সরবরাহ করতে পারছেন না। এতে মুমূর্ষু রোগীরা হাইফ্লো অক্সিজেন না পেয়ে জীবন ঝুঁকিতে পড়ছেন। ফলে এ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাড়াশ উপজেলাবাসী।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের দাবি, হাইফ্লো নাসাল কানুলা সমৃদ্ধ সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেমের মাধ্যমে সংকটাপন্ন রোগীর জীবন বাঁচাতে প্রয়োজনের সময় সরকারি বরাদ্দ পাওয়া ছোট আকারের অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে মুমূর্ষু রোগীদের স্বাভাবিকভাবে অক্সিজেন দেওয়া হচ্ছে।

জানা গেছে, ২০২১ সালের গোড়ার দিকে অবকাঠামো উন্নয়ন উপপ্রকল্প (আইএনএফএসপি) আওতায় প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের হাইফ্লো নাসাল ক্যানুলাসমৃদ্ধ সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম (সিওএসএম) বাস্তবায়ন করা হয়। মূলত স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত প্রতিটি অক্সিজেন সিলিন্ডারে এক হাজার ৩৬০ লিটার অক্সিজেন পূর্ণ মোট ১০টি অক্সিজেন সিলিন্ডার থাকে, যা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু, নারী ও পুরুষ রোগীর ওয়ার্ডের ৩০টি শয্যার সঙ্গে এ অক্সিজেন সরবরাহ সংযোগ আছে। চিকিৎসকরা প্রয়োজনের সময় শ্বাসকষ্ট, প্রসূতি মা শিশু, হৃদরোগীসহ সংকটাপন্ন শিশু, নারীসহ রোগীদের জীবনের ঝুঁকি না নিয়ে মুমূর্ষু রোগী প্রয়োজনের অক্সিজেন দিতে পারতেন। যা আর ছয় মাসের বেশি সময় থেকে বিকল পড়ে থাকায় রোগীদের প্রয়োজনের সময় কাজে আসছে না।

সরেজমিনে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেমে অক্সিজেন পূর্ণ মোট ১০টি অক্সিজেন সিলিন্ডার আছে। তবে লিকেজ বা ছিদ্র থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীর ওয়ার্ডের অক্সিজেন সরবরাহ সংযোগ বিঘ্ন ঘটছে। পাশাপাশি পূর্বে অক্সিজেন পূর্ণ মোট ১০টি অক্সিজেন সিলিন্ডারে থাকা অক্সিজেন দিয়ে টানা প্রায় দেড় থেকে দুই মাস মুমূর্ষু রোগীদের অক্সিজেন সরবরাহ করা সম্ভব হতো। কিন্তু অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন সরবরাহ সংযোগগুলোতে বহু লিকেজ বা ছিদ্র থাকায় তা মেরামত না করায় ফলে তা আপনা-আপনি বের হয়ে যায়। ফলে দেড় থেকে দুই মাস চলা অক্সিজেন সিলিন্ডারগুলো দিন কয়েকের মধ্যেই অক্সিজেন শূন্য হয়ে যায়। আবার ত্রুটিপূর্ণ অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনও তোলা হচ্ছে না। এ কারণে প্রায় ছয় মাস ধরে বিকল হয়ে পড়ে আছে অক্সিজেন সাপ্লাই সিস্টেম।

উপজেলার মাধাইনগর ইউনিয়নের সনগইপাড়া গ্রামের ঋতুপনা জানান, গত সোমবার আমার মেয়ে মৌমিতা (৪) শ্বাসকষ্টের সমস্যা হলে তাকে নিয়ে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক জানায় অক্সিজেন নাই। পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করি।

তাড়াশ পৌর এলাকার বাসিন্দা মো. শফিউল হক বাবলু জানান, ইতিপূর্বে মেয়ের চিকিৎসায় স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত অক্সিজেন সাপ্লাই সিস্টেমে অনেক উপকার পেয়েছি। বিশেষ করে শ্বাসকষ্টের সময় অক্সিজেন সরবরাহ পেয়ে আমার মেয়ে দ্রুতই স্বাভাবিক হয়ে যেতেন। কিন্তু সেবাটি বন্ধ থাকায় ছোট আকারে অক্সিজেন সিলিন্ডার দিয়ে অক্সিজেন দিলেও শ্বাসকষ্টের রোগীদের বেশি সময় কষ্ট পোহাতে হচ্ছে। তিনি জরুরিভাবে অক্সিজেন সাপ্লাই সিস্টেমের ত্রুটি মেরামতের দাবি জানান।

এ বিষয়ে তাড়াশ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এরফান আহমেদ সোহেল জানান, জরুরিভাবে স্বাস্থ্য কমপ্লেক্সের বিকল সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেমের ত্রুটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১০

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১১

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১২

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৩

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৪

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১৫

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১৬

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৭

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১৮

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১৯

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

২০
X