তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

৬ মাস ধরে বন্ধ হাসপাতালে অক্সিজেন সরবরাহ, বিপাকে তাড়াশবাসী 

তাড়াশ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। ইনসেটে হাইফ্লো নাসাল ক্যানুলাসমৃদ্ধ সেন্ট্রাল অক্সিজেন। ছবি : কালবেলা
তাড়াশ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। ইনসেটে হাইফ্লো নাসাল ক্যানুলাসমৃদ্ধ সেন্ট্রাল অক্সিজেন। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের হাইফ্লো নাসাল ক্যানুলাসমৃদ্ধ সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম (সিওএসএম) প্রায় ছয় মাসের অধিক সময় ধেরে বিকল হয়ে পড়ে আছে। প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে আসা উল্লেখযোগ্যসংখ্যক মুমূর্ষু রোগীকে দায়িত্বরত চিকিৎসকরা সংকটাপন্ন রোগীর জীবন বাঁচাতে প্রয়োজনের সময় অক্সিজেন সরবরাহ করতে পারছেন না। এতে মুমূর্ষু রোগীরা হাইফ্লো অক্সিজেন না পেয়ে জীবন ঝুঁকিতে পড়ছেন। ফলে এ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাড়াশ উপজেলাবাসী।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের দাবি, হাইফ্লো নাসাল কানুলা সমৃদ্ধ সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেমের মাধ্যমে সংকটাপন্ন রোগীর জীবন বাঁচাতে প্রয়োজনের সময় সরকারি বরাদ্দ পাওয়া ছোট আকারের অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে মুমূর্ষু রোগীদের স্বাভাবিকভাবে অক্সিজেন দেওয়া হচ্ছে।

জানা গেছে, ২০২১ সালের গোড়ার দিকে অবকাঠামো উন্নয়ন উপপ্রকল্প (আইএনএফএসপি) আওতায় প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের হাইফ্লো নাসাল ক্যানুলাসমৃদ্ধ সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম (সিওএসএম) বাস্তবায়ন করা হয়। মূলত স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত প্রতিটি অক্সিজেন সিলিন্ডারে এক হাজার ৩৬০ লিটার অক্সিজেন পূর্ণ মোট ১০টি অক্সিজেন সিলিন্ডার থাকে, যা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু, নারী ও পুরুষ রোগীর ওয়ার্ডের ৩০টি শয্যার সঙ্গে এ অক্সিজেন সরবরাহ সংযোগ আছে। চিকিৎসকরা প্রয়োজনের সময় শ্বাসকষ্ট, প্রসূতি মা শিশু, হৃদরোগীসহ সংকটাপন্ন শিশু, নারীসহ রোগীদের জীবনের ঝুঁকি না নিয়ে মুমূর্ষু রোগী প্রয়োজনের অক্সিজেন দিতে পারতেন। যা আর ছয় মাসের বেশি সময় থেকে বিকল পড়ে থাকায় রোগীদের প্রয়োজনের সময় কাজে আসছে না।

সরেজমিনে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেমে অক্সিজেন পূর্ণ মোট ১০টি অক্সিজেন সিলিন্ডার আছে। তবে লিকেজ বা ছিদ্র থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীর ওয়ার্ডের অক্সিজেন সরবরাহ সংযোগ বিঘ্ন ঘটছে। পাশাপাশি পূর্বে অক্সিজেন পূর্ণ মোট ১০টি অক্সিজেন সিলিন্ডারে থাকা অক্সিজেন দিয়ে টানা প্রায় দেড় থেকে দুই মাস মুমূর্ষু রোগীদের অক্সিজেন সরবরাহ করা সম্ভব হতো। কিন্তু অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন সরবরাহ সংযোগগুলোতে বহু লিকেজ বা ছিদ্র থাকায় তা মেরামত না করায় ফলে তা আপনা-আপনি বের হয়ে যায়। ফলে দেড় থেকে দুই মাস চলা অক্সিজেন সিলিন্ডারগুলো দিন কয়েকের মধ্যেই অক্সিজেন শূন্য হয়ে যায়। আবার ত্রুটিপূর্ণ অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনও তোলা হচ্ছে না। এ কারণে প্রায় ছয় মাস ধরে বিকল হয়ে পড়ে আছে অক্সিজেন সাপ্লাই সিস্টেম।

উপজেলার মাধাইনগর ইউনিয়নের সনগইপাড়া গ্রামের ঋতুপনা জানান, গত সোমবার আমার মেয়ে মৌমিতা (৪) শ্বাসকষ্টের সমস্যা হলে তাকে নিয়ে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক জানায় অক্সিজেন নাই। পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করি।

তাড়াশ পৌর এলাকার বাসিন্দা মো. শফিউল হক বাবলু জানান, ইতিপূর্বে মেয়ের চিকিৎসায় স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত অক্সিজেন সাপ্লাই সিস্টেমে অনেক উপকার পেয়েছি। বিশেষ করে শ্বাসকষ্টের সময় অক্সিজেন সরবরাহ পেয়ে আমার মেয়ে দ্রুতই স্বাভাবিক হয়ে যেতেন। কিন্তু সেবাটি বন্ধ থাকায় ছোট আকারে অক্সিজেন সিলিন্ডার দিয়ে অক্সিজেন দিলেও শ্বাসকষ্টের রোগীদের বেশি সময় কষ্ট পোহাতে হচ্ছে। তিনি জরুরিভাবে অক্সিজেন সাপ্লাই সিস্টেমের ত্রুটি মেরামতের দাবি জানান।

এ বিষয়ে তাড়াশ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এরফান আহমেদ সোহেল জানান, জরুরিভাবে স্বাস্থ্য কমপ্লেক্সের বিকল সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেমের ত্রুটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শঙ্কা দূর না হলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ : দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা

বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবার শপথ নিলেন নীতিশ কুমার

আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ

সাকিব আল হাসানকে দুদকে তলব

হাজিরা দিতে এসে ছাত্রদল নেতা রক্তাক্ত 

মেজর সিনহা হত্যা / ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

আরও ১ নেতাকে ‘সুখবর’ দিল বিএনপি

সন্তানের কোন কোন আমলে মৃত মা-বাবার গোনাহ মাফ হয়? জেনে নিন

শিক্ষিকা স্ত্রীর মামলায় শিক্ষক স্বামী কারাগারে

১০

রাঙামাটিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতালও প্রত্যাহার

১১

দিনেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, একের পর এক বিস্ফোরণ

১২

ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় কমেছে স্বর্ণের দাম

১৩

যে গোনাহ একবার করার সাজা ১০ গুণেরও বেশি!

১৪

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ

১৫

বিপিএল : বড় চমক দেখাল ঢাকা ক্যাপিটালস

১৬

তারেক রহমানের জন্মদিনে ড্যাবের দোয়া মাহফিল

১৭

ফিলিস্তিনিদের সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১৮

স্কুলছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, থানায় গেলেন প্রথম স্ত্রী

১৯

দুবাই এয়ারশোতে রাশিয়ার স্টেলথ ফাইটারের তাক লাগানো প্রদর্শনী

২০
X