ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে আরও ১৪ রোহিঙ্গা আটক

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে আটক রোহিঙ্গা। ছবি : কালবেলা
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে আটক রোহিঙ্গা। ছবি : কালবেলা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। বুধবার (৭ মে) ভোরে উপজেলার ভাওয়ারগুড়ি সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে উপজেলার চরভুরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজারে শিশুসহ ১৪ জন অপরিচিত নারী পুরুষকে ঘুরতে দেখে জিজ্ঞাসাবাদে তাদের কথায় সন্দেহ হলে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। পরে বিজিবির সদস্যরা এসে তাদের আটক করে প্রথমে ভাওয়ালকুড়ি বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। পরে আটককৃতদের সোনাহাট বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

চর ভূরুঙ্গামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, স্থানীয়রা অপরিচিত ১৪ জন লোককে আটক করে আমার কাছে নিয়ে আসে পরে আমি বিজিবিকে খবর দেই। তারা সবাই ভারত থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছে বলে জানিয়েছে।

এদিকে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে আটককৃতরা রোহিঙ্গা বলে জানানো হয়। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীন ভাওয়ালকুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত হতে আজ ৭ মে আনুমানিক সকাল ৬টায় আনুমানিক ৩ কিমি বাংলাদেশের অভ্যন্তরে চরভুরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার হতে ১৪ জন বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে আটক করে বিজিবি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দালালের মাধ্যমে ভালো কাজের আশ্বাসের ভিত্তিতে আটককৃত নাগরিকগণ কুড়িগ্রাম জেলায় আগমন করে। তারা কক্সবাজার জেলায় উখিয়ার কুতুপালং ক্যাম্পে আশ্রয়নরত ছিল। ঘটনার বিস্তারিত অনুসন্ধানের কার্যক্রম চলমান রয়েছে।

বুধবার বিকেল পৌনে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি বিজিবি।

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ কালবেলাকে বলেন, ১৪ জন রোহিঙ্গাকে আটকের খবর বিজিবি কর্তৃক মোবাইল ফোনে জানানো হয়েছে। এখন পর্যন্ত আটককৃতদের থানায় সোপর্দ করা হয়নি।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায় ৮ নারী শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে। তারা সবাই রোহিঙ্গা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ককটেল বিস্ফোরণ

থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

বাংলাদেশ-ভারত ম্যাচের আগে মধ্যরাতে হামজার পোস্ট

‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রারকে থানায় সোপর্দ

ইতালিতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: জাতিসংঘ

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত যে ৩২ দলের

‘হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেদিন কার্যকর হবে, সেদিন আমি আনন্দিত হবো’

সাবেক এমপি হারুনের বক্তব্যের প্রতিবাদ জাতীয় হিন্দু মহাজোটের

সড়ক অবরোধের অভিযোগে দুই ছাত্রলীগ নেতা আটক

১০

দণ্ডিতদের বক্তব্য প্রচার না করার অনুরোধ সাইবার নিরাপত্তা এজেন্সির

১১

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

১২

রায়ে ‘ন্যায় বিচার’ প্রতিষ্ঠা পেয়েছে : বিএনপি

১৩

বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, আছেন যারা

১৪

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

১৫

গাজীপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৬

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-ছেলেকে পেটাল গ্রাম পুলিশ

১৭

বিএনপির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান মারা গেছেন

১৮

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট দূর হবে না : কফিল উদ্দিন

১৯

পটুয়াখালীতে বিএনপির প্রস্তাবিত নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

২০
X