সাভারে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভোলা জেলার চরফ্যাশন থানার উসমান নগর গ্রামের মো. হোসেন (৫৫) ও শরীয়তপুর জেলার জাজিরা থানার ধলু শেখের ছেলে সায়াত শেখ (৩৫)। তারা দুজনই কর্মসূত্রে রাজধানীতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সওগাতুল আলম।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঠিকানা পরিবহনের একটি বাস আরিচাগামী লেনে যাত্রী তোলার জন্য দাঁড়িয়েছিল। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক এসে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসে থাকা হোসেন ও সায়াত গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার সুপার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি সওগাতুল আলম জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। তবে ট্রাক ও বাস জব্দ করা হয়েছে। অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন