মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৯:৪৪ এএম
আপডেট : ০৯ মে ২০২৫, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ
এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা

নিহত ৪ জনের দুজন ছিলেন মসজিদের ইমাম

নিহতের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
নিহতের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের একই পরিবারের নিহত ৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন ছিলেন মসজিদের ইমাম।

বৃহস্পতিবার (৮ মে) রাতে মাদারীপুর সদর উপজেলার উত্তর দুধখালী ইউনিয়নের মিঠাপুর গ্রামে নিহতদের বাড়িতে গেলে এ তথ্য জানান স্থানীয়রা। তারা স্থানীয় দুটি মসজিদে ইমামতি করে সংসার চালাতেন।

সড়ক দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন ৫ জন ও আহত হয়েছেন অন্তত আরও ৩ জন। এ ঘটনায় এলাকাজুড়ে চলছে শোকের মাতম। নিহত পরিবারের স্বজনদের আহাজারিতে ভারি হয়েছে আকাশ-বাতাস।

নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামের মাওলানা সামাদ ফকির, তার ছেলে হাফেজ বিল্লাল ফকির, স্ত্রী সাহেদা বেগম, মেয়ে আফসানা আক্তার এবং এ্যাম্বুলেন্স চালক মাহবুব সরদার।

সরেজমিন দেখা গেছে, নিহত সামাদ ফকিরের বাড়ির পাশেই খোঁড়া হয়েছে ৪টি কবর। সামাদ ও তার স্ত্রী, ছেলে ও মেয়েকে পাশাপাশি দাফন করবেন এলাকাবাসী ও স্বজনরা।

পুলিশ, স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সে করে অন্তঃসত্ত্বা স্ত্রী রোজিনা বেগমকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন হাফেজ বিল্লাল ফকির ও তার পরিবারের সদস্যরা। পথিমধ্যে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা তালুকদার পাম্পের সামনে এলে অ্যাম্বুলেন্সটির চাকা ফেটে যায়। এ সময় মেরামত করার জন্য রাস্তার পাশে থামিয়ে রাখা হয়। পরে চাকা পাল্টানোর সময় পেছন থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে একই পরিবারের ৪ জনসহ ৫ জন মারা যায়।

তবে ভাগ্যক্রমে বেঁচে যান অন্তঃস্বত্তা গৃহবধূ রোজিনা আক্তার। পরে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার সিজার করানো হয়। এ সময় তার এক পুত্র সন্তানের জন্ম হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শারাফ উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে একই পরিবারের ৪ জন রয়েছে। আমরা বাসচালকের শাস্তি চাই এবং সরকারের কাছে অনুরোধ নিহতদের পরিবারকে যেন অর্থিক সহযোগিতা করা হয়।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। নিহতের পরিবার আবেদন করলে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধ্যাপক বারকাতের মুক্তি দাবি ১১৯ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-বুদ্ধিজীবীর

নির্বাচন নিয়ে এখনই পরীক্ষা-নিরীক্ষা নয় : আলাল

মার্কিন প্রতিনিধিদের ভারত সফর বাতিল

মহাখালীতে পেট্রল পাম্পে ভয়াবহ আগুন

ইরানের পাশে রাশিয়া-চীন, ইউরোপের তিন দেশের সঙ্গে উত্তেজনা চরমে

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু অক্টোবরে

ছোট্ট যে আমলে মাফ হয় ১০০ গোনাহ

আসন ভাগাভাগি নিয়ে কী বললেন নজরুল ইসলাম খান

অঙ্কনকে অধিনায়ক করে চারদিনের ম্যাচের দল ঘোষণা

ভরাডুবি হবে বলেই কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না : দুদু

১০

আয়কর রিটার্ন নিয়ে এনবিআরের নতুন নির্দেশনা জারি

১১

দুই অধিদপ্তরে নতুন ডিজিসহ প্রশাসনিক পদে রদবদল

১২

ক্রিকেট ব্যাটে ইয়াবা বহন, বিমানবন্দরে আটক দুই যুবক

১৩

আম কি ডায়াবেটিসের জন্য ভালো? গবেষণায় উঠে এলো নতুন তথ্য

১৪

জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক জাহিদ

১৫

দুদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে ১৫ টাকা

১৬

পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির

১৭

ফারুকীর শারীরিক অবস্থা জানিয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

১৮

তারকারা অজান্তেই নিজস্ব সত্তা হারিয়ে ফেলেন : সোনাক্ষী সিনহা

১৯

মেট্রোরেল লাইন-১ / খরচ বেড়েছে ১০ হাজার কোটি টাকা, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ 

২০
X