সুনামগঞ্জের মধ্যনগরে যুবদল নেতা সাহেলের একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে গোটা উপজেলায় চলছে আলোচনা-সমালোচনা। তবে কে বা কারা ভিডিওটি ছড়িয়েছেন সে বিষয়ে কিছুই নিশ্চিত হওয়া যায়নি।
সাহেল মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রৌহা গ্রামের মৃত ইসরাইল হোসেনের ছেলে রায়হান উদ্দিন সাহেল (৪৪)। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রথমে ‘কলেজ সার্কাজম-নেত্রকোনা’ ও পরে ‘মধ্যনগর মিডিয়া’ নামের পেজ থেকে ভিডিওটি ছড়ানো হয়।
ভিডিওতে দেখা যায়, যুবদল নেতা একটি কক্ষে নগ্ন অবস্থায় শুয়ে আছেন এবং আপত্তিকর কর্মকাণ্ড করছেন। তাছাড়া কয়েকটি অডিও রেকর্ডে তাকে অশ্লীল ভাষায় কথা বলতে শোনা যায়। আরেকটি ভিডিওতে তার ম্যাসেঞ্জারে অশোভন কথোপকথনের ভিডিও দেখা যায়।
দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন ছাত্রদলের কয়েকজন নারী কর্মী জানান, সাহেল বিভিন্ন সময় মেয়েদের কুপ্রস্তাব দেন। আমাদেরকে অনেক সময় তিনি এমন প্রস্তাব দিয়েছেন। আমরা রাজি না হওয়ায় আমাদেরকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দেন। তিনি ৫ আগস্টের পর থেকে উপজেলার মাদক ব্যবসাসহ বিভিন্ন অবৈধ কাজের শেল্টারদাতা।
মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিহাদ গনি তালুকদার বলেন, সোহেল আরও আগে থেকেই এসব খারাপ কাজ করে আসছেন। কিন্তু জেলা যুবদল কোনো ব্যবস্থা নিচ্ছে না।
উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল বলেন, সাহেলের ভিডিওটি আমিসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা দেখেছেন। আমরা সবাই দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেব।
সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আমিনুর রশিদ আমিন বলেন, আমি ঢাকায় ছিলাম, এ বিষয়ে কিছু জানি না। সাহেলের বিরুদ্ধে যদি এমন অনৈতিক কাজ করার প্রমাণ পাওয়া যায় তাহলে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে জানতে যুবদল নেতা রায়হান উদ্দিন সাহেলের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি।
মন্তব্য করুন