রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত

বাড়ির উঠানে রাখা তিনটি মরদেহের জন্য আনা হচ্ছে খাটিয়া। ছবি : কালবেলা
বাড়ির উঠানে রাখা তিনটি মরদেহের জন্য আনা হচ্ছে খাটিয়া। ছবি : কালবেলা

রংপুরের কাউনিয়া উপজেলায় বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (১৩ মে) সকাল পৌনে নয়টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের বেইলি ব্রিজ এগ্রিকালচার অ্যান্ড পলিটেকনিক ইন্সটিটিউটের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুবি (৩৬), আফসানা আকতার সিনহা (১৬) ও রাহাত (২)। আহত হন আশরাফুল ইসলাম। তারা সবাই একই পরিবারের সদস্য। আফসানা মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এবারের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় কাউনিয়া মোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল সে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে উত্তর মহেশা গ্রামে অসুস্থ শিশু সন্তানকে ডাক্তার দেখাতে স্ত্রীসহ কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন আশরাফুল ইসলাম। এ সময় এসএসসি পরীক্ষার্থী ভাতিজির পরীক্ষাকেন্দ্র পাশেই হওয়ায় তাকে মোটরসাইকেলে তুলে নেন চাচা আশরাফুল। বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের বেইলি ব্রিজ এগ্রিকালচার অ্যান্ড পলিটেকনিক ইন্সটিটিউটের পাশে রাস্তায় আকস্মিকভাবে একটি মাইক্রোবাস ব্রেক করে। এ সময় বাসটির পিছনে আরেকটি থ্রি হুইলার মাহিন্দ্রা ব্রেক করে। একই সময়ে মোটরসাইকেল ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বামদিকে পড়ে যান আশরাফুল। আর ডানদিকে রাস্তার উপর স্ত্রী, ভাতিজি ও ছেলে পড়ে যায়। এ সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস তাদের চাপা দিয়ে গেলে ঘটনাস্থলে মারা যায় তিনজন।

দুর্ঘটনাস্থলের পাশে ভুট্টাক্ষেতে কাজ করছিলেন কৃষক আলম মিয়া। তিনি কালবেলাকে বলেন, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই তিনি সেখানে ছুটে গিয়ে দেখেন আহত মোটরসাইকেলচালক লাশগুলোকে টেনে রাস্তার পাশে নেওয়ার চেষ্টা করছেন। তবে তিনি যাওয়ার আগেই বাসটি চলে যায়।

সরেজমিনে মঙ্গলবার দুপুরে উত্তর মহেশা গ্রামে নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায়, পুরো গ্রামজুড়ে আর্তনাদ আর আহাজারি। বাড়ির উঠানে রাখা হয়েছে তিনটি মরদেহ ও খাটিয়া। মরদেহের পাশে কান্নায় ভেঙে পড়েন স্বজন আর প্রতিবেশীরা।

এদিকে কাউনিয়া থানা পুলিশ নিহতদের মরদেহ নিতে তাদের বাসায় এলে পরিবার ও স্থানীয়রা বাধা দেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুরতহাল করতে চিকিৎসক সেখানে আসেন। আগামীকাল বুধবার (১৪ মে) সকালে মীরবাগ বাজারে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধের ডাক দিয়েছেন স্থানীয়রা।

কাউনিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহানুর আলম বলেন, পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে ঘটনাস্থলে আশরাফুল ইসলামের মোটরসাইকেলের সামনে একটি মাইক্রোবাস ছিল। তখন তিনি মোটরসাইকেল ব্রেক করলে তারা ছিটকে পড়ে। পরে একটি বাস তাদের পেছনদিক দিয়ে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যায়। তারা ঘাতক বাসটি আটক করার চেষ্টা করছেন। এ ঘটনায় সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিআরে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্ক মুক্ত হবে : ডা. তাহের

৯ দফা দাবি রাবি শিক্ষক-কর্মকর্তাদের

‘এক বাড়ির এতগুলো কবর খোঁড়ার কাম আগে কোনোদিন করিনি’

কে কাকে দিয়ে ক্ষমতায় আসবেন সেই প্রতিযোগিতা ভুলে যান : রেজাউল করিম

‘জয় বাংলা’ গানে বিভ্রান্তি, আ.লীগ ভেবে ছাত্র-জনতার অনুষ্ঠানে হামলা

রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন, তারিখ ঘোষণা

চিকিৎসা পেশা নিয়ে মন্তব্যের জন্য ড. আসিফ নজরুলকে ক্ষমা চাইতে হবে : ড্যাব

রাকসু নির্বাচন / ভোটারের ৩৯ শতাংশই নারী, প্রার্থিতার আলোচনায় দুজন

জন্মাষ্টমীতে কেশবপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

জুলাই সনদের খসড়ায় যা আছে

১০

বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি, ডুবেছে ফসলি জমি

১১

আটলান্টিকে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’, কখন কোথায় আঘাত হানবে 

১২

বাঘায় খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

১৩

চাঁদার দাবিতে কারখানায় হামলা, আহত ৫

১৪

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিএনপির দোয়া

১৫

কোচিংয়ে অস্ত্র-বিস্ফোরক, খায়রুজ্জামান লিটনের ভাইসহ আটক ৩

১৬

বিএনপির পক্ষে পাবনা-১ আসনে সাংবাদিক এম এ আজিজের প্রচারণা

১৭

জুলাই সনদ বাস্তবায়নে ৮ অঙ্গীকারনামা

১৮

‘এই দেশ সবার’ জন্মাষ্টমীর শোভাযাত্রা থেকে সম্প্রীতির আহ্বান

১৯

ঢাকা-চট্টগ্রাম পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু

২০
X