বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৪:৪২ এএম
অনলাইন সংস্করণ

সীমান্তে ‘পুশইন’ করা সেই ৪৪ বাংলাদেশিকে থানায় হস্তান্তর

বড়লেখা সীমান্তে আটক ৪৪ বাংলাদেশিকে থানায় হস্তান্তর। ছবি : কালবেলা
বড়লেখা সীমান্তে আটক ৪৪ বাংলাদেশিকে থানায় হস্তান্তর। ছবি : কালবেলা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ বিএসএফের পুশইন হওয়া আরও ৪৪ জনকে আটকের পর দিনব্যাপী জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ মে) সন্ধ্যা ৭টায় তাদের হস্তান্তর করে বিজিবি-৫২ ব্যাটালিয়ন।

এর আগে ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর পাল্লাথল সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ঠেলে পাঠায় (পুশইন)। এসময় বিজিবি তাদের আটক করে শাহবাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের কক্ষে দীর্ঘ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে নিশ্চিত হয় আটককৃতরা বাংলাদেশি নাগরিক।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর পাল্লাথল সীমান্ত এলাকা দিয়ে বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ ৪৪ জনকে ঠেলে পাঠায়। এসময় স্থানীয় লোকজন বিষয়টি বিজিবিকে জানান। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে।

আটকদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৮ জন নারী ও ১৩ শিশু রয়েছে। আটককৃতরা জানায়, তারা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে। তারা আরও জানায়, সীমান্তের ওপারে আরও মানুষকে আটক করে রেখেছে বিএসএফ। তাদেরও অবৈধভাবে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে তারা।

উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, বুধবার ভোরে আরও ৪৪ জনকে বিএসএফ বাংলাদেশে পাঠিয়েছে। স্থানীয়ভাবে খবর পেয়ে বিজিবি তাদের আটক করেছে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম জানান, আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা বাংলাদেশি। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার কালবেলাকে বলেন, বুধবার সন্ধ্যা ৭টায় বিজিবি আটকদের থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ৬ ও ৭ মে প্রায় শতাধিক মানুষকে বিএসএফ ঠেলে পাঠালেও বিজিবি ৫৯ জনকে আটক করে। বিজিবি তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বড়লেখা থানা পুলিশ তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। এরপর পুশইন ঠেকাতে বড়লেখা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বিজিবি। কিন্তু বিজিবির চোখ ফাঁকি দিয়ে ফের অবৈধভাবে ৪৪ জনকে ঠেলে পাঠালো বিএসএফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড় হতে পারে

‘বিয়ে না হওয়া পর্যন্ত এ বাড়ি থেকে যাব না’

পারস্য উপসাগর / ইরানের চাপে নাম পরিবর্তনের ভাবনা থেকে সরছে যুক্তরাষ্ট্র

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

ইসরায়েলকে ছাড় দিয়ে ইরানকে টার্গেট করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ আরঘচির

টিভিতে আজকের খেলা

১৫ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫ মে : আজকের নামাজের সময়সূচি

সীমান্তে বজ্রপাতে বিজিবির সদস্যের মৃত্যু

১০

সীমান্তের ভুল তথ্য দিয়ে হয়রানি, ভুয়া এনএসআই সদস্য আটক

১১

হাসপাতাল থেকে পালালেন ছাত্রলীগ নেতা, ৪ পুলিশ ক্লোজড

১২

৪ মাসের শিশু চুরি, ৬ দিন পর গ্রেপ্তার নিঃসন্তান দম্পতি 

১৩

চুরির সন্দেহে কিশোরকে মারধর, পরে বস্তাবন্দি করে ফেলা হলো নদীতে

১৪

সীমান্তে ‘পুশইন’ করা সেই ৪৪ বাংলাদেশিকে থানায় হস্তান্তর

১৫

এয়ার টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মতবিনিময় সভা 

১৬

৪০৮ হজযাত্রী নিয়ে সিলেট থেকে গেল প্রথম ফ্লাইট

১৭

উপদেষ্টা মাহফুজের ওপর হামলা নিরাপত্তার প্রতি হুমকি : সিবগাতুল্লাহ 

১৮

জার্মান রাষ্ট্রদূতকে বিদায়ী সংবর্ধনা মঈন খানের 

১৯

আয়কর ও শুল্ক ক্যাডারের অ্যাসোসিয়েশন থেকে কর্মকর্তাদের গণপদত্যাগ 

২০
X