মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আবারও বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে পুশইন করল বিএসএফ

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে পুশইন করেছে বিএসএফ। ছবি : কালবেলা
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে পুশইন করেছে বিএসএফ। ছবি : কালবেলা

মৌলভীবাজারের বড়লেখার পাল্লাতল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ আরও ৪৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৪ মে) ভোরে তাদের পুশইন করা হয়। এ সময় তাদের আটক করে ৫২ বিজিবির কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। আটককৃতরা বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়েছে বিজিবি।

বুধবার ভোরে লাতু বিওপি ক্যাম্পের আওতাধীন শাহবাজপুর পাল্লাথল রাস্তার মোড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রেখে বিজিবি জিজ্ঞাসাবাদ করছে। জানা গেছে, আটককৃত সবাই বাংলাদেশি নাগরিক। তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন। মঙ্গলবার (১৩ মে) ভারতীয় পুলিশ তাদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের কাছে হস্তান্তর করলে আজ বাংলাদেশে তাদের পুশইন করা হয়। স্থানীয়রা সীমান্ত থেকে তাদের আসতে দেখে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে।

এর আগে গত ৬ ও ৭ মে শতাধিক মানুষকে পুশইন করে বিএসএফ। তবে ৫৯ জনকে আটক করে বিজিবি এবং তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর বড়লেখা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়।

পুশইন ঠেকাতে বড়লেখা সীমান্তে এরইমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বিজিবি। কিন্তু বিজিবির চোখ ফাঁকি দিয়ে ফের অবৈধভাবে ৪৪ জনকে পুশইন করেছে বিএসএফ।

এর আগে গত ৬ ও ৭ মে শতাধিক মানুষকে পুশইন করে বিএসএফ। তবে ৫৯ জনকে আটক করে বিজিবি। বিজিবি তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর বড়লেখা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। এরপর পুশইন ঠেকাতে বড়লেখা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বিজিবি। কিন্তু বিজিবির চোখ ফাঁকি দিয়ে ফের অবৈধভাবে ৪৪ জনকে পুশইন করেছে বিএসএফ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে ভোরে বিএসএফ নারী ও শিশুসহ ৪৪ জনকে পুশইন করে। এ সময় স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানান। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৮ জন নারী ও ১৩ শিশু।

আটককৃতরা জানিয়েছেন, তারা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে। সীমান্তের ওপারে আরও অনেককে আটক করে রেখেছে বিএসএফ। তাদেরও পাঠানোর প্রক্রিয়া চলছে। উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, আজ ভোরে আরও ৪৪ জনকে বিএসএফ বাংলাদেশে পাঠিয়েছে। স্থানীয়ভাবে খবর পেয়ে বিজিবি তাদের আটক করেছে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক।

এ বিষয়ে বিজিবি-৫২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা বাংলাদেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাণীগুলোর বন্ধু তারা

প্রসবকালীন গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ

পদ্মা সেতুতে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২

বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

‘শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ’

ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে আমেরিকা

ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত, নারী পাইলট আটক

ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

দেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন প্রধান উপদেষ্টা

১০

ড. ইউনূসের যুক্তরাজ্য সফরে ৫ সফলতা

১১

শিগগিরই ইসরায়েলের জন্য নরকের দরজা খুলে দেবে ইরান : নতুন আইআরজিসি প্রধান

১২

আগে মেম্বার ইলেকশনে জিতে দেখাও : হাসনাতকে নাসিরুদ্দীনের স্যাটায়ার

১৩

এবার ইসরায়েলে হামলা চালালো আরেক দেশ

১৪

চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম

১৫

বিএনপির আশীর্বাদের চিঠি অভিশাপে পরিণত হয়েছে : নুর

১৬

ভাইয়ের ‘প্রতারণায়’ নিঃস্ব প্রবাসফেরত তমিজ

১৭

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক নিয়ে হতাশার কথা জানালেন হাসনাত

১৮

ফিফা ক্লাব বিশ্বকাপ… / চিরচেনা ইউরোপীয় দাপট না ভিন্ন কিছু!

১৯

সুদের টাকা নিয়ে গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ

২০
X