সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে অবৈধ ‘দেড় হাজার’ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের অংশে ‘দেড় হাজার’ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সোনারগাঁ উপজেলা প্রশাসন। ছবি : কালবেলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের অংশে ‘দেড় হাজার’ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সোনারগাঁ উপজেলা প্রশাসন। ছবি : কালবেলা

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের অংশে উপজেলা আ.লীগের প্রধান কার্যালয়সহ ‘দেড় হাজার’ অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে সোনারগাঁ উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে সকাল থেকে দিনব্যাপী এ অভিযান চালানো হয়। উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় যানজট নিরসনে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা উপজেলা আ.লীগের প্রধান কার্যালয়সহ ‘দেড় হাজার’ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টা থেকে মহাসড়কের সোনারগাঁ অংশে মোগরাপাড়া এলাকার পূর্বপাশে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালান উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা আ'লীগের প্রধান কার্যালয়ও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

রাজনৈতিক কার্যালয় গুঁড়িয়ে দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরব একাধিক আ.লীগ নেতা জানান, প্রায় ৩২ বছর আগে এখানে স্থানীয় জমির মালিক সামাদ ব্যাপারি থেকে জমি ক্রয় করে আ.লীগের কার্যালয়টি তৈরি করা হয়েছে। কিন্তু আজ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য প্রশাসনের লোক দিয়ে কোনো নোটিশ না দিয়েই অফিসটি ভেঙে দিয়েছে। এমন ঘৃণিত কাজের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই৷

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট নিরসনে কয়েকবারই মহাসড়কের পাশে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেন। কিন্তু প্রতিবারই কয়েক সপ্তাহ না যেতেই স্থানীয় কিছু দুষ্টু চক্র পুনরায় দখল করেন। কিন্তু এবার কোনো ক্রমেই দখল করা যাবেনা। জেলা প্রশাসকের নির্দেশনাতেই এবার সোনারগাঁয়ের ইতিহাসে এমন অভিযান পরিচালনা করা হয়েছে। যদি এর পর কোনো ব্যক্তি আবার দখল করার পায়তারা করেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে।

আ.লীগ কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার ব্যাপারে তিনি বলেন, দেশের ঊর্ধ্বে কেউ নয়। অবৈধভাবে সরকারি জায়গা দখল করে কে কি করেছে তা জানার প্রয়োজন নেই। জনগণের নিরাপদ চলাফেরা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

দিনব্যাপী উচ্ছেদ অভিযানে আরও ছিলেন, ভূমি কমিশনার (সোনারগাঁ সার্কেল) মঞ্জুর মোর্শেদ, ভূমি কমিশনার (কাঁচপুর সার্কেল) সেগুপ্তা মেহনাজ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলামসহ কয়েকশ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

জুতা পরে জানাজার নামাজ পড়া কি জায়েজ?

প্রতিদিনের সাধারণ যে অভ্যাসেই কমে যাচ্ছে আপনার মোবাইলের আয়ু

যে গ্রামে বসবাস করলেই মিলবে ২৭ লাখ টাকা!

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে সরকার’

অসুস্থ বিএনপি নেতা ডা. রফিকের খোঁজ নিতে বাসায় জোনায়েদ সাকি

আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

১০

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

১১

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

১২

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

১৩

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

১৪

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

১৫

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

১৬

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

১৭

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

১৮

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

১৯

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

২০
X