বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আহ্বায়ক ও সদস্যসচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বৈষম্যবিরোধী নেতার পদত্যাগ

পদত্যাগ করা মাহমুদুর রহমান লিওন। ছবি : সংগৃহীত
পদত্যাগ করা মাহমুদুর রহমান লিওন। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সংগঠনটির এক নেতা পদত্যাগ করেছেন। তার নাম মাহমুদুর রহমান লিওন।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় নগরীর টাউন হলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন ডেকে জেলা কমিটির এ সদস্য পদত্যাগের ঘোষণা দেন। এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও সদস্য সচিব আশফাক আহমেদ জামিল আন্দোলনের আদর্শ ও মূল্যবোধকে অবমাননা করেছেন। একইসঙ্গে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, মামলার তদবির, সরকারি প্রকল্পে দুর্নীতি এবং ছাত্র আন্দোলনের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন।

তিনি জানান, দুই মাস আগে রংপুর নগরীর ঘাঘট এলাকায় অনুষ্ঠিত বাণিজ্য মেলায় হাউজি জুয়ার আসর বসানো হয়। সেখান থেকে ৭ লাখ টাকা চাঁদা নেন জেলা কমিটির সদস্য সচিব আশফাক আহমেদ জামিল। পরে আহ্বায়ক ইমরান আহমেদের মাধ্যমে ঈদের আগে কমিটির অনেক সদস্য সে টাকা ভাগাভাগি করে নেয়।

এ ছাড়া রংপুর সিটি করপোরেশনে নিয়োগ বাণিজ্য করে লাখ লাখ টাকা নেন তারা। তাছাড়া পীরগাছায় নির্মানাধীন আশ্রয়ন প্রকল্পের কাজ আটকে দেয় জেলা কমিটির আরেক সদস্য রওশন জামিল। তার অভিযোগ, আশ্রয়ণ প্রকল্প থেকে অর্থনৈতিক সুবিধা নিতে না পারায় জেলা কমিটির নেতাদের নির্দেশে তিনি এ কাজ বন্ধ করে দেন।

তিনি বলেন, জেলা কমিটির নেতাদের দুর্নীতি নিয়ে এর আগে বারবার প্রতিবাদ করায় তাকে হুমকি, ভয় ভীতি প্রদর্শন ও বহিষ্কারের ভয় দেখানো হয়েছে। একজন আদর্শনিষ্ঠ আন্দোলন কর্মী হিসেবে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে চুপ থাকবেন না জানিয়ে কমিটির পদ থেকে পদত্যাগ করছেন বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ কালবেলাকে বলেন, দুর্নীতির অভিযোগ পুরাওপুরি ভিত্তিহীন। পদত্যাগ করা জেলা কমিটির সদস্য লিওন সংগঠনের বিভিন্ন সিদ্ধান্ত বাইরে সরবরাহ করায় নানা বিবাদ শুরু হয়েছে। আজকে মেসেঞ্জার গ্রুপ আমাদের কনভারসেশনের স্ক্রিনশট অন্যদের পাঠানোর প্রমাণ পাওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে পদত্যাগ করেছেন।

ঈদের আগে কমিটির সদস্যদের টাকা ভাগাভাগির অভিযোগ নিয়ে তিনি বলেন, কেউ এ ধরনের অভিযোগ করে থাকলে তা মিথ্যা।

জেলা কমিটির মুখ্য সংগঠক রিফাত হাসান বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে বরখাস্ত চট্রগ্রাম কাস্টম হাউসের কমিশনার

‘একসঙ্গে সমুদ্রে নেমে তো গোসল করতে পারব না’

জুলাই যোদ্ধার তালিকায় এক ব্যক্তির নাম ২ জায়গায়

বিএনপির অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনায় মির্জা ফখরুলের প্রতিবাদ

রাজধানীতে শ্রমজীবী মানুষের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

জামায়াত-গণঅধিকার পরিষদের মতবিনিময় / নির্বাচনী জোট গঠনে একমত

উপবৃত্তির টাকা আত্মসাৎ, মাদ্রাসার সুপার কারাগারে

তারেক রহমান নেতৃত্ব না দিলে জুলাই আন্দোলন সফল হতো না : মুরাদ

চট্টগ্রাম নগরীতে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

‘প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করি’

১০

মেয়ের জন্য চিপস আনতে গিয়ে প্রাণ হারান মোবারক

১১

১৯৭৩ সালের পর সবচেয়ে বড় সংকটে মার্কিন ডলার

১২

তারেক রহমান জুলাই বিপ্লবের মূল নেতৃত্বে ছিলেন : অধ্যাপক মোর্শেদ

১৩

তারা ভেবেছে, নারীঘটিত বিষয় নিয়ে প্রচারে আমার ভোট কমে যাবে : আমির হামজা

১৪

পিআর পদ্ধতি নিয়ে বিএনপিকে চরমোনাই পীরের কড়া বার্তা

১৫

নির্বাচন নিয়ে মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে : মান্না

১৬

ইরানের পরমাণু বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার

১৭

৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পূর্বাচল আর্মি ক্যাম্পের সেনারা

১৮

চুক্তি নবায়নের পর মোনাকোয় ধারে গেলেন বার্সা তারকা ফাতি

১৯

উড্ডয়নের ৭ মিনিটেই মাটিতে আছড়ে পড়ল বিমান, সব আরোহী নিহত

২০
X