কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আহ্বায়ক ও সদস্যসচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বৈষম্যবিরোধী নেতার পদত্যাগ

পদত্যাগ করা মাহমুদুর রহমান লিওন। ছবি : সংগৃহীত
পদত্যাগ করা মাহমুদুর রহমান লিওন। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সংগঠনটির এক নেতা পদত্যাগ করেছেন। তার নাম মাহমুদুর রহমান লিওন।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় নগরীর টাউন হলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন ডেকে জেলা কমিটির এ সদস্য পদত্যাগের ঘোষণা দেন। এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও সদস্য সচিব আশফাক আহমেদ জামিল আন্দোলনের আদর্শ ও মূল্যবোধকে অবমাননা করেছেন। একইসঙ্গে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, মামলার তদবির, সরকারি প্রকল্পে দুর্নীতি এবং ছাত্র আন্দোলনের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন।

তিনি জানান, দুই মাস আগে রংপুর নগরীর ঘাঘট এলাকায় অনুষ্ঠিত বাণিজ্য মেলায় হাউজি জুয়ার আসর বসানো হয়। সেখান থেকে ৭ লাখ টাকা চাঁদা নেন জেলা কমিটির সদস্য সচিব আশফাক আহমেদ জামিল। পরে আহ্বায়ক ইমরান আহমেদের মাধ্যমে ঈদের আগে কমিটির অনেক সদস্য সে টাকা ভাগাভাগি করে নেয়।

এ ছাড়া রংপুর সিটি করপোরেশনে নিয়োগ বাণিজ্য করে লাখ লাখ টাকা নেন তারা। তাছাড়া পীরগাছায় নির্মানাধীন আশ্রয়ন প্রকল্পের কাজ আটকে দেয় জেলা কমিটির আরেক সদস্য রওশন জামিল। তার অভিযোগ, আশ্রয়ণ প্রকল্প থেকে অর্থনৈতিক সুবিধা নিতে না পারায় জেলা কমিটির নেতাদের নির্দেশে তিনি এ কাজ বন্ধ করে দেন।

তিনি বলেন, জেলা কমিটির নেতাদের দুর্নীতি নিয়ে এর আগে বারবার প্রতিবাদ করায় তাকে হুমকি, ভয় ভীতি প্রদর্শন ও বহিষ্কারের ভয় দেখানো হয়েছে। একজন আদর্শনিষ্ঠ আন্দোলন কর্মী হিসেবে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে চুপ থাকবেন না জানিয়ে কমিটির পদ থেকে পদত্যাগ করছেন বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ কালবেলাকে বলেন, দুর্নীতির অভিযোগ পুরাওপুরি ভিত্তিহীন। পদত্যাগ করা জেলা কমিটির সদস্য লিওন সংগঠনের বিভিন্ন সিদ্ধান্ত বাইরে সরবরাহ করায় নানা বিবাদ শুরু হয়েছে। আজকে মেসেঞ্জার গ্রুপ আমাদের কনভারসেশনের স্ক্রিনশট অন্যদের পাঠানোর প্রমাণ পাওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে পদত্যাগ করেছেন।

ঈদের আগে কমিটির সদস্যদের টাকা ভাগাভাগির অভিযোগ নিয়ে তিনি বলেন, কেউ এ ধরনের অভিযোগ করে থাকলে তা মিথ্যা।

জেলা কমিটির মুখ্য সংগঠক রিফাত হাসান বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / ডায়াবেটিসজনিত পায়ের ক্ষত ও পিআরপি চিকিৎসা

শ্রমিকদল নেতা হত্যায় গ্রেপ্তার আরেক শ্রমিক দল নেতা

বিএনপির এক নিভৃত নেতৃত্ব আতিকুর রহমান রুমন

১৪ মে-কে জবির ‘কালো দিবস’ ঘোষণা, নতুন কর্মসূচি গণ-অনশন

জামালপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা—সভাপতি সুমিল, সম্পাদক শফিক

মানবিক করিডোর ও বন্দর নিয়ে সিদ্ধান্ত দেশবাসী মেনে নেবে না : জমিয়ত

বকেয়া বেতনসহ ৩ দফা দাবি মউশিক কর্মকর্তা-কর্মচারীদের

আগামীকাল জুম্মার পর জবি শিক্ষার্থীদের গণ-অনশন

জ্বালানির দাম কমায় ফ্লাইটে ভাড়া কমানোর আশ্বাস

সাম্য হত্যার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

১০

একসঙ্গে সমাবর্তন নিলেন একই পরিবারের পাঁচজন

১১

আইন অমান্য করে পুকুর ভরাট, ১০ জনের বিরুদ্ধে মামলা

১২

৩৪তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২৩ মে

১৩

আমার মাধ্যমে কোনো অন্যায় পলে আটকায় দিও : ববি উপাচার্য

১৪

কবরস্থান কমিটি নিয়ে যুবদল-শ্রমিক দল নেতার দ্বন্দ্ব, অতঃপর...

১৫

মোহাম্মদপুরে একই পরিবারের ৭ জনকে কুপিয়ে জখম

১৬

গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

১৭

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের ব্যতিক্রমী উদ্যোগ

১৮

বিএনপি নেতা ফজলুর রহমানের অবমাননাকর বক্তব্যের তীব্র প্রতিবাদ হেফাজতে ইসলামের

১৯

বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায় : আমিনুল হক 

২০
X