কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আহ্বায়ক ও সদস্যসচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বৈষম্যবিরোধী নেতার পদত্যাগ

পদত্যাগ করা মাহমুদুর রহমান লিওন। ছবি : সংগৃহীত
পদত্যাগ করা মাহমুদুর রহমান লিওন। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সংগঠনটির এক নেতা পদত্যাগ করেছেন। তার নাম মাহমুদুর রহমান লিওন।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় নগরীর টাউন হলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন ডেকে জেলা কমিটির এ সদস্য পদত্যাগের ঘোষণা দেন। এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও সদস্য সচিব আশফাক আহমেদ জামিল আন্দোলনের আদর্শ ও মূল্যবোধকে অবমাননা করেছেন। একইসঙ্গে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, মামলার তদবির, সরকারি প্রকল্পে দুর্নীতি এবং ছাত্র আন্দোলনের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন।

তিনি জানান, দুই মাস আগে রংপুর নগরীর ঘাঘট এলাকায় অনুষ্ঠিত বাণিজ্য মেলায় হাউজি জুয়ার আসর বসানো হয়। সেখান থেকে ৭ লাখ টাকা চাঁদা নেন জেলা কমিটির সদস্য সচিব আশফাক আহমেদ জামিল। পরে আহ্বায়ক ইমরান আহমেদের মাধ্যমে ঈদের আগে কমিটির অনেক সদস্য সে টাকা ভাগাভাগি করে নেয়।

এ ছাড়া রংপুর সিটি করপোরেশনে নিয়োগ বাণিজ্য করে লাখ লাখ টাকা নেন তারা। তাছাড়া পীরগাছায় নির্মানাধীন আশ্রয়ন প্রকল্পের কাজ আটকে দেয় জেলা কমিটির আরেক সদস্য রওশন জামিল। তার অভিযোগ, আশ্রয়ণ প্রকল্প থেকে অর্থনৈতিক সুবিধা নিতে না পারায় জেলা কমিটির নেতাদের নির্দেশে তিনি এ কাজ বন্ধ করে দেন।

তিনি বলেন, জেলা কমিটির নেতাদের দুর্নীতি নিয়ে এর আগে বারবার প্রতিবাদ করায় তাকে হুমকি, ভয় ভীতি প্রদর্শন ও বহিষ্কারের ভয় দেখানো হয়েছে। একজন আদর্শনিষ্ঠ আন্দোলন কর্মী হিসেবে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে চুপ থাকবেন না জানিয়ে কমিটির পদ থেকে পদত্যাগ করছেন বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ কালবেলাকে বলেন, দুর্নীতির অভিযোগ পুরাওপুরি ভিত্তিহীন। পদত্যাগ করা জেলা কমিটির সদস্য লিওন সংগঠনের বিভিন্ন সিদ্ধান্ত বাইরে সরবরাহ করায় নানা বিবাদ শুরু হয়েছে। আজকে মেসেঞ্জার গ্রুপ আমাদের কনভারসেশনের স্ক্রিনশট অন্যদের পাঠানোর প্রমাণ পাওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে পদত্যাগ করেছেন।

ঈদের আগে কমিটির সদস্যদের টাকা ভাগাভাগির অভিযোগ নিয়ে তিনি বলেন, কেউ এ ধরনের অভিযোগ করে থাকলে তা মিথ্যা।

জেলা কমিটির মুখ্য সংগঠক রিফাত হাসান বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে 

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

১০

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

১১

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

১২

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর

১৩

আদালতের ‘ন্যায়কুঞ্জে’ খাবার হোটেল, প্রধান বিচারপতির নির্দেশে উচ্ছেদ

১৪

অ্যানথ্রাক্স ছড়াচ্ছে উত্তরাঞ্চলে, রংপুর-গাইবান্ধায় সরেজমিনে তদন্ত শুরু

১৫

চীন থেকে যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা / জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

১৬

শেখ হাসিনা ও কামালের নির্বাচনী যোগ্যতা নিয়ে যা জানা গেল

১৭

ছাত্রদলকে সমর্থন জানিয়ে চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

১৮

খুন করে আল্লাহর ভয়ে নামাজ পড়ে ক্ষমা চান হত্যাকারীরা

১৯

ইংলিশদের বিপক্ষে মারুফাদের লড়াই করে হার

২০
X