লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বজ্রপাতের আঘাতে করিম ইসলাম (৫৬) নামে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার বাউরা ইউনিয়নের সফিরহাট এলাকায় নিজ বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
করিম ইসলাম ওই এলাকার মৃত কফিলুদ্দিনের ছেলে এবং স্থানীয় সফিরহাট বাজারে পান-সুপারির ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘুম থেকে উঠে করিম ইসলাম বাইরে বের হন। এ সময় আকাশে মেঘ জমে গেলে তিনি বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে যায়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন