জামালপুরের মাদারগঞ্জে ঝড়ের বজ্রপাতে মো. হাশেম আলী (১৫) নামের এক কিশোর মারা গেছে। তিনি পেশায় ঘোড়ার গাড়িচালক ছিলেন।
শনিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের ধুলোউড়ি এলাকার মন্ডল ইটভাটা সংলগ্নে এ ঘটনা ঘটে।
হাশেম আলী বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোয়াইল ইউনিয়নের ধারাবর্ষা এলাকার ওয়াহেদ আলীর ছেলে। বোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আছাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ঘোড়ার ঘাড়িচালক রাসেল জানান, তারা কয়েকজন ঘোড়ার গাড়িতে ধানবোঝাই করে কৃষকের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে একটি আম গাছের নিচে তারা দাঁড়ান। এর কিছুক্ষণ পর হাশেম আলীর ওপর বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. রাকিবুল বলেন, হাশেম আলীকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন