পাবনার বেড়া উপজেলায় র্যার-১২ ও সিপিসি-১ কুষ্টিয়ার যৌথ অভিযানে মাটি খুঁড়ে ৭৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে উপজেলাধীন আমিনপুর থানাধীন চক আব্দুস শুকুর এলাকায় ঘটনাটি ঘটে।
আটক ব্যক্তির নাম রাজু আহমেদ বাবু (৪৮)। তিনি আমিনপুর থানাধীন কাজি শরীফপুর এলাকার মৃত মকছেদ শেখের ছেলে।
র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ফারহান-উজ-জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র্যাব-১২ ও সিপিসি-২ পাবনা এবং সিপিসি-১ কুষ্টিয়া র্যাবের যৌথ অভিযানিক দল সোমবার বিকেল ৫টার দিকে পাবনা জেলার আমিনপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। তখন রাজুর বাড়ির আঙিনার মাটি খুঁড়ে একটি ৭৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে জব্দকৃত আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার আমিনপুর থানায় প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন