দুই দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু হয়েছে।
বুধবার (২১ মে) রাত ৯টার দিকে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন জাতীয় গ্রিডে সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।
গত ১৯ মে রাত ১টার দিকে বয়লারের টিউব লিক হলে ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় ১২৫ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন কার্যক্রম। দুই দিন বন্ধ থাকার পর মেরামত শেষে বুধবার বিকেলে বয়লারে ফায়ারিং উৎপাদনে যায়।
কেন্দ্রের ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটটি থেকে প্রতিদিন ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ১ নম্বর ইউনিটটি চালু রাখতে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন পড়বে। বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট। ১ নম্বর ও ২ নম্বর ইউনিট ১২৫ মেগাওয়াটের দুটি এবং তিন নম্বর ইউনিট ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন। ২০২০ সালে নভেম্বর থেকে ২ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে এখনো বন্ধ রয়েছে।
প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক কালবেলাকে বলেন, মেরামত শেষে বুধবার বিকেল ৫টা ইউনিটটির বয়লারে ফায়ারিং করা হয়। রাত ৯টা থেকে বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটটির বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
মন্তব্য করুন