নীলফামারীতে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই পুত্রবধূ ও শ্বশুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাশুড়ি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা সদরের চাপড়াসরমজানি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইটাপির ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন নীলফামারী সদর থানার পরিদর্শক এম আর সাঈদ। নিহতরা হলে ওই গ্রামের সোলাইমান বাবু (৭০) ও তার পুত্রবধূ সাবানা বেগম (৩৫)। সোলাইমানের স্ত্রী ওয়াতুননেসা (৬০) গুরুতর আহত অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে চাপড়াসরমজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম শাহ্ ফকির কালবেলাকে জানান, সম্প্রতি ঝড়বৃষ্টিতে সোলাইমান বাবুর বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বুধবার সকাল থেকে স্ত্রী ওয়াতুননেসা ও পুত্রবধূ সাবানাকে সঙ্গে নিয়ে বসতবাড়ি মেরামতের কাজ করছিলেন সোলাইমান। এসময় বসতঘরে বাঁশের খুঁটি লাগাতে গিয়ে ওই খুঁটির আঘাতে বৈদ্যুতিক তার টিনের বেড়ার উপড়ে ছিঁড়ে পড়ায় সোলাইমান বিদ্যুৎস্পর্শে কাঁপতে থাকেন।
তিনি আরও বলেন, এসময় পুত্রবধূ সাবানা বেগম সোলাইমানকে স্পর্শ করলে তিনিও বিদ্যুতায়িত হয়ে লুটিয়ে পড়েন। স্বামী ও পুত্রবধূকে মাটিতে পড়ে থাকতে দেখে ওয়াতুননেসা চিৎকার দিয়ে তাদের স্পর্শ করা মাত্র তিনিও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই মারা যান সোলাইমান বাবু ও তার পুত্রবধূ সাবানা বেগম। গুরুতর আহত অবস্থায় ওয়াতুননেসা নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
মন্তব্য করুন