নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচন দাবি করে বৈষম্যবিরোধী ছাত্রনেতার পদত্যাগ

সদ্য পদত্যাগ করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য আবু হুরায়রা তানজিম। ছবি : সংগৃহীত
সদ্য পদত্যাগ করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য আবু হুরায়রা তানজিম। ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য আবু হুরায়রা তানজিম পদত্যাগ করেছেন। শুক্রবার (২৩ মে) তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেন।

পদত্যাগকারী আবু হুরায়রা তানজিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য ও নিকোশিয়া ফিলিপস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।

এ বিষয়ে আবু হুরায়রা তানজিম কালবেলাকে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসানোর মুখ্য উদ্দেশ্য ছিল যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। কিন্তু বর্তমান পরিস্থিতি পুরো উল্টো হয়ে গেছে। এ সরকার এখনো জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারেনি। এ ইস্যুতে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখছি না। দেশের অর্থনীতির ভঙ্গুর অবস্থায় নির্বাচিত সরকার ছাড়া বিদেশি বিনিয়োগ বাড়ানো অসম্ভব। এ কারণে আমি পদত্যাগ করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি।

এনসিপির বিষয়ে কঠোর সমালোচনা করে তিনি বলেন, আমরা এই মেন্ডেট নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন করিনি যে, এই টিমটা পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করে ফায়দা হাসিল করবে, যেটা বর্তমানে এনসিপি। আমাদের এ ধরনের ম্যান্ডেট কখনোই ছিল না। তারা রাজনীতি করে করুক তাদের স্বাগত জানাই। কিন্তু আমাদের ব্যবহার করে কেন রাজনৈতিক দল গঠন করতে হবে। তাছাড়া এনসিপি দলটির টেন্ডারবাজি ও চাঁদাবাজির খবর আমরা প্রায় সময় দেখি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হয়েছিল মুষ্টিমেয় কিছু পছন্দের লোকজন দিয়ে।

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্যসচিব জাভেদ আলম কালবেলাকে বলেন, তিনি আমাদের অফিসিয়ালি পদত্যাগের কোনো কাগজ দেননি। তবে তার পদত্যাগের স্ট্যাটাস আমি দেখেছি।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিগত কয়েক বছরের তুলনায় অনেক ভালো রয়েছে। আর পছন্দের মুষ্টিমেয় লোক দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি করা হয়নি। তার এই মন্তব্য একেবারে ঠিক হয়নি। আর এনসিপির বিষয়ে তাদের সংগঠনের লোকজন বক্তব্য দেবে। জুলাই বিপ্লবে তানজিম আমাদের সঙ্গে আন্দোলন করেছে। তবে সে বর্তমানে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে বিদেশে অবস্থান করছে। সেই সুবাদে সাংগঠনিক অনেক কর্মকাণ্ডে তিনি অংশগ্রহণ করতে পারছেন না। ফলে দেশের বাইরে থেকে সুনির্দিষ্ট নানা বিষয়ে ধারণা পাওয়া সম্ভব নয়। তবে তিনি কীসের ভিত্তিতে এরূপ মন্তব্য করেছেন তা জানা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাস জলাবদ্ধ, যাতায়াতের ভরসা বাঁশের সাঁকো

শীতে রক্তচাপ নিয়ে সতর্ক থাকা কেন জরুরি জানালেন চিকিৎসক

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি : বাণিজ্য উপদেষ্টা

ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত না করার দাবিতে পদ্মা সেতু অবরোধ

হজযাত্রীদের জন্য যে চার টিকা বাধ্যতামূলক করল সৌদি

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মার চরে জমজমাট ইলিশের বাজার

রাজশাহী ও বগুড়ায় বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ

যেসব সাধারণ কারণে পুরুষদের পেলভিক ব্যথা হয়

হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে : দুদক চেয়ারম্যান

জামায়াত কর্মী মহিবুর হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন

১০

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচার দাবি

১১

চুরির অভিযোগে আটকদের আনতে গিয়ে পুলিশের গাড়ির চাবি চুরি

১২

১৮ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক বাছাই না করলে সিদ্ধান্ত নেবে ইসি

১৩

আইনের বেড়াজাল পেরিয়ে কারাগারে বিয়ে

১৪

স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় দুর্বৃত্তের হামলা, যুবদল নেতা নিহত

১৫

মোবাইলে ব্রাজিল-জাপান ম্যাচ দেখবেন যেভাবে

১৬

চাকসুর ভোট গণনা হবে যেভাবে

১৭

সড়কে বেপরোয়া অটোরিকশা, অসহায় প্রশাসন

১৮

পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, ৩ দিন পর লাশ উদ্ধার

১৯

আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার অনুরোধ দুদক চেয়ারম্যানের

২০
X