নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচন দাবি করে বৈষম্যবিরোধী ছাত্রনেতার পদত্যাগ

সদ্য পদত্যাগ করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য আবু হুরায়রা তানজিম। ছবি : সংগৃহীত
সদ্য পদত্যাগ করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য আবু হুরায়রা তানজিম। ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য আবু হুরায়রা তানজিম পদত্যাগ করেছেন। শুক্রবার (২৩ মে) তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেন।

পদত্যাগকারী আবু হুরায়রা তানজিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য ও নিকোশিয়া ফিলিপস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।

এ বিষয়ে আবু হুরায়রা তানজিম কালবেলাকে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসানোর মুখ্য উদ্দেশ্য ছিল যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। কিন্তু বর্তমান পরিস্থিতি পুরো উল্টো হয়ে গেছে। এ সরকার এখনো জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারেনি। এ ইস্যুতে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখছি না। দেশের অর্থনীতির ভঙ্গুর অবস্থায় নির্বাচিত সরকার ছাড়া বিদেশি বিনিয়োগ বাড়ানো অসম্ভব। এ কারণে আমি পদত্যাগ করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি।

এনসিপির বিষয়ে কঠোর সমালোচনা করে তিনি বলেন, আমরা এই মেন্ডেট নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন করিনি যে, এই টিমটা পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করে ফায়দা হাসিল করবে, যেটা বর্তমানে এনসিপি। আমাদের এ ধরনের ম্যান্ডেট কখনোই ছিল না। তারা রাজনীতি করে করুক তাদের স্বাগত জানাই। কিন্তু আমাদের ব্যবহার করে কেন রাজনৈতিক দল গঠন করতে হবে। তাছাড়া এনসিপি দলটির টেন্ডারবাজি ও চাঁদাবাজির খবর আমরা প্রায় সময় দেখি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হয়েছিল মুষ্টিমেয় কিছু পছন্দের লোকজন দিয়ে।

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্যসচিব জাভেদ আলম কালবেলাকে বলেন, তিনি আমাদের অফিসিয়ালি পদত্যাগের কোনো কাগজ দেননি। তবে তার পদত্যাগের স্ট্যাটাস আমি দেখেছি।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিগত কয়েক বছরের তুলনায় অনেক ভালো রয়েছে। আর পছন্দের মুষ্টিমেয় লোক দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি করা হয়নি। তার এই মন্তব্য একেবারে ঠিক হয়নি। আর এনসিপির বিষয়ে তাদের সংগঠনের লোকজন বক্তব্য দেবে। জুলাই বিপ্লবে তানজিম আমাদের সঙ্গে আন্দোলন করেছে। তবে সে বর্তমানে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে বিদেশে অবস্থান করছে। সেই সুবাদে সাংগঠনিক অনেক কর্মকাণ্ডে তিনি অংশগ্রহণ করতে পারছেন না। ফলে দেশের বাইরে থেকে সুনির্দিষ্ট নানা বিষয়ে ধারণা পাওয়া সম্ভব নয়। তবে তিনি কীসের ভিত্তিতে এরূপ মন্তব্য করেছেন তা জানা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

১০

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১১

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১২

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৩

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৫

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৬

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৭

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৮

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৯

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

২০
X