চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৬:৪৫ এএম
অনলাইন সংস্করণ

‘যারা আজ সবচেয়ে বেশি শিক্ষিত, তারাই মাকে দূরে রাখতে চায়’

চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু হোটেলের মোহনা বলরুমে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আয়োজিত ‘সর্বজয়া মা সম্মাননা ২০২৫’ অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু হোটেলের মোহনা বলরুমে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আয়োজিত ‘সর্বজয়া মা সম্মাননা ২০২৫’ অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, যারা আজ সবচেয়ে বেশি শিক্ষিত, তারাই মাকে দূরে সরিয়ে রাখতে চায়। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মা থাকলে ধন-সম্পদ না থাকলেও চলবে, কিন্তু তিনি না থাকলে সবকিছু থাকলেও কিছুই থাকে না। মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা আমাদের নৈতিক অবক্ষয়ের প্রমাণ।

শুক্রবার (২৩ মে) রাতে নগরীর রেডিসন ব্লু হোটেলের মোহনা বলরুমে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আয়োজিত ‘সর্বজয়া মা সম্মাননা ২০২৫’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মায়েদের সম্মান জানাতে রেডিও টুডে ও প্রাইম ভিশন যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমার জীবনে আজ পর্যন্ত যা কিছু অর্জন, তার সবটুকুই আমার মায়ের জন্য। তিনি আমাকে বিনা বিরক্তিতে সবসময় ভালোবাসা, সেবা আর সাহস দিয়েছেন। রাজনীতির কঠিন সময়ে যখন জেল, নির্যাতন, লাঞ্ছনা মোকাবিলা করতে হয়েছে, তখন আমার মা-ই ছিলেন আমার শক্তির উৎস।’

তিনি বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে আমাকে যখন কাশিমপুর কারাগারে নেওয়া হয়, তখন আমার মা একাই নির্বাচনী দায়িত্ব সামলেছেন। এমনকি নির্বাচনের আগের রাতে পুলিশ বাসায় হামলা চালিয়ে আমার মাকে গালিগালাজ করে, বাথরুমের দরজা পর্যন্ত ভেঙে দেয়। এই যে নির্যাতন—এসব মায়েরাই মুখ বুজে সহ্য করেন। সেই শক্তি আর সহ্যশক্তির জন্যই আমরা সন্তানরা মানুষের মতো মানুষ হতে পারি।’

আবেগঘন কণ্ঠে মেয়র বলেন, আজকের এই দিন আমার জন্য অনেক কষ্টের স্মৃতি বহন করে। একবার শবে বরাতে মা আমাকে ফোন করে বলেন, ‘তোমার জন্য রুটি বানিয়ে রেখেছি, তাড়াতাড়ি বাসায় আসো।’ কিন্তু সেই রাতেই আমাকে গ্রেপ্তার করা হয় এবং আমি মায়ের হাতে বানানো রুটি আর খেতে পারিনি। এভাবেই আমার মা আমাকে শক্তি জুগিয়েছেন রাজনৈতিক পথচলায়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, মুহাম্মদ আনোয়ার পাশা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, টি কে গ্রুপের পরিচালক মো. মোফাচ্ছেল হক, ডায়মন্ড সিমেন্টের উপব্যবস্থাপনা পরিচালক হাকিম আলী এবং এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজের পরিচালক অভিমন্যু সাহা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বিপ্লবী চেতনার স্রোত বইছে : মেয়র শাহাদাত 

ইসির তালিকা থেকে বাদ গেল আলোচিত যেসব প্রতীক

জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : সচিব

রাউজানে র‍্যাবের অভিযানে স্থানীয়দের উচ্ছ্বাস, বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার ২

গণভোটের নামে যে ষড়যন্ত্র করা হচ্ছে তা জনগণ মেনে নেবে না : জুয়েল

সরকার কী করবে, আমরা সত্যিই বুঝতে পারছি না : আইন উপদেষ্টা

ছড়া দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

ডাকসুতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক

সরিয়ে দেওয়া হলো ঢাকা ওয়াসার এমডি ও ডিএসসিসির প্রশাসককে

১০

ম্যাসাচুসেটসে ব্রেস্ট ক্যানসার সারভাইভারদের সম্মাননা ও তহবিল সংগ্রহ

১১

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট প্রয়োজন : শিবির সভাপতি

১২

গাজায় আবারও ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল

১৩

র‌্যাব পরিচয়ে ইসলামী ব্যাংকের টাকা লুট

১৪

পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ

১৫

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে

১৬

দেশে এক দিন পর কমলো স্বর্ণের দাম

১৭

বাবা হারালেন মোহাম্মদ এ আরাফাত

১৮

জুলাই সনদ : ফের ঐকমত্য কমিশনের সভা আয়োজনের দাবি

১৯

শুরু হচ্ছে নতুন কুঁড়ির ফাইনাল রাউন্ড

২০
X