জামালপুরে সরিষাবাড়ীতে ভিজিডি (ভিডব্লিউবি) চাল বিতরণে দুশ টাকা করে উৎকোচ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এ ঘটনার পরই দলীয় নীতি-আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে জামালপুরের সরিষাবাড়ীতে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির তিন নেতাকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।
শনিবার (২৪ মে) দুপুরে একই ঘটনায় পৃথক পৃথক দলীয় প্যাডে তাদের বহিষ্কারের তথ্য নিশ্চিত করেন স্ব স্ব দলের সংশ্লিষ্টরা।
বহিষ্কৃতরা হলেন- পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান (রিপন), শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক-১ সুজন মিয়া ও যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান বাবু ।
তাদের বহিষ্কারাদেশের দলীয় প্যাডে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবীর তালুকদার শামীম ও উপজেলা যুবদলের আহ্বায়ক একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীন ও সদস্য সচিব মো. রবিউল ইসলাম এবং শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন স্ব স্ব দলের সংশ্লিষ্টরা।
জানা যায়, গত বুধবার ২১ মে উপজেলার পোগলদিঘা ইউনিয়ন পরিষদে দুস্থ নারীদের মাঝে ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়। এসময় ইউপি সদস্যের যোগসাজশে ও দলীয় প্রভাব খাটিয়ে দুস্থ নারীদের কাছে থেকে প্রতিটি কার্ডে ২০০ টাকা করে উৎকোচ আদায় করে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এই নিয়ে জনমনে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
পরে এ বিষয়টি জেলা বিএনপির সভাপতি এবং সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফরিদুল কবির তালুকদারের (শামিম) নজরে এলে অভিযোগের বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়, যা বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি এবং সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফরিদুল কবির তালুকদার (শামিম) বলেন, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের বহিষ্কার করা হয়েছে।
মন্তব্য করুন