কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

জেএসডির ৬৩ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বিএনপিতে যোগদান করেছেন জেএসডির ৬৩ জন নেতাকর্মী। ছবি : কালবেলা
বিএনপিতে যোগদান করেছেন জেএসডির ৬৩ জন নেতাকর্মী। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারা দেশের মতো লক্ষ্মীপুর-৪ আসনেও চলছে নির্বাচনী প্রচারণা। এই প্রচারণার মধ্যেই কমলনগর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) রাজনীতি ছেড়ে অন্তত ৬৩ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এ যোগদানের মধ্য দিয়ে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের বিএনপির সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন দলটির নেতারা।

সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ বি এম আশরাফ উদ্দিন নিজানের কমলনগরের বাসভবনে নিজানের হাতে ফুল দিয়ে যোগদান করেন তারা।

বিএনপিতে যোগ দেওয়া মন্তাজ উদ্দিন মেম্বার বলেন, আজ থেকে ৪৩ বছর আগে তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। এর মধ্যে ২৮ বছর ধরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বিগত ৫ আগস্টের পর থেকে জেএসডি তাদের নীতি ও আদর্শ থেকে সরে গেছে বলে তিনি মনে করেন। এ ছাড়া এই এলাকার বিএনপির প্রার্থী আশরাফ উদ্দিন নিজান একজন সৎ ও কর্মীবান্ধব নেতা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং ধানের শীষের প্রার্থীর কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে তিনি বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নেন। বিষয়টি নিয়ে তার সঙ্গে দীর্ঘদিনের পথচলা অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন। পরে বিভিন্ন ওয়ার্ড জেএসডির দায়িত্ব পালন করা সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি ও কার্যকরী কমিটির সদস্যসহ ৬৩ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করতে আগ্রহ প্রকাশ করেন। পরে সবাইকে নিয়ে আশরাফ উদ্দিন নিজানের হাতে হাত রেখে বিএনপির রাজনীতির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন।

একইভাবে তোরাবগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড জেএসডির সেক্রেটারি মো. নুরুজ্জামান, ৪নং ওয়ার্ড সহসভাপতি হানিফ মাঝি, ২নং ওয়ার্ড সভাপতি মো. সেলিম ও ৯নং ওয়ার্ড সেক্রেটারি মো. রহিম তারা বলেন, তারুণ্যের প্রতীক তারেক রহমান এই আসনে একজন সৎ, নির্ভীক ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন। এ ছাড়া আশরাফ উদ্দিন নিজানের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে নিজেরাসহ জেএসডির অন্যান্য নেতাকর্মীকে নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন তারা।

বিএনপির স্থায়ী কমিটির সহশিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর-৪ আসনের ধানের শীষের প্রার্থী আশরাফ উদ্দিন নিজান বলেন, শুধু কমলনগর নয়, জেলার চারটি সংসদীয় আসনে বিএনপির প্রতি আস্থা রেখে জেএসডিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিচ্ছেন।

তিনি সদ্য যোগদান করা সবাইকে স্বাগত জানিয়ে বলেন, যারা যোগ দিয়েছেন তারা জেএসডির রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করতেন এবং তাদের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা আগামী সংসদ নির্বাচনসহ ভবিষ্যতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারা সদস্যরা কোনো স্বার্থান্বেষী রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা 

দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

হাঁটুসমান তুষারে ৭ কিলোমিটার হেঁটে নববধূকে ঘরে তুললেন যুবক

স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নতুন পে-স্কেল বাস্তবায়নের সুযোগ এই সরকারের নেই : ফাওজুল কবির

সাবেক এমপির গাড়ি ও সুপার মার্কেটসহ ৬৯৪ শতক জমি জব্দ 

বিদ্রোহী প্রার্থীকে সমর্থন, পদ হারালেন বিএনপির ৬ নেতা 

খরচ না পেয়ে নির্বাচনী দায়িত্ব ছাড়লেন মহিলা দল নেত্রী

আইসিসির চাপে পিসিবি কোণঠাসা: বয়কটের সম্ভাবনা ক্ষীণ

বড় পর্দায় ফের একসঙ্গে বিজয়-রাশমিকা

১০

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের মতো তাণ্ডব চালানোর হুমকি ইরানের

১১

সর্বকালের সব রেকর্ড ভেঙে আবার বাড়ল স্বর্ণের দাম

১২

ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে তদবির করছে ইরান

১৪

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বিরক্ত ভেনেজুয়েলা, দেলসির কড়া বার্তা

১৫

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

১৬

তিন মাস পর কারাবন্দি ২৩ ভারতীয় জেলের মুক্তি 

১৭

আবু সাঈদ হত্যাকাণ্ড / চূড়ান্ত পর্যায়ে বিচারিক প্রক্রিয়া, রায় যে কোনো দিন

১৮

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যাকাণ্ডে গ্রেপ্তার বেড়ে ৬

১৯

হাইআতুল উলয়ার কেন্দ্রীয় পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ২৪ হাজার

২০
X